India vs England, 5th T20I Wankhede Pitch Report, Mumbai Weather Forecast Update and Live Streaming: সিরিজে ভারত জিতে গিয়েছে এক ম্যাচ বাকি থাকতেই। মুম্বইয়ে পঞ্চম ম্যাচে খেলতে নামার আগে ভারতের লক্ষ্য থাকবে একটাই বারবার ভেঙে পড়া ব্যাটিং-য়ের রোগ সামলে তোলা।
সিরিজে সেভাবে রান পাননি সঞ্জু স্যামসন এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। শেষ ম্যাচে যাতে দুজনেই রানের মধ্যে ফেরেন, সেদিকে নজর থাকবে টিম ইন্ডিয়ার।
ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রামনদীপ সিং/হর্ষিত রানা, অর্শদীপ সিং/মহম্মদ শামি, রবি বিশ্নোই, বরুণ চক্রবর্তী
ইংল্যান্ডের সম্ভাব্য প্ৰথম একাদশ
ফিল সল্ট, বেন ডাকেট, জস বাটলার, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভার্টন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার/ গাস আটকিনসন, সাকিব মাহমুদ, আদিল রশিদ
ভারত এবং ইংল্যান্ডের স্কোয়াড
ভারতীয় স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নিতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, শিভম দুবে, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুরেল (উইকেটরক্ষক)
ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক (সহ-অধিনায়ক), ফিল সল্ট (উইকেটরক্ষক), জ্যাকব বেথেল, লিয়াম লিভিংস্টোন, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, বেন ডাকেট, জেমি ওভারটন, আদিল রশিদ এবং মার্ক উড
ভারত বনাম ইংল্যান্ডের টি২০-তে মুখোমুখি রেকর্ড
আন্তর্জাতিক স্তরে দুই দল ২৮টি টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জয়লাভ করেছে ১৬টিতে। ইংল্যান্ডের জয় এসেছে ১২ টি ম্যাচে।
ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টি২০ ম্যাচের পিচ রিপোর্ট
ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ ঐতিহ্যগতভাবে ব্যাটিংয়ের জন্য উপযোগী। টি২০আই-এ, আটটি ম্যাচে প্রথম ইনিংসের গড় স্কোর ১৯১ রান। পিচটি প্রারম্ভিক পর্যায়ে পেসারদের সাহায্য করে, সুইং এবং সিম মুভমেন্ট পাওয়ারপ্লেতে ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ খাড়া করে।
তবে একবার ক্রিজে সেট হয়ে গেলে, ব্যাটাররা ছোট বাউন্ডারি এবং দ্রুত আউটফিল্ডের সুবিধা নিতে পারেন। প্রচলিত ধারণা অনুযায়ী, টস জেতা দলগুলি এই ভেন্যুতে প্ৰথমে ফিল্ডিং নিয়ে থাকেন। সফল রান-চেসের ইতিহাস বিবেচনা করে চেস করার সিদ্ধান্ত নিতে পারে টস জয়ী দল।
ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টি২০-র আবহাওয়া আপডেট
২ ফেব্রুয়ারি সন্ধ্যায় মুম্বইয়ের আবহাওয়া শীতল থাকার সম্ভাবনা রয়েছে। ম্যাচের সন্ধ্যায় মুম্বইয়ে পরিষ্কার আকাশ থাকবে এবং বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে, এবং খেলা গড়ানোর সাথে সাথে আর্দ্রতার মাত্রা বাড়বে, যা বোলারদের জন্য চ্যালেঞ্জিং অবস্থা তৈরি করবে।
ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টি২০-র লাইভ স্ট্রিমিং
সিরিজের বাকি ম্যাচগুলোর মত শেষ টি২০-ও স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে। ওয়েব প্ল্যাটফর্ম-এ হটস্টার-এ ম্যাচ দেখা যাবে।