IND vs ENG: ভারত এবং ইংল্যান্ডের মধ্য়ে পঞ্চম টেস্ট ম্য়াচটি লন্ডনের কেনিংটন ওভালে আয়োজন করা হয়েছে। আপাতত এই ম্য়াচে চতুর্থ দিনের খেলা চলছে। সিরিজের পঞ্চম তথা অন্তিম টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) যে ইতিমধ্যে জয়ের গন্ধ পেতে শুরু করেছে, তা বলাই বাহুল্য। একথা অনস্বীকার্য যে দ্য ওভালে ভারত যেখানে ১১ জন মিলে লড়াই করছে, সেখানে ইংল্যান্ডের লড়াইটা ১০ জনের। বুঝতে পারছেন না? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
পঞ্চম টেস্ট শুরুর আগেই বড়সড় ধাক্কা খেয়েছিল ব্রিটিশ ক্রিকেট দল। চোটের কারণে বেন স্টোকস যে খেলতে পারবেন না, সেটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। তাঁর জায়গায় ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন অলি পোপ। তবে ব্রিটিশদের কাছে গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে দলের তারকা পেসার ক্রিস ওকসের চোট। প্রথম দিনই ইংল্যান্ড ক্রিকেট দল যখন ফিল্ডিং করছিল, সেইসময় কাঁধে চোট পেয়েছিলেন ওকস। আর যে সে চোট নয়। সঙ্গে সঙ্গে হাতে ব্যান্ডেজ বেঁধে তাঁকে বের করে নিয়ে যাওয়া হয়। অবস্থা এতটাই আশঙ্কাজনক, শোনা যাচ্ছে যে তিনি নাকি আসন্ন অ্যাসেজ সিরিজেও খেলতে পারবেন না।
ফলে খুব স্বাভাবিকভাবে প্রথম ইনিংসে তিনি ব্যাট করতে পারেননি। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৪৭ রানে ৯ উইকেট পড়তে না পড়তেই অলআউট ঘোষণা করে দেওয়া হয়েছিল। দ্বিতীয় ইনিংসেও তিনি ব্যাট করতে পারবেন না। সুতরাং, ভারতকে এই ম্য়াচে জয়লাভ করতে হলে ১০ নয়, বরং ৯ উইকেট শিকার করতে হবে।
চতুর্থ দিনের লাঞ্চ ব্রেক
চতুর্থ দিনের মধ্যাহ্নভোজ বিরতিতে ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান করেছে। অর্থাৎ ভারতের জয়ের জন্য এখনও ৬ উইকেট শিকার করতে পারে। দিনের প্রথম সেশনে হ্যারি ব্রুকের একটি ক্যাচ ধরতে গিয়ে সিরাজ বাউন্ডারি লাইনে পা ঠেকিয়ে ফেলেছিলেন। এমন দৃশ্য দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা হতাশায় ভেঙে পড়েন। অর্থাৎ ভাগ্যের জোরে যে হ্যারি জীবনদান পেয়েছিলেন, তিনি আপাতত ৩৮ রানে ব্যাট করছেন। অন্যদিকে ২৩ রানে ব্যাট করছেন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জো রুট। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য আপাতত ২১০ রান দরকার। লক্ষ্যটা কিন্তু একেবারে কঠিন নয়।