/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/IND-ENG.jpg)
ইংল্যান্ড: ২১৮/১০ এবং ১৯৫/১০
ভারত: ৪৭৭/১০
IND vs ENG, 5th Test Match Report: হার প্রত্যাশিত-ই ছিল। তবে সেটা তৃতীয় দিনেই হয় কিনা, সেটাই ছিল দেখার। শততম টেস্টে জ্বলে ওঠা অশ্বিনের ঘূর্ণির সৌজন্যে তৃতীয় দিনে ইনিংসে জয় ছিনিয়ে নিতে দেরি হয়নি টিম ইন্ডিয়ার। মাত্র আড়াই দিনে দুই ইনিংসেই গুটিয়ে গেল ইংল্যান্ড। অশ্বিনের ৫ উইকেটের পাশাপাশি দুটো করে উইকেট নিয়ে কুলদীপ এবং বুমরা ইংরেজদের চলতি সিরিজের নিকৃষ্টতম হার উপহার দিল।
ভারতের দ্বিতীয় দিন শেষ করেছিল ৪৭৩/৮-এ। ২৫৫ রানের লিড নিয়ে। তৃতীয় দিন সিরাজ-বুমরারা সেই লিড বেশিদূর নিয়ে যেতে পারেননি। আগের দিনের স্কোরের সঙ্গে আর মাত্র ৪ রান যোগ করার ফাঁকেই ভারতের ইনিংসে ফুলস্টপ পড়ে গিয়েছিল।
২৫৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। আগের ইনিংসে অশ্বিন ইংরেজ ব্যাটিংয়ের লোয়ার অর্ডার ধসিয়ে চার উইকেট দখল করেছিলেন। কুলদীপ মূল সংহারক হিসাবে আবির্ভূত হয়েছিলেন।
দ্বিতীয় ইনিংসে কুলদীপ নয়, অশ্বিন ঘাতক হিসাবে চেনা ছন্দে হাজির হলেন। রোহিত পিঠের হালকা ব্যথার কারণে শনিবার মাঠে নামেননি। বুমরাই নেতৃত্বের ভূমিকা তুলে নেন। তিনি নিজে প্ৰথম ওভার করার পর অশ্বিনকে অন্য প্রান্তে আক্রমণে আনেন। আর অশ্বিন নিজের প্ৰথম ওভারেই তুলে নেন বেন ডাকেটকে। বোল্ড করে। তিন নম্বর ওভারে অশ্বিনের শিকার অন্য ওপেনার জ্যাক ক্রলি। সেই শুরু আর থামানো যায়নি তাঁকে।
𝙁𝙞𝙧𝙨𝙩 𝙤𝙫𝙚𝙧, 𝙛𝙞𝙧𝙨𝙩 𝙫𝙞𝙘𝙩𝙞𝙢! 😎 Ashwin's magic is in full swing. ✨ #IDFCFirstBankTestSeries #BazBowled #INDvENG #JioCinemaSports pic.twitter.com/PZmf0yl9kY
— JioCinema (@JioCinema) March 9, 2024
Kuldeep keeps us guessing every time! 😎 #IDFCFirstBankTestSeries #BazBowled #INDvENG #JioCinemaSports pic.twitter.com/xT4tlMX7l8
— JioCinema (@JioCinema) March 9, 2024
First ball magic knocks Stokes over AGAIN! 🤯 13th time lucky for Ashwin 😎#IDFCFirstBankTestSeries #BazBowled #INDvENG #JioCinemaSports pic.twitter.com/CIqMXIbI7h
— JioCinema (@JioCinema) March 9, 2024
Guard your toes! Bumrah's toe-crusher will leave you hopping. 😌#IDFCFirstBankTestSeries #BazBowled #INDvENG #JioCinemaSports pic.twitter.com/YOQrCqVM1n
— JioCinema (@JioCinema) March 9, 2024
অশ্বিনের ভেলকির সামনে ইংল্যান্ড লাঞ্চের আগেই ইংল্যান্ড ১০৩/৫ হয়ে গিয়েছিল। দুই ওপেনার আউট হওয়ার পর অলি পোপকেও ফেরান দক্ষিণী স্পিনার। পাঁচ নম্বরে নামা জনি বেয়ারস্টো ওয়ানডের মেজাজে ব্যাট করছিলেন। অশ্বিনের ওপরেই চড়াও হয়েছিলেন। বাউন্ডারি, ওভার বাউন্ডারির ঝড় তুলেছিলেন। ৩১ বলে ৩৯ রানের ইনিংসের বিনোদন অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। কুলদীপ প্ৰথম ওভারে এসেই লেগ বিফোর করে দেন তারকা ব্যাটারকে। রিভিউ নিয়েও রক্ষা পাননি। লাঞ্চের ঠিক আগের ওভারেই স্টোকসকে আউট করে ইংল্যান্ডকে আরও মাটিতে নামিয়ে আনেন অশ্বিন।
𝐎𝐧𝐞 𝐦𝐨𝐫𝐞 𝐦𝐢𝐥𝐞𝐬𝐭𝐨𝐧𝐞 𝐚𝐜𝐡𝐢𝐞𝐯𝐞𝐝! ✅
Ashwin gets a 5️⃣-wicket haul in his 100th Test match! 🤩#IDFCFirstBankTestSeries #BazBowled #INDvENG #JioCinemaSports pic.twitter.com/cnHCb654fX— JioCinema (@JioCinema) March 9, 2024
লাঞ্চের পরেই বেন ফোকসকে ফিরিয়ে অশ্বিন ইনিংসে নিজের পঞ্চম উইকেট তুলে নেন। বুমরাও শেষদিকে একই ওভারে টম হার্টলে এবং মার্ক উডকে ফিরিয়ে দিয়ে জয়ের গতি ত্বরান্বিত করে যান। একপ্রান্তে উইকেট পতন অব্যাহত থাকলেও জো রুট ৮৪ রান করে দলকে টেনে নিয়ে যান দুশোর আশেপাশে। ভারতের জয়ে বিলম্ব হয় রুটের দুর্ধর্ষ ইনিংসের জন্যই। রুটকে একদম শেষে আউট করে ইংল্যান্ডের দশম উইকেট তুলে নেন কুলদীপ যাদব।