Advertisment

IND vs ENG  5th Test Match Report: তিন দিনে ইনিংসে ধ্বংস ইংল্যান্ড! ভারতকে ৪-১'এর সিরিজ জেতালেন ১০০ টেস্টের অশ্বিন

India vs England  5th Test Highlights: ভারতের দ্বিতীয় দিন শেষ করেছিল ৪৭৩/৮-এ। ২৫৫ রানের লিড নিয়ে। তৃতীয় দিন সিরাজ-বুমরারা সেই লিড বেশিদূর নিয়ে যেতে পারেননি। আগের দিনের স্কোরের সঙ্গে আর মাত্র ৪ রান যোগ করার ফাঁকেই ভারতের ইনিংসে ফুলস্টপ পড়ে গিয়েছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs ENG  5th Test Match Report, India vs England  5th Test Match Report, IND vs ENG Test Match Report

ইংল্যান্ড: ২১৮/১০ এবং ১৯৫/১০
ভারত: ৪৭৭/১০

Advertisment

IND vs ENG, 5th Test Match Report: হার প্রত্যাশিত-ই ছিল। তবে সেটা তৃতীয় দিনেই হয় কিনা, সেটাই ছিল দেখার। শততম টেস্টে জ্বলে ওঠা অশ্বিনের ঘূর্ণির সৌজন্যে তৃতীয় দিনে ইনিংসে জয় ছিনিয়ে নিতে দেরি হয়নি টিম ইন্ডিয়ার। মাত্র আড়াই দিনে দুই ইনিংসেই গুটিয়ে গেল ইংল্যান্ড। অশ্বিনের ৫ উইকেটের পাশাপাশি দুটো করে উইকেট নিয়ে কুলদীপ এবং বুমরা ইংরেজদের চলতি সিরিজের নিকৃষ্টতম হার উপহার দিল।

ভারতের দ্বিতীয় দিন শেষ করেছিল ৪৭৩/৮-এ। ২৫৫ রানের লিড নিয়ে। তৃতীয় দিন সিরাজ-বুমরারা সেই লিড বেশিদূর নিয়ে যেতে পারেননি। আগের দিনের স্কোরের সঙ্গে আর মাত্র ৪ রান যোগ করার ফাঁকেই ভারতের ইনিংসে ফুলস্টপ পড়ে গিয়েছিল।

২৫৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। আগের ইনিংসে অশ্বিন ইংরেজ ব্যাটিংয়ের লোয়ার অর্ডার ধসিয়ে চার উইকেট দখল করেছিলেন। কুলদীপ মূল সংহারক হিসাবে আবির্ভূত হয়েছিলেন।

দ্বিতীয় ইনিংসে কুলদীপ নয়, অশ্বিন ঘাতক হিসাবে চেনা ছন্দে হাজির হলেন। রোহিত পিঠের হালকা ব্যথার কারণে শনিবার মাঠে নামেননি। বুমরাই নেতৃত্বের ভূমিকা তুলে নেন। তিনি নিজে প্ৰথম ওভার করার পর অশ্বিনকে অন্য প্রান্তে আক্রমণে আনেন। আর অশ্বিন নিজের প্ৰথম ওভারেই তুলে নেন বেন ডাকেটকে। বোল্ড করে। তিন নম্বর ওভারে অশ্বিনের শিকার অন্য ওপেনার জ্যাক ক্রলি। সেই শুরু আর থামানো যায়নি তাঁকে।

অশ্বিনের ভেলকির সামনে ইংল্যান্ড লাঞ্চের আগেই ইংল্যান্ড ১০৩/৫ হয়ে গিয়েছিল। দুই ওপেনার আউট হওয়ার পর অলি পোপকেও ফেরান দক্ষিণী স্পিনার। পাঁচ নম্বরে নামা জনি বেয়ারস্টো ওয়ানডের মেজাজে ব্যাট করছিলেন। অশ্বিনের ওপরেই চড়াও হয়েছিলেন। বাউন্ডারি, ওভার বাউন্ডারির ঝড় তুলেছিলেন। ৩১ বলে ৩৯ রানের ইনিংসের বিনোদন অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। কুলদীপ প্ৰথম ওভারে এসেই লেগ বিফোর করে দেন তারকা ব্যাটারকে। রিভিউ নিয়েও রক্ষা পাননি। লাঞ্চের ঠিক আগের ওভারেই স্টোকসকে আউট করে ইংল্যান্ডকে আরও মাটিতে নামিয়ে আনেন অশ্বিন।

লাঞ্চের পরেই বেন ফোকসকে ফিরিয়ে অশ্বিন ইনিংসে নিজের পঞ্চম উইকেট তুলে নেন। বুমরাও শেষদিকে একই ওভারে টম হার্টলে এবং মার্ক উডকে ফিরিয়ে দিয়ে জয়ের গতি ত্বরান্বিত করে যান। একপ্রান্তে উইকেট পতন অব্যাহত থাকলেও জো রুট ৮৪ রান করে দলকে টেনে নিয়ে যান দুশোর আশেপাশে। ভারতের জয়ে বিলম্ব হয় রুটের দুর্ধর্ষ ইনিংসের জন্যই। রুটকে একদম শেষে আউট করে ইংল্যান্ডের দশম উইকেট তুলে নেন কুলদীপ যাদব।

England Indian Cricket Team Indian Team England Cricket Team
Advertisment