Advertisment

Virat Kohli-Anushka Sharma: বাবা হচ্ছেন না কোহলি, গর্ভবতী নন অনুষ্কাও! ভিতরের চরম সংবাদ ফাঁস হয়ে গেল এবার

Anushka Sharma-Virat Kohli welcoming baby: প্ৰথম দুই টেস্ট থেকে কোহলি পারিবারিক কারণে ছুটি নিয়েছেন। তৃতীয় টেস্টেও সম্ভবত তিনি খেলতে পারবেন না। বাকি দুই টেস্টে তাঁকে পাওয়া যাবে কিনা, কনফার্ম নন নির্বাচকরা। তাই দল ঘোষণারও বিলম্ব ঘটছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Anushka Sharma, Virushka

Virat Kohli-Anushka Sharma: বিরাট-অনুষ্কার সংবাদে বড় টুইস্ট (টুইটার)

Ab de Villiers on Virat Kohli-Anushka Sharma: কয়েকদিন আগেই এবি ডিভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে মুখ খুলে বলে দিয়েছিলেন, বিরাট কোহলি আবার পিতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন। তবে সেই মন্তব্য থেকে এবার ইউ টার্ন নিলেন প্রোটিয়াজ তারকা। এবিডি বলে দিলেন, তিনি ভুল সংবাদ ফাঁস করে ফেলেছিলেন।

Advertisment

দৈনিক ভাস্কর-কে প্রোটিয়াজ তারকা বলে দিয়েছেন, "পরিবার সবসময় আমাদের কাছে অগ্রাধিকার পায়। নিজের ইউটিউব চ্যানেলেই এটা বলেছিলাম। সেই সময়েই বড়সড় ভুল করে ফেলেছিলাম। ভুল খবর ফাঁস করেছিলাম। যেটা একদমই সত্যি নয়। ঘটনা যাই হোক, বিরাটের পরিবার যেন সবসময় প্রাধান্য পায়। আমি কেউ জানি না, এই মুহূর্তে কী ঘটছে। আমি স্রেফ ওঁর শুভকামনা করতে পারি। ওঁর বিরতি নেওতার কারণ যাই হোক না কেন, আশা করব ও আরও শক্তিশালী, তরতাজা হয়ে ফিরবে।"

প্ৰথম দুই টেস্টে কোহলি পারিবারিক কারণে ছুটি নিয়েছেন। তৃতীয় টেস্টেও সম্ভবত তিনি খেলতে পারবেন না। বাকি দুই টেস্টে তাঁকে পাওয়া যাবে কিনা, কনফার্ম নন নির্বাচকরা। তাই দল ঘোষণারও বিলম্ব ঘটছে।

আরও পড়ুন: বাবাকে আর দেখেন না জাদেজা! ছেলে-বউমার সংসারের আগুন বেআব্রু করলেন ‘বুড়ো’ অনিরুদ্ধসিং

এর আগে কোহলিকে নিজের ইউটিউব চ্যানেলে বলতে গিয়ে এবি ডিভিলিয়ার্স বলে দিয়েছিলেন, "ওঁকে কিছুদিন আগেই মেসেজ করে জানতে চেয়েছিলাম, বিস্কুট, তোমার খবর কী! ও আমাকে লিখেছিল, পরিবারের সঙ্গে থাকতে চাইছি। আমি ভালোই রয়েছি।"

"হ্যাঁ, ওঁর দ্বিতীয় সন্তান আসছে। এখন পুরোটাই পারিবারিক বিষয়। গুরুত্বপূর্ণ বিষয়। যদি তুমি নিজের প্রতি সৎ না হও, তাহলে আমরা কী জন্য এখানে রয়েছি, সেই উদেশ্যই ভুলে যাব। অধিকাংশ ব্যক্তিরই অগ্রাধিকার পরিবার। তবে বিরাটকে এই কারণে বিচার করতে যাওয়াটা ভুল হবে। হ্যাঁ, আমরা ওঁকে মিস করছি, তবে ও একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে।" সিরিজ বর্তমানে ১-১ ফলাফলে অমীমাংসিত রয়েছে।

cricket Cricket News virushka AB de Villiers Anushka Sharma Virat Kohli
Advertisment