IND vs ENG 5th t20 match Report: অভিষেক শর্মার বিধ্বংসী শতরানে ভর করে রানের পাহাড় চাপিয়ে দিয়েছিল ভারত। পঞ্চম টি২০-তে সেই রানের পাহাড়েই চাপা পড়ে গেল ইংরেজরা। ভারতের ২৪৭ রানের জবাবে ইংল্যান্ড অলআউট মাত্র ৯৭ রানে। নিয়ম রক্ষার শেষ ম্যাচে ভারতের জয় এল রেকর্ড ১৫০ রানে।
পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খতম হল ৪-১ ফলাফলে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত। ওয়াংখেড়ের ব্যাটিং স্বর্গে যে এভাবে লাঞ্ছিত হতে হবে দেড়শো কিমির ইংরেজ পেসারদের। ভাবা যায়নি! ভারতীয় ইনিংস শুরুই হয়েছিল সঞ্জু স্যামসনের ছক্কার মাধ্যমে।
তারপর ভারতীয় ইনিংস যত গড়াল ততই ছক্কার বন্যা বইল। ভারত এরপরে নিজেদের ইনিংসে হাঁকায় আরও ১৯ ছক্কা। মোট ২০ ছক্কার মধ্যে অভিষেক শর্মা একাই হাঁকালেন ১৩টি ছক্কা। যা টি২০ আন্তর্জাতিকে এক ইনিংসে কোনও ভারতীয় ব্যাটারের নেই। নিজের ইনিংসে ১৩ ছক্কার পাশাপাশি ৭টা বাউন্ডারিও হাঁকান তিনি।
ব্যাট করতে নামার পর সঙ্গী সঞ্জু স্যামসনকে হারানোর পর অভিষেক চরম রুদ্রমূর্তি ধরেন। তৃতীয় ওভারে জোফ্রা আর্চারকে একটি চার এবং দুটি ছক্কা মারেন, এরপর মার্ক উড এবং জেমি ওভারটনের উপর চড়াও হন। ওভারটনের ওপর তিনি আরও নির্মম ছিলেন। যাকে তিনি পঞ্চম ওভারে টানা দুটি ছক্কা মেরে মাত্র ১৭ বলে অর্ধ-শতকে পৌঁছান।
অভিষেকের এই শতক ছিল ভারতের হয়ে মাত্র ১৬ ইনিংসে তার দ্বিতীয় সেঞ্চুরি। প্রাক্তন ভারতীয় টি২০ অধিনায়ক রোহিত শর্মা ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলে শতরান করেন। দ্রুততমের তালিকায় তিনি শেষমেশ নিজের রেকর্ড ধরে রেখেছেন।
ভারত টি২০আই-তে আন্তর্জাতিক স্তরে নিজেদের সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোরও গড়ে যায় রবিবার। ছয় ওভারে ভারত স্কোরবোর্ডে তুলে দেয় ৯৫/১। ২০২১ এবং ২০২৪ সালে ভারত পাওয়ার প্লেতে ৮২ তুলেছিল। সেই নজির ভেঙে যায় রবিবার। অভিষেক শর্মার (৫৪ বলে ১৩৫) পাশাপাশি ব্যাট হাতে অবদান রাখেন শিভম দুবে (১৩ বলে ৩০), তিলক ভার্মা (১৫ বলে ২৪) এবং সঞ্জু স্যামসন (৭ বলে ১৬)।
বিশাল রান তাড়া করতে নেমে ফিল সল্ট বিধ্বংসী মেজাজে হাফসেঞ্চুরি করে গেলেও ইংল্যান্ড প্ৰথম থেকেই উইকেট হারাতে থাকে। বল হাতে বরুণ চক্রবর্তী তো বটেই শিভম দুবে, অভিষেক শর্মার মত অনিয়মিতরাও নজর কেড়েছেন। বরুণ, শিভম, অভিষেক সকলেই নিজেদের ওভারের প্ৰথমেই উইকেট শিকার করেছেন।
মহম্মদ শামি রবিবার ৩ উইকেট শিকার করলেন। অভিষেক শর্মা, শিভম দুবে, বরুণ চক্রবর্তীও দুটো করে উইকেট শিকার করেন।