India vs England 3rd test at Rajkot: সোমবারই দুবাই থেকে রাজকোটে তৃতীয় টেস্ট খেলতে পা রেখেছে ইংল্যান্ড শিবির। সমস্ত ইংরেজ ক্রিকেটারই ভারতে ফিরে এসেছেন। তবে বিমানবন্দরে আটকে যেতে হল স্পিনার রেহান আহমেদকে। ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারলেন না রেহান। একাধিক প্রচারমাধ্যমে বলা হয়েছে, রেহানের ইমিগ্রেশন পদ্ধতির জন্য আবু ধাবি বিমানবন্দরে আটকে যেতে হল ২ ঘন্টা। পরে আপদকালীন ভিত্তিতে ভিসা ইস্যু করে ভারতে যেতে হল।
বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট খেলার পর ইংল্যান্ড শিবির দুবাই চলে গিয়েছিল ১০ দিনের ব্রেক থাকায়। ১৫ ফেব্রুয়ারি থেকে তৃতীয় টেস্টের জন্য ইংরেজ ক্রিকেটাররা আপাতত ভারতে ফিরে এসেছেন। কী সমস্যা হয়েছিল রেহানের? জানা যাচ্ছে, ভারতে প্রবেশের জন্য সিঙ্গল ভিসা মঞ্জুর করা হয়েছিল রেহানকে। ভারত থেকে দুবাইয়ে চলে যাওয়ায় সেই ভিসার মেয়াদকাল উত্তীর্ণ হয়ে যায়। সেই কারণেই আবু ধাবিতে পা রাখার আগে ইমিগ্রেশন বিভাগের তরফে আটকানো হয় রেহানকে।
সাম্প্রতিক আপডেটে জানা যাচ্ছে, মাত্র দুদিনের জন্য ইমার্জেন্সি ভিসা মঞ্জুর করা হয়েছে তারকাকে। গোটা সিরিজে খেলার জন্য রেহানকে পুরো ভিসার সমস্যা কাটিয়ে ফেলতে হবে এই দুদিনের মধ্যেই।
রেহানের ভিসা সমস্যার আগেই একই সমস্যার মুখোমুখি হয়েছিলেন ইংরেজ শিবিরের অন্য এক পাকিস্তানি বংশোদ্ভূত স্পিনার শোয়েব বশির। সেই ভিসা জটিলতায় জড়িয়ে ভারতে পা রাখতে তিনদিন দেরি হয় বশিরের। সেই কারণে প্ৰথম টেস্ট খেলাই হয়নি তারকার। পরে অবশ্য বশির দ্বিতীয় টেস্টে দলের হয়ে খেলেন।
পাঁচ টেস্টের সিরিজ বর্তমানে ১-১ ফলাফলে অমীমাংসিত রয়েছে। হায়দরাবাদে ইংল্যান্ড প্ৰথম টেস্ট জেতার পর ভারত সমতা ফেরায় ভাইজ্যাগ টেস্টে।