Advertisment

Kuldeep Yadav: টিম ইন্ডিয়ায় বাতিলের পথে অক্ষর! তারকার প্রত্যাবর্তনে ভবিষ্যৎ অন্ধকার ঘূর্ণি মাস্টারের

Indian Test Team: ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচে কুলদীপ জাতীয় দল থেকে বাদ পড়বেন বলে মনে করা হচ্ছে। সেটা অবশ্য কুলদীপের পারফরম্যান্সের জন্য নয়। জাতীয় দলের বোলিং কম্বিনেশনের জন্য।

author-image
IE Bangla Sports Desk
New Update
Axar Patel, Indian Cricket Team, Team India

Axar Patel: ইংল্যান্ড সিরিজে প্ৰথম দুই টেস্টের পরেই প্ৰথম একাদশে জায়গা হারিয়েছেন অক্ষর প্যাটেল (টুইটার)

India vs England: প্রবল পরিশ্রম। আর, তাকে সম্বল করেই ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব। নিজের পরিশ্রমের সুবাদেই ভারতীয় ক্রিকেট দলে অক্ষর প্যাটেলের আগে এখন তাঁর নাম। ভারতের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ মনে করছেন, ফিটনেস বাড়ানো আর টেকনিক্যাল ত্রুটি দূর করার অর্থই হল, ভারতীয় এই স্পিনারের সেরা দিনগুলো সামনে অপেক্ষা করছে।

Advertisment

কুলদীপের ফিটনেস সম্পর্কে রবি শাস্ত্রীর একটা কথা আজও অরুণ ভুলতে পারেন না। শাস্ত্রী একবার কুলদীপকে বলেছিলেন, 'তোমার এই কুকুরছানার মত চর্বিটা গলিয়ে ফেলতে হবে, বস। ভালো ফিটনেস ছাড়া বিশ্বমানের বোলার হয়ে ওঠা অসম্ভব।' অরুণ জানিয়েছেন, কুলদীপ পেরেছেন। কারণ, তারপর থেকে তিনি লাগাতার পরিশ্রম করে গিয়েছেন। নিজেকে ফিট করে তুলেছেন। ২০২১ সালে কুলদীপের পায়ে মারাত্মক চোট লেগেছিল। সেজন্য তাঁকে অস্ত্রোপচারও করাতে হয়। চোটের জন্য তিনি জাতীয় দল থেকে বাদ পড়েন। তারপর থেকে জাতীয় দলে জায়গা পেতে কুলদীপ পাগলের মত পরিশ্রম করেছেন। আর, তাতেই মিলল সাফল্য। এমনটাই মত অরুণের।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে অরুণ বলেন, 'চোটই যেন কুলদীপকে একদম অন্যরকম বানিয়ে দিল। দলে জায়গা পেতে কুলদীপ এই সময় ব্যাপক পরিশ্রম করে। নিজের ওই কুকুরছানার মত চর্বি গলিয়ে ফেলে। আর বোলিংকে নিখুঁত করতে মানে ওর টার্ন, লুপ ঠিক করতে, ড্রিফ্ট না করেই গতি বাড়াতে প্রাণপণে চেষ্টা করেছে।' আর, এই কারণেই এখন ভারতীয় দলে জায়গা পাওয়ার ব্যাপারে অক্ষর প্যাটেলের চেয়েও কুলদীপ এগিয়ে। বিশেষ করে যে পিচে ভারতীয় বোলাররা বর্তমানে সাফল্য পাচ্ছেন, সেটা মোটেও স্পিন বোলিং সহায়ক নয়। একেবারে ব্যাটিংয়ের স্বর্গরাজ্য, এককথায় মরা পিচ। তাতেও কুলদীপ নিজের স্পিনের জাদু দেখিয়েছেন।

আরও পড়ুন- বোর্ডের একের পর এক সুযোগ-সুবিধা বন্ধ! কেন্দ্রীয় চুক্তিতে বাদ পড়ে ধ্বংস হল ঈশান-শ্রেয়স ভবিষ্যৎ

এসব দেখে অবাক শাস্ত্রী নিজেও। তিনি প্রাক্তন স্পিনার তথা নির্বাচক সুনীল জোশিকে জিজ্ঞাসা করেই বসেছেন, 'সুনীল তুমি কুলদীপকে এরকম কীভাবে বানালে?' জবাবে সুনীল বলেছেন, 'রবি ভাই আমি কিছু করিনি। কুলদীপ বদলে গিয়েছে। নিজেকে বদলানোর জন্য ও প্রচুর পরিশ্রম করেছে।' চলতি ইংল্যান্ড সিরিজে কুলদীপ তাঁর দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে নেটে বহুক্ষণ সময় কাটাচ্ছেন। তাতেও কুলদীপের অনেকখানি উন্নতি ঘটেছে বলেও বিশেষজ্ঞদের মত।

অবশ্য এতকিছুর পরও ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচে কুলদীপ জাতীয় দল থেকে বাদ পড়বেন বলে মনে করা হচ্ছে। সেটা অবশ্য কুলদীপের পারফরম্যান্সের জন্য নয়। জাতীয় দলের বোলিং কম্বিনেশনের জন্য। ধর্মশালার ম্যাচে ভারত পেসারের সংখ্যা বাড়াবে। তাতে অবশ্য কিছু যায় আসে না। অন্তত ভরত অরুণ তো কুলদীপের ব্যাপারে বিরাট আশাবাদী। তিনি সোজাসুজি বললেন, 'ওর বয়স ৩০ বছরেরও কম। সামনে সোনালি দিন পড়ে আছে।'

Test cricket Kuldeep Yadav Indian Team Indian Cricket Team Axar Patel
Advertisment