Virat Kohli withdrawn from Team India: ইংল্যান্ডের বিরুদ্ধে প্ৰথম দুই টেস্টে ব্যক্তিগত কারণে নিজের নাম প্রত্যাহার করে নিলেন বিরাট কোহলি। সোমবারেই বোর্ডের তরফে বিরাট-আপডেটের সঙ্গে জানানো হল, কোহলির পরিবর্ত শীঘ্রই জানিয়ে দেবে বিসিসিআই।
বোর্ডের বিবৃতিতে লেখা হল, "বিরাট কোহলি ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম দুই টেস্ট থেকে বিসিসিআইকে তাঁর নাম প্রত্যাহার করার অনুরোধ করেছেন। বিরাট অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন। জোর দিয়েছেন যে দেশের প্রতিনিধিত্ব করা সবসময়ই তার সর্বোচ্চ অগ্রাধিকার, তবে বর্তমান প্রেক্ষাপটে তাঁর ব্যক্তিগত উপস্থিতি এবং সর্বাঙ্গীন মনোযোগ বিশেষ দরকার।"
আরও পড়ুন- বিয়ে ভাঙার দিনেই সানিয়াকে ‘অফার’ কিংবদন্তি বিদেশির! ভারতে আসতে মুখিয়ে রয়েছেন সুপারস্টার
সেই বিবৃতিতে আরও লেখা হয়েছে, "বিসিসিআই কোহলির সিদ্ধান্তকে সম্মান জানায়। এবং বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট তারকা ব্যাটারের প্রতি তাঁদের সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে। স্কোয়াডের বাকি সদস্যদের নিয়েই টিম ম্যানেজমেন্ট টেস্ট সিরিজে প্রশংসনীয় পারফরম্যান্স করার বিষয়ে আত্মবিশ্বাসী।"
কোহলির ব্যক্তিগত বিষয়ে নাক না গলানোর পরামর্শ-ও দেওয়া হয়েছে বোর্ডের তরফে। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, "বিসিসিআইয়ের তরফে এই সময়ে বিরাট কোহলির গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য মিডিয়া এবং ভক্তদের কাছে অনুরোধ করা হচ্ছে। এবং ওঁর ব্যক্তিগত কারণের ধরণ নিয়ে অনুমান করা থেকে বিরত থাকা হোক। টেস্ট সিরিজে আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতীয় ক্রিকেট দলকে সমর্থন করার দিকে মনোযোগ দেওয়া উচিত সকলের। কোহলির পরিবর্ত ক্রিকেটারের নাম শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।"