India vs England test series: দ্বিতীয় টেস্টে খেলেননি চোটের জন্য। সেই চোট থেকে এখনও সেরে ওঠেননি কেএল রাহুল (KL Rahul)। তাই রাজকোট টেস্ট থেকে ছিল5 গেলেন মিডল অর্ডারে ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ। শেষ তিনটি টেস্টের দল ঘোষণায় কেএল রাহুলকে স্কোয়াডে রাখা হলেও নির্বাচকরা জানিয়েছিলেন ফিটনেস শর্ত-সাপেক্ষে সুযোগ পাবেন তারকা।
ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, কেএল রাহুল ফিটনেস টেস্টে উত্তীর্ণ না হতে পারলেও রবীন্দ্র জাদেজার খেলা সবুজ সংকেত পেয়ে গিয়েছে। মেডিক্যাল টিমের তরফ থেকে টিম ম্যানেজমেন্টকে বলা হয়েছে, কেএল রাহুলকে এখন অন্তত দশ দিন পর্যবেক্ষণে রাখা হবে।
বর্তমানে কেএল রাহুল এখনও এনসিএ-তে রয়েছেন। টিম ম্যানেজমেন্টের আশা রাঁচিতে চতুর্থ টেস্টের আগেই তিনি ফিট হয়ে উঠবেন। হায়দরাবাদ টেস্টের পরেই কোয়াড্রিসেপস মাসলে চোটের কথা জানিয়েছিলেন দলকে। তারপর ভাইজ্যাগ টেস্টে খেলতে পারেননি তারকা।
চলতি সিরিজে ভারত শক্তি হারিয়ে খেলতে বাধ্য হচ্ছে একের পর এক তারকার চোট-আঘাত এবং ছুটিতে থাকায়। কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা দ্বিতীয় টেস্টে ইনজুরির কারণে খেলতে পারেননি। মহম্মদ শামি গোটা সিরিজেই নেই ইনজুরির কারণে। মহম্মদ সিরাজকেও দ্বিতীয় টেস্টে বিশ্রামে পাঠানো হয়েছিল।
আরও পড়ুন: সম্মান মিশে গিয়েছে ধুলোয়! জাদেজার বাবাকে ফের চরম আক্রমণ বউ রিভাবার, অশান্তি চরমে
বিরাট কোহলি আবার ব্যক্তিগত কারণে পুরো সিরিজ থেকেই ছুটি নিয়েছেন। এর মধ্যেই অফ-ফর্ম এবং ইনজুরির যাঁতাকলে শ্রেয়স আইয়ারকে বাকি তিন টেস্টে বাইরে পাঠানো হয়েছে। জসপ্রীত বুমরাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তৃতীয় টেস্ট থেকে অব্যাহতি দেওয়া হতে পারে।
কেএল রাহুলের জায়গায় তৃতীয় টেস্টে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে কর্ণাটকের দেবদূত পাড়িক্কলকে। কয়েকদিন আগেই তামিলনাড়ুর বিরুদ্ধে দেবদূত পাড়িক্কল ১৫১ রান করেছিলেন। সেই ম্যাচ গ্যালারি থেকে দেখেছিলেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার। চলতি সিজনে পাড়িক্কল বিধ্বংসী মেজাজে রয়েছেন। রঞ্জি ট্রফির শুরুর ম্যাচেই পাঞ্জাবের বিপক্ষে ১৯৩ করেন। তারপর গোয়ার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে যান আরসিবিতে খেলা এই তারকা। ইন্ডিয়া-এ দলের হয়ে দেবদূত পাড়িক্কল ইংল্যান্ডের বিপক্ষে করেছেন যথাক্রমে ১০৫, ৬৫ এবং ২১।
ফর্মে থাকা তারকাকেই তাই এবার ডেকে নেওয়া হল টিম ইন্ডিয়ার জার্সিতে।