Advertisment

Ind vs Eng: বারবার ব্যর্থ ভারতীয় তারকাকে ফের সুযোগ ধর্মশালায়! পঞ্চম টেস্টে নামার আগেই কাঠগড়ায় রোহিতদের পক্ষপাতিত্ব

Devdutt Padikkal debut: ভারত ইতিমধ্যে সিরিজ জিতে গেছে। তবে, তাতে পঞ্চম তথা শেষ টেস্ট হওয়ায় কোনও বাধা নেই। সূচি মেনেই নিয়মরক্ষার এই ম্যাচ হবে ধর্মশালায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs ENG Test squad announcement, India Test Squad Announcement, India vs England Test series

India vs England Test: রোহিত আগেই বলেছেন, তৃতীয় শ্রেণির দল নিয়ে খেলবেন। (ছবি-টুইটার)

India vs England test series: ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে ভারতীয় দলে থাকতে পারেন রজত পাতিদার। ভারত ইতিমধ্যে সিরিজ জিতে গেছে। তবে, তাতে পঞ্চম তথা শেষ টেস্ট হওয়ায় কোনও বাধা নেই। সূচি মেনেই নিয়মরক্ষার এই ম্যাচ হবে ধর্মশালায়। আর, সেখানেই থাকতে পারেন রজত পাতিদার। কথা ছিল কেএল রাহুল দল ঢুকবেন। কিন্তু, তিনি এখনও ফিট নন। রাহুল ফিট থাকলে, রজত পতিদারকে ছেড়ে দেওয়া যেত। সেক্ষেত্রে রজত রঞ্জি ট্রফির সেমিফাইনালে মধ্যপ্রদেশের হয়ে খেলতেন।

Advertisment

পাতিদার অবশ্য রানের মধ্যে নেই। থাকলে বৃহস্পতিবার ধর্মশালার টেস্ট ম্যাচে প্রথম একাদশে জায়গা পেয়েও যেতেন। তবে, রানের মধ্যে না-থাকলেও একটাই টেস্ট বাকি। এই শেষ টেস্ট ম্যাচের জন্য টিম ম্যানেজমেন্ট আর পাতিদারকে ছাড়তে চাইছে না। সিরিজে যেটুকু অভিজ্ঞতা হয়েছে, সেটা রিজার্ভে থাকলেও কাজে লাগবে। এই ভাবনা থেকেই রোহিত-দ্রাবিড়দের এমন সিদ্ধান্ত। তবে, পাতিদারকে ছাড়লে কর্ণাটকের ব্যাটসম্যান দেবদত্ত পারিক্কলের ভাগ্যের শিকে ছিঁড়ত। তিনি টেস্ট ক্যাপ পেতেন। কিন্তু, টিম ম্যানেজমেন্টের এখন পর্যন্ত যা ভাবনা-চিন্তা, সেই সম্ভাবনা কম।

পাতিদার কিন্তু, বলতে পারবেন না, তিনি কম সুযোগ পেয়েছেন। ভারত-ইংল্যান্ড সিরিজে তিনটি ম্যাচে পাতিদারকে খেলানো হয়েছে। তার মধ্যে তাঁর খেলা ম্যাচের প্রথমটির প্রথম ইনিংসে করেছিলেন ৩২। দ্বিতীয় ইনিংসে মাত্র ৯। দ্বিতীয়টিতে প্রথম ইনিংসে ৫, দ্বিতীয় ইনিংসে ০। আর, তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ১৭। দ্বিতীয় ইনিংসে করেছেন ০।

একের পর এক এই ব্যর্থতার পরও পাতিদার কীভাবে দলে থাকছে? সূত্রের খবর, 'দল চায় পাতিদারকে আরও সুযোগ দিতে। কারণ, টিম ম্যানেজমেন্টের ধারণা পাতিদারের প্রতিভা আছে। রান পাওয়াটা স্রেফ সময়ের ব্যাপার। দল যেহুতু ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে, তাই পঞ্চম টেস্ট ম্যাচে দেবদত্ত পারিক্কলকে সুযোগ দেওয়ার বদলে টিম ম্যানেজমেন্ট চায় পাতিদারকে আরেকবার পরীক্ষা করতে।' আর, সেটাই রজত পাতিদারের একমাত্র ভরসা। যা তাঁকে প্রথম একাদশে স্থান করেও দিতে পারে।

বছর ৩০-এর রজত পাতিদারকে বিরাট কোহলির বদলি হিসেবে টেস্ট স্কোয়াডে রাখা হয়েছিল। কারণ, কোহলি পরিবার নিয়ে ব্যস্ত। সম্প্রতি তাঁর ছেলে হয়েছে। তাই ছুটি নিয়েছেন, খেলতে পারেননি। এই পরিস্থিতিতে কেএল রাহুল চোট পাওয়ার পর বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট ম্যাচে পতিদারের অভিষেক হয়। রাহুল যদি কোয়াড্রিসেপ ইনজুরি থেকে সেরে উঠতেন এবং পঞ্চম টেস্ট ম্যাচে তাঁকে পাওয়া যেত, তাহলে কিন্তু আবার পাতিদারকে টিম ম্যানেজমেন্ট ছেড়েই দিত বলে সূত্রের খবর।

কিন্তু, বৃহস্পতিবারই জানা গেছে যে রাহুল ফিট নন। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁকে পর্যবেক্ষণ করেছে। লন্ডনে রাহুলের চিকিৎসা চলছে। সেখানকার চিকিৎসকদের সঙ্গেও বিসিসিআইয়ের মেডিক্যাল টিম কথা বলেছে। তার পরই পাতিদারের আসন টিকে গিয়েছে।

আরও পড়ুন- প্রাণে বাঁচলেন গুজরাট টাইটান্স-এর ৩.৬ কোটির তারকা! মারাত্মক অবস্থায় ছিটকে গেল নিনজা সুপারবাইক

তবে, অনেকেরই ব্যাপারটা দৃষ্টিকটূ লেগেছে। তাই, ঘুরিয়ে পাতিদারের দলে থাকার বিরুদ্ধে গলা ফাটিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক আর ডিভিলিয়ার্স। তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, 'রজত পাতিদারের মনে রাখার মত কোনও সিরিজ নেই। তবে, এই ভারতীয় দলের ব্যাপারটা হল, তারা দুর্দান্ত ক্রিকেট খেলছে। ফলাফল তাদের পক্ষে। তাই পাতিদার দলে টিকে যাবেন। যদি পাতিদার ড্রেসিরুমের পছন্দের চরিত্র হন, তবে রোহিত আর নির্বাচকমণ্ডলী বলতে পারে, এই ক্রিকেটারের একটা ভবিষ্যৎ আছে। আমরা সেটা দেখতে পাচ্ছি। ওঁকে আরও সুযোগ দেওয়া হোক।'

Indian Cricket Team Indian Team Test cricket
Advertisment