New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/team-india-rajkot.jpg)
World Cup India vs England 4th Test Playing 11: টেস্টে দুরন্ত ভারতীয় ক্রিকেট দল (বিসিসিআই টুইটার)
India vs England 4th Test Playing XI: ঝাড়খন্ড রাজ্য ক্রিকেট সংস্থার এই মাঠের পিচ প্রথাগতভাবে স্লো এবং লো। ইংল্যান্ডের তারকা অলি পোপ যেমন ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বলে দিলেন, "পিচ যেন মঙ্গল গ্রহের মাটি দিয়ে তৈরি হয়েছে।" ইংল্যান্ড একদিন আগেই প্ৰথম একাদশ জানিয়ে দেওয়াএ রীতি বজায় রেখেছে।
World Cup India vs England 4th Test Playing 11: টেস্টে দুরন্ত ভারতীয় ক্রিকেট দল (বিসিসিআই টুইটার)
India vs England 4th Test Playing 11 Prediction .. শুক্রবারেই ভারত চতুর্থ টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে। রাঁচিতে ভারত মাঠে নামবে সিরিজে ২-১'এ এগিয়ে থেকে। ধোনির শহরে পিচের চরিত্র কেমন হবে, তা নিয়ে এখন থেকেই জল্পনা তুঙ্গে।
ঝাড়খন্ড রাজ্য ক্রিকেট সংস্থার এই মাঠের পিচ প্রথাগতভাবে স্লো এবং লো। ইংল্যান্ডের তারকা অলি পোপ যেমন ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বলে দিলেন, "পিচ যেন মঙ্গল গ্রহের মাটি দিয়ে তৈরি হয়েছে।" ইংল্যান্ড একদিন আগেই প্ৰথম একাদশ জানিয়ে দেওয়াএ রীতি বজায় রেখেছে। ভারতের কম্বিনেশন কেমন হবে দেখে নেওয়া যাক-
জসপ্রীত বুমরা নেই:
প্ৰথম তিন টেস্টের পর সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি জসপ্রীত বুমরা। তাঁর নামের পাশে ১৩.৬৫ গড়ে ১৭ উইকেট। তাঁর অভাব পূরণ করা টিম ইন্ডিয়ার কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। পিচের যা চরিত্র, তাতে ভারত অতিরিক্ত এক স্পিনার খেলানোর জন্য প্রলুব্ধ হতে পারে। তবে পেসার খেলানো হলে মুকেশ কুমার নয়, সিরাজের সঙ্গী হতে পারেন বাংলার অন্য স্পিডস্টার আকাশ দীপ। মুকেশ ভাইজ্যাগ টেস্টে একদমই হতাশ করেছেন।
আরও পড়ুন: IPL খেলার জন্য এখন থেকেই চোটের বাহানা! জয় শাহের বোর্ডের বিষনজরে ‘মিথ্যাবাদী’ KKR সুপারস্টার
জায়গা ধরে রাখবেন রজত পাতিদার:
মধ্যপ্রদেশের তারকার টেস্ট কেরিয়ারের শুরুটা সেভাবে আলো জ্বালানো ভঙ্গিতে হয়নি। কেরিয়ারের প্ৰথম দুই টেস্টে রজত পাতিদার করেছেন মাত্র ৪৬। গড় ১১.৫০। রান না পেলেও তাঁর ফুটওয়ার্ক, শট নির্বাচন আশা জাগিয়েছে। কেএল রাহুল নেই। তাই রজত পাতিদার আরও সুযোগ পেতে চলেছেন চলতি সিরিজে।
সাড়া ফেলেছেন ধ্রুব জুরেল:
টানা সুযোগ পেয়েও ব্যাট হাতে কেএস ভরত প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন। রাজকোট টেস্টে সুযোগ দেওয়া হয়েছিল ধ্রুব জুরেলকে। টেকনিক্যাল এবং টেম্পারমেন্ট-এর বিষয়ে টিম ম্যানেজমেন্টকে মুগ্ধ করেছেন উত্তরপ্রদেশের তরুণ তুর্কি। ব্যাট হাতে তো বটেই উইকেটের পিছনেও তাঁর ক্ষিপ্রতা নজর কেড়েছে।
রাঁচি টেস্টে ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল, শুভমান গিল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ