New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/India-England.jpg)
India-England: কৌশলে ফাঁক রাখছে না দুই দলের কেউই।
England-Hyderabad Test: ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মন্টি পানেসার দলের তরুণ খেলোয়াড় টম হার্টলিকে বেশ নম্বর দিয়েছেন। তিনি হার্টলিকে তুলনা করেছেন অক্ষর প্যাটেলের সঙ্গে।
India-England: কৌশলে ফাঁক রাখছে না দুই দলের কেউই।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টের একদিন আগে ইংল্যান্ড তার প্লেয়িং ইলেভেন ঘোষণা করল। সফররত টিম তাদের লাইনআপে তিন স্পিনার এবং এক পেসার (মার্ক উড) নিয়ে খেলবে। বাঁহাতি স্পিনার জ্যাক লিচ এবং টম হার্টলি ছাড়াও লেগ-স্পিনার রেহান আহমেদ প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত হয়েছেন।
মন্টি পানেসারের চোখে
ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলতে গিয়ে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মন্টি পানেসার দলের তরুণ খেলোয়াড় টম হার্টলিকে বেশ নম্বর দিয়েছেন। তিনি হার্টলিকে তুলনা করেছেন অক্ষর প্যাটেলের সঙ্গে। পানেসার বলেছেন, 'তিনি (হার্টলি) অক্ষরের মত বোলার। অক্ষর জানেন, তাঁকে খুব বেশি স্পিন করাতে হবে না। তিনি নন-টার্নিং ডেলিভারি পর্যন্ত ব্যাটারকে সেট হতে দেন। আর, তারপরই কামড়ের বলটি ছেড়ে দেন। এজন্যই বলছি, ওঁদের মধ্যে ঊনিশ-বিশ তফাত।'
আরও পড়ুন- দেড় দিনে উড়িয়ে দেব ইংল্যান্ডকে! প্ৰথম টেস্টের আগেই হুঙ্কার এবার সিরাজের
ব্রুকের জায়গায় ফোকস-বেয়ারস্টো
হ্যারি ব্রুক ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজ থেকে অব্যাহতি চাওয়ায় কে স্টাম্পের পিছনে গ্লাভস পরবেন তা নিয়ে বিতর্কের অবসান হয়েছে। বেন ফোকস উইকেটরক্ষক হিসেবে খেলবেন এবং জনি বেয়ারস্টো মিডল অর্ডারে ব্রুকের স্থলাভিষিক্ত হবেন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে।
Ben Foakes is set to take the gloves for England tomorrow vs India 😍#INDvENG pic.twitter.com/eEIbvwEQrN
— England's Barmy Army 🏴🎺 (@TheBarmyArmy) January 24, 2024
ইংল্যান্ডের প্রথম টেস্টের একাদশ
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড, জ্যাক লিচ
আরও পড়ুন- বাদ কুলদীপ যাদব, ইংল্যান্ডকে রুখতে বিরাট একাদশ সাজাচ্ছে টিম ইন্ডিয়া! দেখুন চমকের ১১
বিরাট কোহলির জায়গায় রজত পতিদার
কোহলি ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুই টেস্ট-এ বিশ্রাম চেয়েছিলেন। তাতেই স্পষ্ট হয়েছে, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুল প্রথম টেস্ট-এ ভারতের মিডল-অর্ডার তৈরি করবেন। এই পরিস্থিতিতে, শেষ মুহূর্তের ইনজুরিতে বা বিকল্প হিসাবে ব্যবহার করার জন্য দলে অন্য কোনও ব্যাকআপ ব্যাটসম্যান ছিল না। সেই কারণেই বিরাটের বদলি কে হবেন, তা নিয়ে সবার চোখ ছিল নির্বাচক কমিটির দিকে। এই পরিস্থিতিতে স্পষ্ট করা হয় যে, বিরাটের বদলি হচ্ছেন রজত পতিদার। তিনি প্রায় 8 মাসের চোট কাটিয়ে ফিরেছেন। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের সর্বসম্মত পছন্দ ছিলেন পতিদার। মধ্যপ্রদেশের এই ব্যাটসম্যান তাঁর মেজাজি ব্যাটিংয়ের জন্য পরিচিত। তিনি ৪ নম্বরে ব্যাটিং করতে অভ্যস্ত। ঘরোয়া সার্কিটে একজন প্রতিষ্ঠিত ব্যাটসম্যান। যিনি শুরু থেকেই বোলারদের চাপে রাখতে পছন্দ করেন।