Advertisment

Ind vs Eng: ১৯ বছরের মেয়েকে টেনে 'অপদস্থ' ইংরেজ তারকাকে! বড় নিশানায় শাস্ত্রী-কার্তিক

Nick Knight vs Dinesh Karthik: মেয়ের প্রসঙ্গ টানতেই মেজাজ হারান নাইট! ধারাভাষ্যের মধ্যেই শুরু হয় তীব্র চাপানউতোর। যেখানে একদিকে ছিলেন শাস্ত্রী ও কার্তিক। অন্যদিকে নাইট।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ravi Shastri, Dinesh Kartick, Nick Night

Ravi Shastri Dinesh Kartick Nick Night: পরিস্থিতি বিগড়ে যাওয়ার ঠিক আগে। (ছবি সোর্স- টুইটার ভিডিও স্ক্রিনগ্র্যাব)

Nick Knight Dinesh Karthik Ravi Shastri: রাজকোটে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্টের চতুর্থ দিনে তীব্র উত্তাপ ছড়াল ধারাভাষ্যকারদের মধ্যেও। এই ম্যাচে ধারাভাষ্যকার ছিলেন ভারতের প্রাক্তন খেলোয়াড় রবি শাস্ত্রী ও দীনেশ কার্তিক। পাশাপাশি, ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার নিক নাইটও। আচমকা তাঁদের মধ্যে শুরু হয় তীব্র চাপানউতোর।

Advertisment

আর, এই চাপানউতোরের সূত্রপাত নিক নাইটের মেয়েকে নিয়ে। নিক নাইটের মেয়ের বয়স ১৯ বছর। তিনি উদীয়মান টেনিস তারকা। ধারাভাষ্য দেওয়ার সময় প্রথমে তাঁর প্রসঙ্গ তোলেন দীনেশ কার্তিক। তারপরই মেজাজ হারান ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার। তৃতীয় টেস্ট ম্যাচে যশস্বী জয়সওয়াল ও সরফরাজ খান বড় পার্টনারশিপ গড়েছেন। পরিস্থিতি বিগড়োনোর আগে সেই ব্যাপারেই কথা বলছিলেন তিন ধারাভাষ্যকার। আর, তখনই আলোচনায় উঠে আসে ভারতীয়রা কীভাবে লেখাপড়ার চেয়েও বর্তমানে ক্রিকেটকে অগ্রাধিকার দিচ্ছে, সেই প্রসঙ্গ।

সেকথা বলতে গিয়েই নিক নাইটের মেয়েকে আলোচনায় টেনে আনেন দীনেশ কার্তিক। নাইটের মেয়ের নাম প্রকাশ না-করেই দীনেশ বলতে শুরু করেন যে নাইটের মেয়ে একজন উদীয়মান টেনিস খেলোয়াড়। সম্ভবত তাঁর বয়সিদের মধ্যে তিনিই সেরা। এতেই না-থেমে, নাইটের মেয়ের ব্যাপারে আরও অনেক কথা বলা শুরু করেন দীনেশে কার্তিক। মধ্যে ফোড়ন কাটেন শাস্ত্রীও। তাতে রীতিমতো আপত্তি জানান ব্রিটিশ ধারাভাষ্যকার।

দীনেশ কার্তিক বলেন, 'অনেকেই জানেন না যে আপনার (নিক নাইট) মেয়ে একজন ভালো টেনিস খেলোয়াড়। তাঁর আমেরিকা যাওয়ার সুযোগ আছে। কিন্তু, আপনি তাঁকে ছাড়তে নারাজ। আপনি তাঁকে নিজের কাছে রাখতে চান। তো, ও এখন কীসে খেলছে? অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬, নাকি অন্য কোনও বিভাগে?'

জবাবে নিক নাইট বলেন, 'আমি এসব নিয়ে কথা বলতে নারাজ।' সেই সময় রবি শাস্ত্রী উসকে দেন নাইটকে। শাস্ত্রী বলেন, 'আপনি বিনয় দেখাচ্ছেন। আমি ওঁর খেলা দেখেছি। ভালো খেলছিল। আমি জানতাম না ও আপনার মেয়ে। শুনেছিলাম পদবিটা নাইট।' কিন্তু, নিক নাইট শাস্ত্রীর এই সব প্ররোচনা গায়ে মাখাননি। তিনি পালটা বলেন, 'আমরা বরং ক্রিকেট নিয়েই কথা বলি।'

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নিক নাইট ১৭ টেস্ট ম্যাচ আর ১০০ ওয়ানডে-তে খেলেছেন। ১৯৯৫ থেকে ২০০৩ পর্যন্ত আট বছরের আন্তর্জাতিক কেরিয়ারে করেছেন ৪,৩৯৫ রান। শোয়েব আখতারের ঘণ্টায় ১০০ মাইল গতিতে করা বলও সামলেছেন নিজস্ব ভঙ্গিমায়।

আরও পড়ুন- অজ্ঞাত কারণে কেকেআর ত্যাগ কোটি টাকার বিদেশির! তড়িঘড়ি নতুন অস্ত্রকে সই করিয়ে চমক নাইটদের

২০০৩ বিশ্বকাপের শেষে অবসর নেওয়ার পর, নাইট ধারাভাষ্যকার হিসেবে নতুন ইনিংস শুরু করেন। তৃতীয় টেস্ট থেকে তিনি ভারত-ইংল্যান্ড সিরিজের ধারাভাষ্য প্যানেলে যোগ দিয়েছেন। এর আগে কেভিন পিটারসেন সিরিজে ধারাভাষ্য দিচ্ছিলেন। নাইট তাঁর জায়গায় এসেছেন। কারণ, পিটারসেন হায়দরাবাদ আর বিশাখাপত্তনম টেস্টের পর দেশে ফিরে গিয়েছেন।

Dinesh Karthik Test cricket Ravi Shastri Indian Cricket Team England Cricket Team
Advertisment