India vs England 2nd test: টম হার্টলেকে নিয়ে ফাটকা খেলেছিলেন। সেটা দারুণভাবে কাজে লেগে গিয়েছে। এবার ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানিয়ে দিলেন, তিন স্পিনার নয়, চার স্পিনারেই এবার বিশাখাপত্তনম টেস্টে দল সাজাবেন তাঁরা। অর্থাৎ ভারতের ছকেই ভারতের বিরুদ্ধে বাজিমাত করতে চান তাঁরা।
SENZ রেডিওয় ইংরেজদের কিউই কোচ বলেছেন, "প্ৰথম শ্রেণির ক্রিকেটে হাতে গোনা কয়েকটা ম্যাচ খেলা টম হার্টলেকে খেলানো ঝুঁকির ছিল। তবে সেটা কাজে এসেছে। ওঁর মধ্যে আমরা এমন কিছু দেখেছিলাম, যাতে মনে হয়েছিল ও এখানে সফল হতে পারবে। ও কঠিন চরিত্রের একজন ক্রিকেটার। যেভাবে ওঁকে অধিনায়ক ব্যবহার করল, সেটাও দেখার মত। বলতে দ্বিধা নেই ও-ই বল হাতে আমাদের টেস্ট জিতিয়েছে।"
"পারস্পরিক আবেগের বিচ্ছুরণ দলের সকলের মধ্যে। হায়দরাবাদ জয়ে দলের সকলে অনেক আত্মবিশ্বাস সংগ্রহ করেছে। তবে এটা একটা লম্বা সিরিজ। সকলেই সেটা জানেন। ভারত দারুণভাবেই ফিরবে। তবে গত রাত আমরা ব্যাপক উপভোগ করেছি।"
আরও পড়ুন: রাহুল-জাদেজা নেই, দ্বিতীয় টেস্টেই জোড়া অভিষেক টিম ইন্ডিয়ায়! এবার বুঝবে ইংল্যান্ড
অভিষেক টেস্টের প্ৰথমটা ভালো হয়নি হার্টলের। আন্তর্জাতিক ক্রিকেটের প্ৰথম দুই বলেই ছক্কা হজম করেন। তবে তাতেও হার্টলেকে আক্রমণ থেকে সরাননি অধিনায়ক বেন স্টোকস। লম্বা স্পেলে বোলিং করিয়ে যান। এতেই হার্টলের আত্মবিশ্বাস ফিরে আসে। এমনটাই মনে করছেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
"আমরা যখন হার্টলেকে নির্বাচন করি, অনেকেই প্ৰশ্ন তুলেছিলেন। ভুললে চলবে না, অস্ট্রেলিয়াও নাথান লিয়নকে যখন সুযোগ দেয়, সেই সময় প্ৰথম শ্রেণির ক্রিকেটেও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল না ওঁর। গড় ছিল ৪০-এর ওপর।"
এমনটা জানিয়ে ম্যাককালামের আরও বক্তব্য, "যখন এমন কেউ থাকে, যে নির্দিষ্ট কোনও পরিস্থিতির জন্য উপযুক্ত, তখন সেটা খাপে খাপ হয়ে যায়। এই সমস্ত বিষয়ে নিজের যুক্তির ওপর আস্থা রাখতে হয়। সেই ক্রিকেটারের চরিত্র, স্কিল তো বটেই নির্বাচনের ক্ষেত্রেও সাহসী হতে হয়। ভারতের ব্যাটাররা প্ৰথমে ওঁকে চাপে রাখলেও যেভাবে ক্যাপ্টেন বেন স্টোকস ওঁকে লম্বা স্পেলে বোলিং করিয়ে ব্যাক করে গেল, সেটা প্রশংসনীয়। এতে ওঁর তুখোড় নেতৃত্বগুণই ধরা পড়ে। এটা দলের বাকিদের কাছেও স্পষ্ট বার্তা যে প্রাথমিকভাবে বিপর্যয় ঘটলেও কাউকে ছুঁড়ে ফেলা হবে না। এতে টম হার্টলে নিজের ভুল উপলব্ধি করে ফেরার সুযোগ দেওয়া হল। এতে শেষে ও জয়ীই হল। এরকম ক্ষেত্রে একটু ফাটকা খেলতে হবে।"
আরও পড়ুন: আচমকাই থুতু দিয়েছিলেন কোহলি! বিরাটের বদনাম করে বিস্ফোরক অভিযোগ কিংবদন্তি তারকার
প্ৰথম টেস্টে শোয়েব বশির খেলতে পারেননি। হায়দরাবাদ টেস্টে থাকবেন তিনি। ইংল্যান্ড শিবির থেকে বার্তা দেওয়া হল, চার স্পিনারকেই খেলিয়ে দেওয়া হবে ভাইজ্যাগ টেস্টে। জ্যাক লিচ, টম হার্টলে, শোয়েব বশির, রেহান আহমেদ ভারতীয় ব্যাটারদের পরীক্ষা নেবেন।
ম্যাককালাম জানাচ্ছেন, "আবু ধাবির ক্যাম্পে ও ছিল। নিজের স্কিলে দলের সকলকে প্রভাবিতও করেছে। দলের কন্ডিশনে দারুণভাবে ও খাপ খাইয়ে নেবে। টম হার্টলের মতই ওঁর প্ৰথম শ্রেণির ক্রিকেটে খুব বেশি অভিজ্ঞতা নেই। তবে ওঁর স্কিল আমাদের সাহায্য করবে। একদম ঠিক সময়ে ও দলের সঙ্গে যোগ দিয়েছে। ওঁর আগমনে সকলে দারুণভাবে স্বাগত জানিয়েছে। স্ট্যান্ড থেকে দলের জয় দেখেছে ও। পরের ম্যাচের ভাবনায় ও রীতিমত রয়েছে। পিচ যদি ঘূর্ণি হয়, তাহলে চার স্পিনার নামিয়ে দিতে আমরা ডরাব না!"