Advertisment

Ben Stokes: DRS কারচুপিতেই কি জিতেছে ভারত! বড় ইঙ্গিতে বিরাট মন্তব্যে আগুন জ্বালালেন স্টোকস

Ben Stokes on DRS Zack Crawley: ক্রলি আউট হওয়ার পর কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে ক্যাপ্টেন বেন স্টোকসকে দেখা গিয়েছিল ম্যাচ রেফারি জেফ ক্রোয়ের সঙ্গে আলোচনা সারতে। ম্যাচের পর স্টোকস বিষ্ফোরকভাবে টকস্পোর্টস-কে বলেছেন, "জ্যাক ক্রলির আউটের ডিআরএস ইমেজ হাতে আসার পর আমাদের কাছে স্বচ্ছতা প্রয়োজন ছিল।"

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs England 3rd Test, England, DRS, Ben Stokes

IND vs ENG: ডিআরএস ফলাফলে খুশি নন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস (টুইটার)

IND vs ENG 3rd test at Rajkot: ভারতের কাছে বিশাল ব্যবধানে হারতে হয়েছে ইংল্যান্ডকে। আর রেকর্ড এই হারের ডিআরএস নির্ণায়ক হয়ে দাঁড়িয়েছে, এমনটাই মনে করছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। জ্যাক ক্রলিকে যেভাবে আউট দেওয়া হয়েছে, তা প্রশ্নবিদ্ধ, এমনটাই বলছেন স্টোকস।

Advertisment

ক্রলি আউট হওয়ার পর কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে ক্যাপ্টেন বেন স্টোকসকে দেখা গিয়েছিল ম্যাচ রেফারি জেফ ক্রোয়ের সঙ্গে আলোচনা সারতে। ম্যাচের পর স্টোকস বিষ্ফোরকভাবে টকস্পোর্টস-কে বলেছেন, "জ্যাক ক্রলির আউটের ডিআরএস ইমেজ হাতে আসার পর আমাদের কাছে স্বচ্ছতা প্রয়োজন ছিল। রিপ্লেতে দেখা যাচ্ছে বল স্পষ্ট স্ট্যাম্পের বাইরে বেরিয়ে যাচ্ছে। শেষে আম্পায়ারের কলেই বিষয়টি চূড়ান্ত হল। তাও আবার বল যেখানে স্ট্যাম্প মিস করছিল, এই বিষয়টিতেই আমরা অবাক হয়েছি।"

আরও পড়ুন: ইংল্যান্ডকে কাঁপিয়ে দেওয়া ভারতীয় সুপারস্টারই নেই রাঁচি টেস্টে! সুযোগের অপেক্ষায় বাংলার দুই তারকা

"হক আই থেকে আমরা বিষয়টি স্পষ্ট বুঝতে চাইছিলাম। আমাদের বলা হল, বল স্ট্যাম্পে আঘাত করছিল। তবে প্রজেকশন নাকি ঠিকঠাক ছিল না। এর অর্থ এখনও আমার বোধগম্য নয়। কোথাও একটা ভুল হচ্ছে।"

"গোটা বিষয়টি পরিচালনার দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁরা যখন এসে বলেন কিছু একটা ভুল হচ্ছে, সেটাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনটে ভুল আম্পায়ার কলের শিকার হতে হল আমাদের। তবে এটা ডিআরএস ব্যবহারের অংশ। এটা মেনে নিতে হবে। দূর্ভাগ্যজনকভাবে আমরা বরাবর সিদ্ধান্তের ভুল প্রান্তে রয়ে যাচ্ছি। এমনটা বলছি না যে, এই সিদ্ধান্তের জন্যই আমরা হেরে গিয়েছি। কারণ ৫০০ রান সত্যিই অনেক।"

"আমরা আসলে ডিআরএস প্রযুক্তির ধারাবাহিকতা চাইছি। যাঁরা এই প্রযুক্তি পরিচালনা করছেন, তাঁরা যখন এসে বলেন বিষয়টি ভুল, যত ছোটই হোক না কেন, কে বলতে পারে এটা কোনও একটা সময়ে ম্যাচের ফারাক ফেলে দেওয়ার মত সিদ্ধান্ত জানাবে না!"

"ব্যক্তিগতভাবে আমার মনে আম্পায়ার্স কল- এই বিষয়টি থেকে আমাদের সরে আসার সময় হয়েছে। যদি এটা স্ট্যাম্পে লাগে, সেটা আঘাত করবেই। মাঠে যা হয়েছে , সেটার জন্য আমি দোষারোপ করছি না। যেমনটা একইভাবে গত সপ্তাহেও করিনি। তবে এটা কী হচ্ছে!"

২৩ ফেব্রুয়ারি সিরিজের চতুর্থ টেস্ট শুরু হচ্ছে রাঁচিতে।

Test cricket England Indian Team England Cricket Team Indian Cricket Team
Advertisment