Advertisment

India vs England: রঞ্জিৎ সিংয়ের রেকর্ড ভাঙা সেই ইংরেজ সুপারস্টার, ভারতে এসেও ফিরে গেলেন! ব্যাপক চাপে পড়ল ইংল্যান্ড

India-England Test: ডানহাতি এই ব্যাটার ছয় ইনিংসে ৪৫৫ রান করেছেন। কেএস রঞ্জিৎ সিং-জির প্রথম ছয় ইনিংসে মোট রান ছিল ৪১৮।

author-image
IE Bangla Sports Desk
New Update
England। Harry Brook

India-England: তাঁর ১২টি টেস্ট ম্যাচে রয়েছে চারটি সেঞ্চুরি এবং সাতটি অর্ধশতক।

India-England Test Series: আগামী ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ। রীতিমতো গোছগাছ করেই ভারতে টিম পাঠিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিন্তু, সিরিজ শুরুর আগেই তারা এক বড়সড় ধাক্কা খেল। ভারতে এসেও ফিরে যাচ্ছেন তাঁদের এক সুপারস্টার খেলোয়াড়। সেই খেলোয়াড়, যিনি কিংবদন্তি ক্রিকেটার কেএস রঞ্জিৎ সিংয়ের রেকর্ড ভেঙেছেন।

Advertisment
  • ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ২৫ জানুয়ারি হায়দরাবাদে শুরু হবে। খেলা হবে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টা৩০ থেকে।
  • ভাইজাগে হবে দ্বিতীয় টেস্ট। সেই টেস্ট শুরু হবে ২ জানুয়ারি সকাল ৯টা ৩০ থেকে বিশাখাপত্তনমের রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে।
  • তৃতীয় টেস্ট শুরু হবে ১৫ ফেব্রুয়ারি সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।
  • চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টা ৩০ থেকে ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।
  • পঞ্চম টেস্ট শুরু হবে ৭ মার্চ, সকাল ৯টা ৩০-এ ধরমশালায়।

ইসিবি রবিবার নিশ্চিত করেছে যে মিডল অর্ডার ব্যাটসম্যান হ্যারি ব্রুক (Harry Brook) ভারতে টেস্ট সিরিজ খেলবেন না। তিনি যুক্তরাজ্যে ফিরে যাবেন। ব্যক্তিগত কারণেই ভারত টেস্ট সফরে থাকতে পারবেন না ব্রুক। ইসিবি এক বিবৃতিতে বলেছে, 'ইংল্যান্ডের ছেলেদের টেস্ট সিরিজে ভারত সফর থেকে ব্যক্তিগত কারণে হ্যারি ব্রুক অবিলম্বে দেশে ফিরতে চলেছেন। তিনি আপাতত আর ভারতে ফিরবেন না।'

ব্রুকের পরিবার গোপনীয়তায় বিশ্বাসী। সেকথা মাথায় রেখে, ইসিবি এবং ক্রিকেটারের পরিবার, মিডিয়া এবং জনসাধারণকে তাঁদের গোপনীয়তাকে সম্মান দেওয়ার অনুরোধ করেছে। সঙ্গে, তাঁদের ব্যক্তিগত জায়গায় অনুপ্রবেশ করা থেকে বিরত থাকারও অনুরোধ জানিয়েছে। এই ব্যাপারে ইসিবির বক্তব্য, 'ইংল্যান্ড নির্বাচকরা যথাসময়ে এই সফরের জন্য একজন বদলি খেলোয়াড়কে সফরে পাঠাবেন।'

আরও পড়ুন- সানিয়ার বাচ্চা পাকিস্তানি, যেন ভারতে ঢুকতে না দেওয়া হয়! হুঙ্কার এবার মুখ্যমন্ত্রীর

বছর ২৪-এর হ্যারি ব্রুক এখনও পর্যন্ত মোট ১২টি টেস্ট খেলেছেন। তাঁর রানের গড় ৬২.১৫। মোট রান করেছেন ১,১৮১। যার মধ্যে রয়েছে চারটি সেঞ্চুরি এবং সাতটি অর্ধশতক। শুধু তাই নয়, হ্যারি ব্রুক হ্যারি কেএস রঞ্জিৎ সিং-জির ১২৫ বছরের পুরোনো একটি বিস্ময়কর রেকর্ডও ভেঙে দিয়েছেন। ইংল্যান্ডের হয়ে তিনি পুরুষদের প্রথম ছ'টি টেস্ট ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক। ডানহাতি এই ব্যাটার ছয় ইনিংসে ৪৫৫ রান করেছেন। এর মধ্যে প্রথম ইনিংসে ব্রুক করেছিলেন মাত্র ১২ রান। দ্বিতীয় ইনিংসে করেছেন ১৫৩ রান। তৃতীয় ইনিংসে তুলেছেন ৮৭ রান। চতুর্থ ইনিংসে পেয়েছেন মাত্র ৯ রান। পঞ্চম ইনিংসে করেছেন ১০৮ রান। আর, ষষ্ঠ ইনিংসে তুলেছেন অপরাজিত ৮৬ রান।

আরও পড়ুন- প্রতিটা আউটেই কুৎসিত উদযাপন, অভব্যতার সীমা ছাড়াল টাইগাররা! বিশ্বকাপে মাঠেই সংঘর্ষ ভারত-বাংলাদেশের

আর, কেএস রঞ্জিৎ সিং-জির প্রথম ছয় ইনিংসে মোট রান ছিল ৪১৮। যা, ব্রুকের চেয়ে ৩৭ রান কম। কেএস রঞ্জিৎ সিং প্রথম ইনিংসে করেছিলেন ৬২ রান। দ্বিতীয় ইনিংসে করেছিলেন অপরাজিত ১৫৪ রান। তৃতীয় ইনিংসে করেছিলেন ৮ রান। চতুর্থ ইনিংসে করেছিলেন ১১ রান। পঞ্চম ইনিংসে করেছিলেন ১৭৫ রান। আর, ষষ্ঠ ইনিংসে করেছিলেন অপরাজিত ৮ রান।

India Test cricket England
Advertisment