India vs England test series: ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজ আপাতত ১-১। প্ৰথম টেস্টে ভারতকে বাজিমাত করার পর টিম ইন্ডিয়া প্রত্যাবর্তন ঘটিয়েছে দ্বিতীয় টেস্টে। তৃতীয় টেস্টের আসর বসবে ১৫ ফেব্রুয়ারি থেকে, রাজকোটে।
দ্বিতীয় টেস্ট খতম হয়ে গিয়েছে মাত্র সাড়ে তিন দিনে। পরবর্তী টেস্টের আগে ১০ দিনের গ্যাপ থাকায় এই ছুটি কাজে লাগাতে চলেছে ইংল্যান্ড। কঠোর অনুশীলন নয়, বরং মানসিকভাবে চাঙ্গা থাকার জন্য ইংল্যান্ড এই ছুটিতে চলে যাচ্ছে আবু ধাবি। ফুরফুরে থাকার জন্যই ভারত ছাড়লেন ইংরেজ ক্রিকেটাররা।
৯-১০ দিনের ছুটি ইংল্যান্ড শিবির পরিবারের সঙ্গে সময় কাটাবে। বিশ্রামে থাকার পাশাপাশি গলফ খেলে নিজেদের সতেজ রাখবে ইংল্যান্ড। ভারতে আসার আগে ইংল্যান্ড আবু ধাবিতে প্রস্তুতি ক্যাম্প-ও করেছিল।
আরও পড়ুন: অন্যায় হল! রোহিতের বউয়ের এক বার্তায় ধ্বংস মুম্বই, হার্দিক-আগুন জ্বলল আবার-ও
সেই ক্যাম্পে অশ্বিন-জাদেজাদের ঘূর্ণি পিচে সামলানোর প্ল্যানিং কষেছিল ইংরেজ ক্রিকেটাররা। তবে সিরিজে আচমকাই অশ্বিন-জাদেজা নন, নয়া চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছেন জসপ্রীত বুমরা। প্ৰথম টেস্টে বুমরাকে কোনওভাবে সামলাতে পারলেও বিশাখাপত্তনমে ভারতীয় স্পিডস্টারের কাছে ধরাশায়ী হয়েছে ইংল্যান্ড। রিভার্স সুইংয়ে পুরোনো বলে প্ৰথম ইনিংসে ছয় উইকেট নিয়ে ইংরেজ ব্যাটিং লাইনআপকে দুমড়ে দিয়েছিলেন বুম বুম বুমরা। দ্বিতীয় ইনিংসেও দখল করেছেন ৩ উইকেট।
যাইহোক, দুই দলই চোট আঘাত সারিয়ে ওঠার জন্য এই নয়দিনের ব্রেক কাজে লাগাতে চাইছে। ভারতের যেমন কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা প্ৰথম টেস্টে ইনজুরির কবলে পড়েছিলেন। ইংল্যান্ড ধাক্কা খেয়েছে দলের একনম্বর স্পিন অস্ত্র জ্যাক লিচ চোট পাওয়ায়। বিরাট কোহলি পারিবারিক কারণে প্ৰথম দুই টেস্ট খেলেননি। তিনি তৃতীয় টেস্টে খেলতে পারেন। রাজকোটে ফিরবেন কেএল রাহুল-ও। তবে জাদেজার প্রত্যাবর্তন অনিশ্চিত। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পুরো সিরিজেই সম্ভবত খেলতে পারবেন না।