Advertisment

Yashasvi Jaiswal: সেঞ্চুরি করেই ওয়ার্নার হওয়ার 'চেষ্টা', দলকে বিপদে ফেলে মাঠের বাইরে যশস্বী

Yashasvi Jaiswal century against England: গতবছর জুলাইয়ে জয়সওয়ালের টেস্ট ম্যাচে অভিষেক ঘটে। ইংল্যান্ড সিরিজে তাঁর প্রথম ম্যাচ, হায়দরাবাদে যশস্বী প্রথম ইনিংসে ৮০ আর দ্বিতীয় ইনিংসে ১৫ রান করেছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Yashasvi Jaiswal, 3rd Test

Yashasvi Jaiswal-3rd Test: যন্ত্রণায় এভাবেই মাঠে বসে পড়তে দেখা যায় যশস্বীকে। (ছবি-টুইটার)

Ind vs Eng, 3rd Test: ডেভিড ওয়ার্নারের কায়দায় সেলিব্রেশনেই কি নিজের বিপদ ডেকে আনলেন ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়াল? শনিবার, রাজকোট টেস্টের তৃতীয় দিনে ম্যাচের দ্বিতীয় ইনিংসে এই ভারতীয় ব্যাটসম্যান তাঁর টেস্ট কেরিয়ারের তৃতীয় শতরান করেন। ৯টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে ১২২ বলে শতরান পূর্ণ করেন যশস্বী। তাঁর শততম রানটিও এসেছে বাউন্ডারির মাধ্যমেই। সেঞ্চুরি করার পর তাঁকে দেখা যায় ডেভিড ওয়ার্নারের কায়দায় উচ্ছ্বাস প্রকাশ করতে। কিন্ত, উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। নিজের ১০৪ রানের মাথায় 'রিটায়ার্ড হার্ট' হয়ে যান এই ভারতীয় ব্যাটসম্যান।

Advertisment
Yashasvi Jaiswal, 3rd Test
Yashasvi Jaiswal-3rd Test: শতরানের পর এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে যশস্বী জয়সওয়ালকে। (ছবি-বিসিসিআই)

সেলিব্রেশনের জেরেই সমস্যা

আর, এতেই প্রশ্ন উঠছে যে যশস্বী কি তাহলে ওয়ার্নারের স্টাইলে শতরান পূরণের উচ্ছ্বাস দেখাতে গিয়েই নিজের বিপদ বাড়ালেন? ওইভাবে উচ্ছ্বাস প্রকাশের ১০ বল পরেই যশস্বীর পিঠে ব্যথা শুরু হয়ে যায়। সেটা এতটাই বেড়ে যায় যে যশস্বীকে মাঠে ছেড়ে বেরিয়ে যেতে হয়। যশস্বীর চোট কতটা গুরুতর, সেনিয়ে অবশ্য টিম ইন্ডিয়ার ফিজিও মুখ খোলেননি। তবে যশস্বী শতরান পূর্ণ করার পরই হাওয়ায় লাফিয়ে ওঠেন। একপরই তিনি পিঠে ব্যথা অনুভব করেন। আর, তার জন্যই তিনি ইনিংস অসমাপ্ত রেখে মাঝপথে মাঠ ছাড়তে বাধ্য হন।

রীতিমতো লড়াই করেছেন জয়সওয়াল

মাঠ ছাড়ার আগে এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড বোলারদের রীতিমতো ঠেঙিয়েছেন যশস্বী। যদিও প্রথমদিকে বেশ ধরেই খেলছিলেন। মাত্র ৩০ রান করতে নেন ৭০ বল। আর, তারপরই বেড়েছে তাঁর রান তোলার গতি। পরবর্তী ১০ বলে ২০ রান করে নিজের অর্ধশতক পূর্ণ করেন এই ভারতীয় ব্যাটার। অর্ধশতক পূর্ণ হতেই নিজের রান তোলার গতি বাড়িয়ে দেন তিনি। যার সামনে রীতিমতো নাজেহাল দেখায় ইংল্যান্ডের বোলারদের। জেমস অ্যান্ডারসনের এক ওভারে একটি ৬ এবং দুটি ৪ মারেন। টম হার্টলের ওভারে জয়সওয়াল দুটো ৬ মারেন। জো রুট আর রেহান আহমেদকেও তিনি বেধড়ক ঠেঙিয়েছেন।

আরও পড়ুন- ব্যাটে ঝড় তুলে সেঞ্চুরি যশস্বী! রাজকোটে একদম থেঁতলে গেল ইংল্যান্ড বোলিং

১৩ ইনিংসে তৃতীয় সেঞ্চুরি

গতবছর জুলাইয়ে জয়সওয়ালের টেস্ট ম্যাচে অভিষেক ঘটে। ইংল্যান্ড সিরিজে তাঁর প্রথম ম্যাচ, হায়দরাবাদে যশস্বী প্রথম ইনিংসে ৮০ আর দ্বিতীয় ইনিংসে ১৫ রান করেছিলেন। দ্বিতীয় টেস্ট ম্যাচে দ্বিশতরান করেছিলেন। আর, এবার রাজকোটে তৃতীয় ম্যাচে এল তাঁর তৃতীয় সেঞ্চুরি।

David Warner Test cricket Yashasvi Jaiswal Indian Team England Cricket Team Indian Cricket Team
Advertisment