Advertisment

Ind vs Eng: ধোনির শহরে সিঙ্গারা কিনে ঠকলেন ইংরেজরা! দুটো সামোসার দাম জানলে মাথা ঘুরে যাবে

Samosa price in Ranchi: ইংল্যান্ড ক্রিকেট সমর্থকদের দল, 'বার্মি আর্মি' নামে দুনিয়াজুড়ে বিখ্যাত। যেখানেই ইংল্যান্ড খেলতে যায়, বার্মি আর্মির সদস্যরাও চলে যান সেখানে। গ্যালারি থেকে ইংল্যান্ডের হয়ে স্লোগান দেন। তাঁদের খেলোয়াড়দের পক্ষে সুর চড়ান, গলা মেলান। এই বার্মি আর্মির সমর্থকদের সঙ্গেই সিঙ্গারা নিয়ে প্রবল টানাপোড়েন শুরু হয়েছে ভারতীয়দের।

author-image
IE Bangla Sports Desk
New Update
Samosa, ranchi samosa, india vs england

Ranchi samosa: দাম দিয়ে সিঙ্গারা কিনতে হল ইংরেজদের (বিসিসিআই এবং দেশি থাগ টুইটার)

Ranchi Samosa: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ চলাকালীন দুই দেশের সমর্থকদের মধ্যে শুরু হয়ে গেল সিঙ্গারা নিয়ে যুদ্ধ। রাঁচিতে শুক্রবার থেকে শুরু হয়েছে সিরিজের চতুর্থ টেস্ট। এই টেস্ট ম্যাচকে ঘিরেই সিঙ্গারার দাম নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন দুই দেশের সমর্থকরা। যা নেটদুনিয়ায় আলোড়ন ফেলেছে।

Advertisment

ইংল্যান্ড ক্রিকেট সমর্থকদের দল, 'বার্মি আর্মি' নামে দুনিয়াজুড়ে বিখ্যাত। যেখানেই ইংল্যান্ড খেলতে যায়, বার্মি আর্মির সদস্যরাও চলে যান সেখানে। গ্যালারি থেকে ইংল্যান্ডের হয়ে স্লোগান দেন। তাঁদের খেলোয়াড়দের পক্ষে সুর চড়ান, গলা মেলান। এই বার্মি আর্মির সমর্থকদের সঙ্গেই সিঙ্গারা নিয়ে প্রবল টানাপোড়েন শুরু হয়েছে ভারতীয়দের।

কারণটা, আর কিছুই নয়। সোশ্যাল মিডিয়ায় বার্মি আর্মির একটা পোস্ট। যেখানে, রাঁচির সিঙ্গারা বা সামোসাকে বেশ সস্তা বলেছেন ইংল্যান্ডের সমর্থকরা। সস্তার নমুনা হিসেবে তাঁরা দামটাও উল্লেখ করেছেন ৫০টাকায় দুটো। দেশের বিভিন্ন প্রান্তে যখন সিঙ্গারা ৬ টাকা, ৭টাকা কিংবা ১০ টাকা, সেখানে রাঁচির সিঙ্গারার দাম একটা ২৫। এমনটাই দাবি বার্মি আর্মির। ইংল্যান্ডের মুদ্রা পাউন্ড। ভারতীয় টাকার চেয়ে যার মূল্য অনেক বেশি। ভারতীয় ৫০ টাকার দাম হাফ পাউন্ডেরও কম। আর, তাতেই ২টো সিঙ্গারা ৫০ টাকা বেশ সস্তাই মনে হয়েছে ইংল্যান্ডের সমর্থকদের।

কিন্তু, এই দাম শুনেই তো রীতিমতো আক্কেল গুড়ুম হয়ে গিয়েছে ভারতীয়দের। কারণ, ইংল্যান্ড সমর্থকরা এই বিপুল দামে সিঙ্গারা কিনলে, ভারতীয়দেরও ওই ব্যাপক দাম দিয়েই কিনতে হবে সিঙ্গারা। সেকথা মাথায় রেখেই সচেতন ভারতীয় সমর্থকরা বার্মি আর্মিকে বোঝানোর চেষ্টা করেছেন, তাঁদের ঠকানো হয়েছে। ভারতে সিঙ্গারার দাম খুব বেশি হলে ১০টাকা। তাঁরা মন্তব্য করেছেন, 'এভাবেই আমরা ভারত থেকে ব্রিটিশদের লুঠ করা ৪৫ ট্রিলিয়ন ডলার ফিরিয়ে আনব।'

অনেকে আবার বেশ সিরিয়াসলিই নিয়েছেন বিষয়টা। আর, সেই কারণে সোশ্যাল মিডিয়ায় তর্কও জুড়ে দিয়েছেন। অভিযোগ করেছেন, 'সিঙ্গারার দাম মোটেও ১০টাকা নয়। কোথায় এই আবার ১০টাকায় সিঙ্গারা পাওয়া যায়? পুনেতেই তো সর্বত্র সিঙ্গারার দাম প্রতিপিস ১৫টাকা।'

আরও পড়ুন- কুঁচকি চুলকাতে চুলকাতেই নাক ডাকা শুরু! রাঁচি টেস্টে কে এই ‘রাজপুত্র’, চিনুন ভিডিওয়

তবে, এভাবে সোশ্যাল মিডিয়ায় সিঙ্গারা বিতর্কের ঝড় বয়ে গেলেও, বার্মিজ আর্মি কিন্তু, আর এনিয়ে পালটা মন্তব্য করেনি। যার ফলে, বিতর্কের সুর সপ্তমে চড়েনি। অনেকে আবার ভুল ধরিয়ে দিয়ে দাবি করেছেন, বার্মিজ আর্মি সামোসার কথা বলেছে। সিঙ্গারার দামের কথা বলেনি। সামোসা আর সিঙ্গারা একজিনিস নয়। সে যাই হোক, এই বিতর্ক পাউন্ড আর টাকার দামের ফারাক এবং ভারতের বেহাল আর্থিক দশাকে যেন একবার নতুন করে মনে করিয়ে দিল।

Indian Cricket Team England Cricket Team Indian Team Test cricket
Advertisment