/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/team-india-22.jpg)
IND vs ENG 5th Test Weather Report: কনকনে ঠান্ডায় পঞ্চম টেস্টে খেলবে দুই দল (টুইটার)
Dharamsala Weather Update: যেন 'বিলেতের মাঠ'। এতটাই সাজানো গোছানো হিমাচল প্রদেশের ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়াম। আর আবহাওয়াও সেরকমই খামখেয়ালি। বৃহস্পতিবার এই মাঠেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ তথা পঞ্চম টেস্ট খেলতে নামবে ভারত। আর, সেখানে বেন স্টোকসের বাহিনী নয়। রোহিত ব্রিগেডের কাছে প্রধান শত্রু হয়ে উঠতে পারে বৃষ্টিমুখর আবহাওয়া। এমনটাই আশঙ্কা আবহাওয়াবিদদের।
উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদে পরাজিত হয়েছিল টিম ইন্ডিয়া। আর, তারপরই যেন আচমকা বদলে যায় গোটা দল। পরপর তিন ম্যাচ জিতে সিরিজ এখন রোহিত-বাহিনীর পকেটে। বিশাখাপত্তনম, রাজকোট এবং রাঁচির মাঠে ব্যাপক পরিসংখ্যানে জয়লাভের পর সিরিজ এখন ৩-১। যার সুবাদে রোহিতবাহিনী পুরুষদের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করেছে। চতুর্থ টেস্ট সমাপ্তির পরে উঠে এসেছিল দ্বিতীয় স্থানে। রবিবার ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার কাছে নিউজিল্যান্ডের পরাজয়ের পরে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও ওপরে, শীর্ষস্থানে উঠে এসেছে।
সেক্ষেত্রে ধর্মশালার গুরুত্বহীন ম্যাচ ভারতের পয়েন্ট বাড়ানোর একটা রাস্তা বলা যেতে পারে। ফের এই সুযোগ ভারত সেপ্টেম্বরের পরে পাবে। তার আগে ধর্মশালায় জয় পেলেই টিম ইন্ডিয়ার ঝুলিয়ে আরও ১২ পয়েন্ট ঢুকে যাবে। কিন্তু, রোহিত বাহিনীর সেই আশাতেই পুরোপুরি জল ঢেলে দিতে পারে অবিরাম বৃষ্টি, তুষারপাত এবং মন্দ আবহাওয়া। হিমাচলের মাটিতে সেটা হাড়েহাড়ে টের পাচ্ছে টিম ইন্ডিয়া। স্টোকস বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে শীতের কাঁপুনিতেই অস্থির রোহিত অ্যান্ড কোং।
গোদের ওপর বিষফোঁড়ার মত, ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) কর্তারা আবার তারই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়ে বসে আছেন। তাঁদের দেওয়া হিসেব অনুযায়ী, ম্যাচের প্রথম দুই দিন হালকা বৃষ্টি হতে পারে। আর, টেস্ট ম্যাচের উদ্বোধনী দিনেই তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা ৮২ শতাংশ। যার জেরে প্রথম দিনে খেলা বন্ধও হয়ে যেতে পারে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এতেই শেষ নয়। আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, ম্যাচ চলাকালীন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে, ১১ মার্চ, পঞ্চম দিনে ফের বৃষ্টি নামার সম্ভাবনা। ওই দিনও আবহাওয়া রীতিমতো মেঘলা থাকবে।
জানুয়ারির শুরুর দিকে মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের ম্যাচে ভারতীয় দল তখন ফিল্ডিং করছিল। অধিনায়ক রোহিত শর্মাকে ওই ম্যাচে পানীয়র বিরতির সময় দেখা যায়, হট ওয়াটার ব্যাগ ব্যবহার করছেন। এসব কথা মাথায় রেখে রোহিত বাহিনীকে রীতিমতো সতর্ক করে দিয়েছেন, কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকার। তিনি বলেছেন, 'এই সিরিজে আর মাত্র একটা টেস্ট ম্যাচ বাকি আছে। সেটা হবে ধর্মশালায়। সেখানকার পরিবেশের সঙ্গে ভারতীয়দের চেয়ে ইংরেজরাই বেশি মানানসই। ভারতীয় দলের সেটা বোঝা উচিত। এখানে বল বাতাসে অনেক বেশি সুইং করবে। পিচের বাইরেও সিম করতে পারে। ভারতীয়দের মনে হতেই পারে যে তাঁরা সিরিজ জিতে গেছে। কিন্তু, এটা মাথায় রাখা উচিত যে একটা গুরুত্বহীন ম্যাচও পয়েন্ট নিয়ে আসে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জনের জন্য সেই পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
আরও পড়ুন- বিরাটের সঙ্গে আম্বানিদের সম্পর্ক কি এতটাই খারাপ! অনন্তের বিয়েতে কেন গড়হাজির কোহলি
৫ম টেস্টের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রজত পতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), কেএস ভারত (উইকেটরক্ষক), দেবদত্ত পারিক্কল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশদীপ।
৫ম টেস্টের জন্য ইংল্যান্ড টেস্ট স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, শোয়েব বশির, জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, বেন ফোকস (উইকেটরক্ষক), ড্যান লরেন্স, টম হার্টলি, জ্যাক লিচ, অলি পোপ, অলি রবিনসন, জো রুট, মার্ক উড।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us
 Follow Us