Advertisment

Virat Kohli: কোহলিকে কি আর পাওয়া যাবে আদৌ! কঠিন সময়ে ভয় ধরানো আপডেট BCCI সূত্রে

England Test series in India: ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি 'ব্যক্তিগত কারণ' উল্লেখ করে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে অব্যাহতি চেয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Kohli news

Virat Kohli Team India: আগ্রাসী কোহলি প্রতিপক্ষের দুঃস্বপ্ন (টুইটার)

Ind-Eng Test Series: ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি 'ব্যক্তিগত কারণ' উল্লেখ করে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে টিম ম্যানেজমেন্টের কাছে অব্যাহতি চেয়েছিলেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সিরিজের বাকি তিন ম্যাচেও যে বিরাটকে পাওয়া যাবেই, তার কোনও নিশ্চয়তা নেই। বিসিসিআইয়ের একজন আধিকারিককে উদ্ধৃত করে ওই রিপোর্টে বলা হয়েছে, তাঁরা কোহলির থেকে তাঁর ভারতীয় দলে ফেরার সম্ভাবনার ব্যাপারে কিছুই শোনেননি। বিসিসিআইয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না-করার শর্তে এক সংবাদমাধ্যমকে বলেছেন, 'আমরা এখনও তাঁর (বিরাট কোহলি) ফিরে আসা নিয়ে কিছুই শুনিনি।'

Advertisment
  • বিশাখাপত্তনমে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় টেস্ট।
  • সরফরাজ খান, সৌরভ কুমার ও ওয়াশিংটন সুন্দরকে ভারতীয় স্কোয়াডে যোগ করা হয়েছে।
  • জাদেজা হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। রাহুল আবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হেরে যাওয়া প্রথম টেস্ট ম্যাচে উরুতে চোট পেয়েছেন।

কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দল আবার চোট নিয়ে উদ্বেগে ভুগছে। তার মধ্যেই বিশাখাপত্তনমে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় টেস্ট। যেখানে ভারত তার দু'জন সেরা মানের খেলোয়াড়কে পাবে না। তাঁদের একজন হলেন কেএল রাহুল। অন্যজন রবীন্দ্র জাদেজা। এর মধ্যে জাদেজা হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। রাহুল আবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হেরে যাওয়া প্রথম টেস্ট ম্যাচে উরুতে চোট পেয়েছেন। প্রকাশিত রিপোর্ট বলছে, রাহুল সিরিজের পরে দলে ফিরতেও পারেন। তবে, জাদেজার চোট 'আরও গুরুতর'। যার জন্য তাঁকে বাকি চার ম্যাচে পাওয়া না-ও যেতে পারে।

আরও পড়ুন- প্লেনের মধ্যেই অজান্তে বিষাক্ত তরল পান! মারাত্মক অবস্থায় ICU-তে ভর্তি টিম ইন্ডিয়ার সুপারস্টার

বিসিসিআইয়ের এক আধিকারিক এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেছেন, 'রাহুল সম্ভবত এই সিরিজের পরে ফিরতেও পারেন। তবে জাদেজার চোট অনেক গুরুতর। দেখা যাক এনসিএর মেডিকেল টিম কী বলে!' ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে- সরফরাজ খান, সৌরভ কুমার ও ওয়াশিংটন সুন্দরকে ভারতীয় স্কোয়াডে যোগ করা হয়েছে। বিসিসিআই এই প্রসঙ্গে জানিয়েছে, 'হায়দরাবাদে প্রথম টেস্টের চতুর্থ দিনে খেলার সময় জাদেজা হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। আর রাহুল ডান কোয়াড্রিসেপে ব্যথার অভিযোগ করেছিলেন।' বিসিসিআই জানিয়েছে, বোর্ড দুই ক্রিকেটারের চিকিৎসার কতটা অগ্রগতি হল, সেই ব্যাপারে কড়া নজর রাখছে।

ভারতের টেস্ট স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, কেএস ভরত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জসপ্রিত বুমরাহ, আভেশ খান, রজত পতিদার, সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর, সৌরভ কুমার।

Indian Team Virat Kohli BCCI England Cricket Team Indian Cricket Team
Advertisment