Advertisment

Ishan Kishan: কোচ দ্রাবিড়কেই অবজ্ঞা টিম ইন্ডিয়ার তরুণ তুর্কির! একহাত নিয়ে পাল্টা বিস্ফোরণ পাঠানের

Ishan Kishan-Team India: ঈশান গত নভেম্বর থেকে ভারতের হয়ে খেলেননি। রঞ্জি ট্রফিতেও তাঁর রাজ্য ঝাড়খণ্ডের দলে নেই। কোচ দ্রাবিড় চলতি সপ্তাহের শুরুতে তাঁর বিবৃতি থেকে সরে এসেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Irfan Pathan, Indian Cricket Team, Team India

Irfan Pathan team india selection: ঈশানের কাণ্ডে ক্ষুব্ধ ইরফান পাঠান (টুইটার)

Irfan Pathan on Team India selection: টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষান গত নভেম্বর থেকে জাতীয় দলে নেই। তিনি মানসিক অবসাদের কথা উল্লেখ করে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর মাঝপথে ত্যাগ করেন। তারপর থেকে ঈশান প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেননি। যদিও সংবাদমাধ্যমের একাংশের দাবি, তিনি বরোদায় হার্দিক ও ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে প্রশিক্ষণ চালাচ্ছেন।

Advertisment
Ishan Kishan, India
Ishan Kishan-India: নিয়মিত মাঠে গিয়ে ফিটনেস বাড়ানোর চেষ্টাও চালাচ্ছেন ঈশান কিশান। (ছবি- ইনস্টাগ্রাম)

আন্তর্জাতিক ক্রিকেটে ঈশানের অনুপস্থিতিকে ঘিরে গুরুত্বপূর্ণ জল্পনা চলছে। প্রাথমিকভাবে, ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন যে ওই তরুণ খেলোয়াড় নিজেই ছুটি চেয়েছিলেন। দল তা মঞ্জুর করেছে। দ্রাবিড় জানিয়েছিলেন যে, কয়েকটি প্রথম-শ্রেণির ম্যাচে অংশ নেওয়ার পরে ঈশান জাতীয় দলে ফিরে আসতে পারেন। যাইহোক, দ্রাবিড় চলতি সপ্তাহের শুরুতে তাঁর বিবৃতি থেকে সরে এসেছেন। একইসঙ্গে দাবি করেছেন, তিনি প্রথম শ্রেণির ম্যাচ বলতে মোটেও 'ঘরোয়া' ক্রিকেটকে বোঝাননি।

Ishan Kishan, Fitness Training
Ishan Kishan-Fitness Training: জিমে ঘাম ঝরাচ্ছেন ঈশান। (ছবি- ইনস্টাগ্রাম)

ঈশানের অনুপস্থিতি নিয়ে এই বিভ্রান্তি গ্রাস করেছে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠানকেও। ক্রিকেটের ময়দানে তরুণ ঈশানের অনুপস্থিতি নিয়ে পাঠন প্রশ্ন তুলেছেন। ঈশানের নাম না-করেই পাঠান বলেছেন, অনুশীলনে ফিরে আসার পরে কেন একজন খেলোয়াড় ঘরোয়া ক্রিকেট খেলবেন না, তা বুঝতে তিনি অক্ষম। একইসঙ্গে জানিয়েছেন, বিষয়টা তাঁর কাছে 'বিভ্রান্তিকর' ঠেকছে। পাঠান তাঁর এক্স প্রোফাইলে লিখেছেন, 'এটা বিভ্রান্তিকর যে কেউ কীভাবে অনুশীলনের জন্য যথেষ্ট ফিট হয়েও ঘরোয়া ক্রিকেট না খেলতে পারে? এটা বোঝা কঠিন।'

ইংল্যান্ডের বিরুদ্ধে বর্তমান সিরিজে ব্যাট হাতে কেএস ভরতের ব্যর্থতার পর ফের ঈশানকে জাতীয় দলে ফেরানোর দাবি উঠছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ঈশান জাতীয় দলে ফিরলে ভারত উপকৃত হতে পারত। ২০২২ সালের ডিসেম্বরে একটি গাড়ি দুর্ঘটনায় আহত হওয়া ঋষভ পন্তও ইতিমধ্যে সুস্থ হয়ে উঠছেন। কিন্তু, তিনি এখনও ফিটনেস পুরোপুরি ফিরে পাননি। এবারের ইংল্যান্ড সিরিজে কেএস ভরতের পাশাপাশি ধ্রুব জুরেলকে রেখেছে রোহিত বাহিনী। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি তিন টেস্ট-এও ধ্রুব দলের অংশ।

আরও পড়ুন- অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ইতিহাস গড়া সেই শামর, এবার খেলবেন IPL, কোটি কোটি টাকায়

বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের জয়ের পর ঈশান কিশান সম্পর্কে দ্রাবিড় বলেছিলেন, 'আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করছি। এটা এমন ব্যাপার না যে, আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করিনি। কিন্তু, তিনি (ঈশান কিশান) এখনও সেভাবে খেলা শুরু করেননি। তাই এই মুহূর্তে আমরা ওঁকে বিবেচনা করতে পারছি না। তিনি কখনও প্রস্তুত হতে পারবেন, সেই সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে। ঋষভের চোট থাকলেও আমাদের কাছে বিকল্প আছে। আমি নিশ্চিত, নির্বাচকরা সব বিকল্প বিবেচনা করবেন।' গত বছর ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে ঈশানের টেস্ট অভিষেক হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজে ঈশান সিরিজের দুটি ম্যাচ খেলেছিলেন।

Rahul Dravid Irfan Pathan Indian Cricket Team Indian Team Ishan Kishan
Advertisment