Advertisment

MS Dhoni: ধোনিকে এই পকেটে রাখি, প্রকাশ্যেই মাহিকে চরম অপমান পিটারসেনের! শুনেই ফুঁসলেন জাহির

MS Dhoni insulted by Kevin Pietersen : বিশাখাপত্তনমে ভারত মাত্র সাড়ে তিনদিনে ইংরেজ বধ সম্পন্ন করেছে। অশ্বিন-বুমরাদের পেস-স্পিন এবং ব্যাট হাতে দুই তরুণ তুর্কি শুভমান গিল-যশস্বী জয়সোয়াল সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের জয়ের পথ প্রশস্থ করেছেন। সিরিজ আপাতত ১-১।

author-image
IE Bangla Sports Desk
New Update
MS Dhoni, Kevin Pietersen, Zaheer Khan

Zaheer-pietersen: জাহির-কেপির কথোপকথনের এই সেই মুহূর্ত (টুইটার)

India vs England test series: সম্প্রচারকারী স্পোর্টস ১৮-এর গ্রুপের হয়ে চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকা পালন করছেন কেভিন পিটারসেন (Kevin Pietersen)। সোশ্যাল মিডিয়া হোক বা প্রকাশ্যে ঠোঁটকাটা হিসাবে পরিচয় রয়েছে কেপির। ইংরেজ তারকার এই চরিত্রই শেষে বিতর্কের আমদানি করে বসবে, কে ভাবতে পেরেছিল।

Advertisment

বিশাখাপত্তনমে ভারত মাত্র সাড়ে তিনদিনে ইংরেজ বধ সম্পন্ন করেছে। অশ্বিন-বুমরাদের পেস-স্পিন এবং ব্যাট হাতে দুই তরুণ তুর্কি শুভমান গিল-যশস্বী জয়সোয়াল সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের জয়ের পথ প্রশস্থ করেছেন। আর সেই টেস্টের সময়েই বিতর্ক দানা বাঁধল পিটারসেনের মন্তব্যে।

ভাইজ্যাগ টেস্টের লাঞ্চের সময়ের ঘটনা। সেই সময় কেভিন পিটারসেন এবং জাহির খান (Zaheer Khan) ম্যাচ সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলেন। চ্যাটের মোদ্দা কথা ছিল নিজেদের প্ৰথম টেস্ট উইকেটের বিষয়ে কারোর মনে রয়েছে কিনা! সেই সময়েই কেপি জাহির খানকে বলে বসেন, "জানো এই পকেটে কে রয়েছে? গ্রেট মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তারপরেই রয়েছে কামরান আকমল (Kamran Akmal)।"

আরও পড়ুন: যাও রঞ্জিতে গিয়ে রান করে এসো! টিম ইন্ডিয়া থেকে ‘ঘাড়ধাক্কা’ খেতে চলেছেন সুপারস্টার

কেভিন পিটারসেন বল হাতে টেস্টে অভিষেক উইকেট হিসাবে শিকার করেন পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার কামরান আকমলকে। তারপরে ধোনিকে আউট করেন দীর্ঘতম ফরম্যাটের ক্রিকেটে। ঘটনাচক্রে, ধোনিও বল হাতে প্রায় আউট করে ফেলেছিলেন কেভিন পিটারসেনকে। লর্ডস টেস্টে যদিও ধোনিকে আটকে দেয় ডিআরএস রিভিউ।

ধোনিকে এমন তাচ্ছিল্য করায় ছেড়ে কথা বলেননি জাহির খান-ও। বলে দেন, যুবরাজ সিংয়ের পকেটে রয়েছেন কেপি। জাহির পাল্টা মজার ছলে বলেন, "কিছুদিন আগেই যুবরাজের সঙ্গে কথা হচ্ছিল। ও তো একইভাবে বলছিল পিটারসেন ওঁর কাছে রয়েছে।" এরপরে কেপি বলেন, "জানতাম তুমি এটা বলবে।"

এর আগে আইপিএল চলার সময়েও ধোনির সঙ্গে কেপির ডুয়েল হয়েছিল। মনোজ তিওয়ারিকে কেপি মজা করে বলেন, ধোনির থেকেও তিনি ভালো গলফ খেলেন। যাঁর জবাবে ধোনি পাল্টা বলেন, "কেপি এখনও আমার প্ৰথম টেস্ট উইকেট।" লর্ডস টেস্টে ধোনির ইনসুইংগার আছড়ে পড়ে পিটারসেনের প্যাডে। আউটের আবেদনে সাড়াও দিয়ে দেন আম্পায়ার। তবে রিভিউয়ে সিদ্ধান্ত বদলাতে হয়েছিল সেবার।

MS DHONI Zaheer Khan Cricket News Indian Cricket Team Indian Team
Advertisment