Dhruv Jurel against England: ধ্রুব অর্ধশতক পূর্ণ করেছেন ৯৬ বলে। স্পিনারদের বেধড়ক পিটিয়েছেন। টম হার্টলি আর শোয়ব বশির কোনও খাপই খুলতে পারেনি ধ্রুব জুরেলের সামনে।
Dhruv Jurel against England: ধ্রুব অর্ধশতক পূর্ণ করেছেন ৯৬ বলে। স্পিনারদের বেধড়ক পিটিয়েছেন। টম হার্টলি আর শোয়ব বশির কোনও খাপই খুলতে পারেনি ধ্রুব জুরেলের সামনে।
ধ্রুব আর রিংকুর মধ্যে বন্ধুত্ব দীর্ঘদিনের। জাতীয় দলের টিমমেট এই দুই তারকা উত্তরপ্রদেশ দলেও পরস্পরের সতীর্থ। এমনকী রুমমেটও। সেই ধ্রুবকেই বার্তা পাঠানোর পর রবিবার নিজেদের পাশাপাশি দাঁড়ানো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রিংকু। কেকেআর তারকা রিংকু, আইপিএলে ছয় বলে পাঁচটা ছয় মারার পর থেকেই ভারতীয় টি২০ ক্রিকেটের যুবরাজ। এখনও টেস্ট অভিষেক না-হলেও দাপিয়ে খেলেছেন একদিন আর টি২০ ক্রিকেটে। সেখানে রিংকুর রুমমেট ধ্রুবর অভিষেক হয়েছে রাজকোটে।
সামনেই আইপিএল। তারপর টি২০ বিশ্বকাপ। সেখানে রিংকুর আসন পাকা হলেও, ধ্রুবর সামনে পরীক্ষা থাকবে। কারণ, টেস্ট ক্রিকেটে ভালো খেললেও সংক্ষিপ্ততম ফরম্যাটে এই ভারতীয় তারকা কেমন খেলেন, তা এখনও নির্বাচকদের দেখা হয়নি। তাই আইপিএলে ঋষভ পন্থদের সঙ্গে রীতিমতো টেক্কা দিতে পারলেই ধ্রুবর সামনে খুলতে পারে টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের দরজা।