Advertisment

Dhruv Jurel: রিঙ্কুর হৃদয়েই রয়েছেন জুরেল! KKR সুপারস্টারের মন খোলা বার্তায় ঝড় ক্রিকেট দুনিয়ায়

Dhruv Jurel against England: ধ্রুব অর্ধশতক পূর্ণ করেছেন ৯৬ বলে। স্পিনারদের বেধড়ক পিটিয়েছেন। টম হার্টলি আর শোয়ব বশির কোনও খাপই খুলতে পারেনি ধ্রুব জুরেলের সামনে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Dhruv Jurel, Rinku Singh

Dhruv Jurel: ধ্রুবর অভিষেক হয়েছে রাজকোটে। (ছবি-টুইটার)

India vs England Ranchi Test: উইকেটের পিছনে নির্ভরযোগ্য হাত, একইসঙ্গে ভালো ব্যাটার। এই কম্বিনেশনের একটি নির্ভরযোগ্য কাঁধ পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। রবিবার ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ ম্যাচ, রাঁচি টেস্ট সেটাই বুঝিয়ে দিল টিম ইন্ডিয়ার অনুরাগীদের। ৯০ রানের অনবদ্য ইনিংস, ভারতের উইকেটকিপার ধ্রুব জুরেলকে টেনে আনল মহেন্দ্র সিং ধোনির পাশের আসনে। হৃদয়স্পর্শী বার্তা পাঠালেন বন্ধু রিংকুও।

Advertisment

খোদ, ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার পর্যন্ত ধ্রুবর প্রশংসায় পঞ্চমুখ। তিনি তাঁর মধ্যে ধোনির ছায়া খুঁজে পেয়েছেন। আর, তারপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ধ্রুবর দীর্ঘদিনের বন্ধু রিংকুর বার্তা। অভিষেক ম্যাচ রাজকোটে ধ্রুব করেছিলেন ৪৬। রাঁচিতে তুলেছেন ৯০ রান। দলের টপ অর্ডাররা যেখানে ব্যর্থ, সেখানে ধ্রুবই হয়ে ওঠেন টিম ইন্ডিয়ার চওড়া ব্যাট।

ম্যাচে ধ্রুব অর্ধশতক পূর্ণ করেছেন ৯৬ বলে। স্পিনারদের বেধড়ক পিটিয়েছেন। টম হার্টলি আর শোয়ব বশির কোনও খাপই খুলতে পারেনি ধ্রুব জুরেলের সামনে। যা দেখে, অনেকেই মনে করছেন, টিম ইন্ডিয়ায় এবার ঋষভ পন্থের প্রতিদ্বন্দ্বী চলে এল। আর, তারপরই নেটদুনিয়ায় ভাইরাল হয় দীর্ঘদিনের বন্ধু রিংকু সিংয়ের বার্তা, 'মেরে ভাই, স্বপ্নে সাকার করনে কা সময় আ গ্যয়া হ্যায়।'

ধ্রুব আর রিংকুর মধ্যে বন্ধুত্ব দীর্ঘদিনের। জাতীয় দলের টিমমেট এই দুই তারকা উত্তরপ্রদেশ দলেও পরস্পরের সতীর্থ। এমনকী রুমমেটও। সেই ধ্রুবকেই বার্তা পাঠানোর পর রবিবার নিজেদের পাশাপাশি দাঁড়ানো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রিংকু। কেকেআর তারকা রিংকু, আইপিএলে ছয় বলে পাঁচটা ছয় মারার পর থেকেই ভারতীয় টি২০ ক্রিকেটের যুবরাজ। এখনও টেস্ট অভিষেক না-হলেও দাপিয়ে খেলেছেন একদিন আর টি২০ ক্রিকেটে। সেখানে রিংকুর রুমমেট ধ্রুবর অভিষেক হয়েছে রাজকোটে।

আরও পড়ুন- সরফরাজকে নিয়ে বড্ড নাটক হল! শেওয়াগের বোমা এবার রবিবার, বিতর্কের বিস্ফোরণে সব তছনছ

সামনেই আইপিএল। তারপর টি২০ বিশ্বকাপ। সেখানে রিংকুর আসন পাকা হলেও, ধ্রুবর সামনে পরীক্ষা থাকবে। কারণ, টেস্ট ক্রিকেটে ভালো খেললেও সংক্ষিপ্ততম ফরম্যাটে এই ভারতীয় তারকা কেমন খেলেন, তা এখনও নির্বাচকদের দেখা হয়নি। তাই আইপিএলে ঋষভ পন্থদের সঙ্গে রীতিমতো টেক্কা দিতে পারলেই ধ্রুবর সামনে খুলতে পারে টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের দরজা।

Test cricket Indian Cricket Team Indian Team Rinku Singh England Cricket Team
Advertisment