England tour to India 2024: ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে কেএল রাহুল (KL Rahul) মোটেই দলের ফার্স্ট চয়েস উইকেটকিপার-ব্যাটার নন। পরিবর্তে স্পেশ্যালিস্ট কিপার কেএস ভরতের (KS Bharat) ওপরেই ভরসা রাখবে ভারত (Team India)। কেএল রাহুল খেলবেন স্রেফ একজন ফিল্ডার-ব্যাটার হিসাবে।
এর কারণ স্পষ্ট। ভারত ইংল্যান্ডকে (India vs England test series) স্পিনের কড়াইয়ে ভাজার জন্য পিচ প্রস্তুত করতে চলেছে। পাঁচ টেস্টের মধ্যে প্ৰথম দুই টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে অজিত আগারকারের (Ajit Agarkar) নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। সেই স্কোয়াডে মাত্র দুজন স্পেশালিস্ট কিপার-ব্যাটার রাখা হয়েছে- কেএস ভরত এবং ধ্রুব জুরেল।
আরও পড়ুন: ভারতের কোচ হতে চাই! কলকাতায় এসেই জয় শাহের বোর্ডকে ঝড় তোলা ইচ্ছাপ্রকাশ যুবরাজের
ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে, দক্ষিণ আফ্রিকায় পিচে বাউন্স থাকার জন্য কেএল রাহুলকে কিপার হিসাবে খেলানো হয়েছিল। ফাস্ট বোলারদের বল কোমর সমান উঁচুতে থাকায় কিপার হিসাবে অসুবিধা হয়নি কেএল রাহুলের। এই বিষয়টি টিম ম্যানেজমেন্ট স্পষ্ট করে দিয়েছে নির্বাচক কমিটিকে।
"ভারতীয় দল আরও একবার টার্নার ট্র্যাকে খেলবে ঘরের মাঠে। আর ম্যাচে প্রভাব ফেলবে দলের স্পেশ্যালিস্ট স্পিনাররা। দলে একের পর এক কোয়ালিটি স্পিনার থাকায় টিম ম্যানেজমেন্ট কেএল রাহুলকে কিপার হিসাবে খেলিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না।" এমনটাই জানিয়েছেন বোর্ডের এক সূত্র।
স্কোয়াডে চারজন স্পেশ্যালিস্ট স্পিনারকে রাখা হয়েছে- রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ফাস্ট বোলারদের অদলবদল করে খেলানো হবে। এমনটাই প্ল্যানিং কষেছে টিম ইন্ডিয়া। টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কোনও ফাস্ট বোলার-ই টানা পাঁচ টেস্ট খেলবেন না। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসাবে সকলকেই বিশ্রাম দেওয়া হবে। প্ৰথম দুই টেস্টে রয়েছেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার এবং আবেশ খান। মহম্মদ শামি দুই টেস্টেই পর এই সিরিজেই প্রত্যাবর্তন করবেন না, স্পষ্ট নয়। কারণ তারকা পেসার এখনও বোলিং শুরু করেননি।