IND vs ENG Kolkata T20I Live Score Streaming Online, Telecast Channel, Schedule, Squad Details: বুধবার, ২২ জানুয়ারি কলকাতা ইডেন গার্ডেনসে ইংল্যান্ডের সঙ্গে সিরিজের প্রথম টি২০ ম্যাচে নামবে ভারত। ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে ম্যাচ শুরু হবে। ভারতের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব। তিনি ছাড়া দলে আছেন তিলক ভার্মা, রিংকু সিংয়ের মত ব্যাটাররা। এছাড়া আছেন অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, নীতীশকুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দররা।
দলে একনম্বর উইকেটরক্ষক হিসেবে রয়েছে সঞ্জু স্যামসন। ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে রয়েছেন ধ্রুব জুরেল। বোলারদের মধ্যে দলে রয়েছেন মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী। এছাড়াও আছেন অর্শদীপ সিং, রবি বিষ্ণোই, হর্ষিত রানারা। দলে না রেখে বিশ্রাম দেওয়া হয়েছে যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋষভ পন্থদের। ইংল্যান্ডের অধিনায়কত্ব করবেন জোস বাটলার।
এই ম্যাচে ১৪ মাস পরে জাতীয় দলে ফিরছেন মহম্মদ শামি। বার্বাডোসে টি২০ বিশ্বকাপ জেতার পর থেকে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া সংক্ষিপ্ততম ফরম্যাটে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হারেনি। ভারত আর ইংল্যান্ডের পরিসংখ্যানের দিকে তাকালে বলতে হয়, উভয়পক্ষের মধ্যে ২৪টি টি২০ ম্যাচ হয়েছে। তার মধ্যে ১৩টি ম্যাচ টিম ইন্ডিয়া জিতেছে আর ১১টি ম্যাচে হেরেছে। দুই দলের মধ্যে শেষ টি২০ ম্যাচ হয়েছিল ২০২৪-এর ২৭ জুন। সেটা ছিল টি২০ বিশ্বকাপের ম্যাচ। সেই ম্যাচে ভারত ৬৮ রানে জিতেছে। ভারত টি২০-তে ইংল্যান্ডের কাছে শেষবার হেরেছিল এডিলেডে ২০২২-এর ১০ নভেম্বর। হোম সিরিজে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের কাছে ২০২১-এর ১৬ মার্চের পর থেকে হারেনি।
এই ম্যাচে মহম্মদ শামির পারফরম্যান্সের ওপর বিশেষজ্ঞদের নজর থাকবে। শামি জাতীয় দলের হয়ে শেষবার ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন। তারপর থেকে গোড়ালির চোটের জন্য তিনি জাতীয় দলের বাইরে ছিলেন। এই চোটের জন্য শামিকে অপারেশন পর্যন্ত করাতে হয়েছে। ৩৪ বছর বয়সি পেসার গত বছর রঞ্জি ট্রফিতে প্রতিযোগিতমূলক ক্রিকেটে ফিরেছেন। বাংলার হয়ে তিনি টি২০ ফরম্যাটের সৈয়দ মুশতাক আলি ট্রফি এবং ওয়ানডে ফরম্যাটের বিজয় হাজারে ট্রফিতেও খেলেছেন। তবে, ঘরোয়া ক্রিকেটে ফিরলেও শামি পুরোপুরি চোটমুক্ত হতে পারেননি। সেই কারণে তাঁর ভারতের হয়ে অস্ট্রেলিয়া সফরে অংশ নেওয়া সম্ভব হয়নি। এতে অস্ট্রেলিয়ায় সমস্যায় পড়েছিল টিম ইন্ডিয়া। ভারপ্রাপ্ত অধিনায়ক বুমরা ছাড়া কোনও ভারতীয় বোলারই অস্ট্রেলিয়ানদের ওপর চাপ সৃষ্টি করতে পারেননি।
ইংল্যান্ড তাদের সেই খেলোয়াড়দের ওপর নির্ভর করবে, যারা আইপিএলে দুর্দান্ত খেলেছেন। নজর থাকবে দলের তরুণ ক্রিকেটার জ্যাকব বেথেলের ওপর। বাজানের বাসিন্দা বাঁ-হাতি ক্রিকেটার গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের সময় থেকেই বিশেষজ্ঞদের নজরে। তিনি ইংল্যান্ডের হয়ে টি২০-র ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ান হয়েছেন। ৭টি টি২০ ম্যাচে দুটি অর্ধশতক করেছেন বেথেল। গড় ৫৭.৬৬। স্ট্রাইক রেট ১৬৭.৯৬। ইংল্যান্ড দলের ২১ বছর বয়সি এই ক্রিকেটারের টেস্ট অভিষেকটাও অসাধারণ হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর সর্বোচ্চ স্কোর ৯৬। এছাড়াও ৩টি হাফ সেঞ্চুরি করেছেন বেথেল।
সম্ভাব্য একাদশ:
ভারত- সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, নীতীশকুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।
ইংল্যান্ড- জস বাটলার (উইকেটরক্ষক-অধিনায়ক), ফিল সল্ট, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, গাস অ্যাটকিনসন, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।
স্কোয়াডস
ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, নীতীশ রেড্ডি, মহম্মদ শামি, অর্শদীপ সিং, হর্ষিত রানা, ধ্রুব জুরেল, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর।
ইংল্যান্ড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট, মার্ক উড।
আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড ১ম টি২০ ম্যাচ, কেমন হতে চলেছে প্লেয়িং ইলেভেন, কী বলছে পিচ রিপোর্ট?
ভারত-ইংল্যান্ড প্রথম টি২০ পিচ রিপোর্ট
ইডেন গার্ডেনের পিচ ব্যাটিং-সহায়ক। রাতে ম্যাচ, শিশির পড়বে। যা ম্যাচে বড় প্রভাব ফেলতে চলেছে।
ভারত-ইংল্যান্ড প্রথম টি২০ ম্যাচের আবহাওয়া রিপোর্ট
বুধবার বৃষ্টির সম্ভাবনা না থাকায় ম্যাচ পুরোদমে খেলা হবে।
ভারত-ইংল্যান্ড লাইভ স্ট্রিমিং
ভারত-ইংল্যান্ড টি২০ সিরিজের লাইভ স্ট্রিমিং ভারতের ডিজনি প্লাস হটস্টার (Disney Plus Hotstar) অ্যাপ এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।