Advertisment

IND vs ENG: দুজনেই কীর্তিমান, কার কাছে থাকবে স্মারক-বল! মাঠের মত মাঠের বাইরেও হৃদয় জয় কুলদীপ-অশ্বিনের, দেখুন ভিডিও

Kuldeep Yadav 5 wickets haul: ইংল্যান্ড অলআউট হয়ে যাওয়ার পর টিম ইন্ডিয়া যখন সাজঘরে ফিরছিল, সেই সময়েই হৃদয় গলিয়ে দেওয়া ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট মহল। শততম টেস্টে ৪ উইকেট শিকার করা অশ্বিনের হাতে স্মারক বল তুলে দিতে চাইলেন কুলদীপ। পাল্টা সৌজন্য দেখিয়ে অশ্বিন চাইলেন বল যেন কুলদীপ নিজের সংগ্রহেই রাখেন। তাঁর শততম টেস্টের মঞ্চে বল হাতে আসল নায়ক যে কুলদীপই। পাঁচ উইকেট শিকার যে তাঁর সংগ্রহে!

author-image
IE Bangla Sports Desk
New Update
Kuldeep Yadav, Ravichandran Ashwin, India vs England

Kuldeep-Ashwin: অশ্বিন-কুলদীপের ঘূর্ণিতে কুপোকাত ইংল্যান্ড (টুইটার)

India vs England 5th test at Dharamshala: মেঘের ঘনঘটা। ধর্মশালায় প্রথমে টসে জিতে শুরুটা খারাপ করেনি ইংল্যান্ড। বুমরা-সিরাজের শুরুর স্পেল ভালো সামলে এগোচ্ছিল ইংরেজ ব্যাটাররা। তবে কুলদীপ-অশ্বিন আক্রমণে আসার পরই বেপথু হয়ে যায় ইনিংস। জ্যাক ক্রলি-বেন ডাকেটের ওপেনিং জুটিতে ৬৪ রান। এবং শেষমেশ ক্রলির ৭৯ রানের ইনিংস বাদ দিয়ে ইংল্যান্ড ব্যাটিংয়ের বলার মত কিছু নেই। অশ্বিন-কুলদীপ নিজেদের মধ্যে নয় উইকেট ভাগাভাগি করে নিলেন। ২১৮ রানে গুটিয়ে গেল বেন স্টোকসের দল-ও।

Advertisment

অশ্বিন বৃহস্পতিবার ৪ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়ে গেলেন। টম হার্টলেকে পিছনে ফেলে। কুলদীপও ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন।

আর ইংল্যান্ড অলআউট হয়ে যাওয়ার পর টিম ইন্ডিয়া যখন সাজঘরে ফিরছিল, সেই সময়েই হৃদয় গলিয়ে দেওয়া ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট মহল। শততম টেস্টে ৪ উইকেট শিকার করা অশ্বিনের হাতে স্মারক বল তুলে দিতে চাইলেন কুলদীপ। পাল্টা সৌজন্য দেখিয়ে অশ্বিন চাইলেন বল যেন কুলদীপ নিজের সংগ্রহেই রাখেন। তাঁর শততম টেস্টের মঞ্চে বল হাতে আসল নায়ক যে কুলদীপই। পাঁচ উইকেট শিকার যে তাঁর সংগ্রহে!

ভাইরাল হয়ে যাওয়া এক ভিডিওয় দেখা যাচ্ছে, অশ্বিন-কুলদীপ দুজনেই বল অন্যজনের সংগ্রহে রাখার জন্য অনুনয়-অনুরোধ করে চলেছেন। শেষে অশ্বিন কুলদীপের হাতেই বল তুলে ধরতে রাজি করেন। সেই ঘটনার বর্ণনা ব্যাখ্যা করতে গিয়ে কুলদীপ পরে বলেন, "অশ্বিন নাকি তাকে বলেন, 'আমার কাছে ৩৫ টার বেশি বল রয়েছে। এটা তুই রাখ।

দিনের শুরুতে অশ্বিনের হাতে একশো টেস্টের বিশেষ স্মারক উপহার দেন রাহুল দ্রাবিড়। সেই সময় স্পিনারের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী-সন্তান-ও। তারপর ভারতীয় দল গার্ড অফ অনার'ও দেয় অশ্বিনকে।

একশোতম টেস্টে খেলতে নামলেন জনি বেয়ারস্টো-ও। বিশেষ দিনে ধর্মশালায় উপস্থিত থাকলেন বেয়ারস্টোর পরিবারও।

Indian Cricket Team Ravichandran Ashwin Indian Team Kuldeep Yadav
Advertisment