Advertisment

IND vs ENG: রোহিতের অবাধ্য হলেন কুলদীপ, সঙ্গেসঙ্গেই উপকার পেল টিম ইন্ডিয়া, দেখুন ভিডিও

Kuldeep Yadav against England: শুধু ক্রাওলিই নয়। কুলদীপ ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের উইকেটও নিয়েছেন। টম হার্টলি এবং অলি রবিনসনকে তিনি ফেরত পাঠান।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kuldeep Yadav, Rohit Sharma

Kuldeep Yadav-Rohit Sharma: কুলদীপ চার উইকেট নিয়েছেন। (ছবি-ইনস্টাগ্রাম)

Rohit Sharma-Kuldeep Yadav: খোদ অধিনায়ক রোহিত শর্মার পরামর্শ না-মেনে ভারতকে ইংল্যান্ডের আরও একটি উইকেট উপহার দিলেন টিম ইন্ডিয়ার বোলার কুলদীপ যাদব। দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের মতই বড় সাফল্য পেয়েছেন কুলদীপ। তিনি ইংল্যান্ডের চার উইকেট শিকার করেছেন। অশ্বিনের উইকেট শিকারের সংখ্যা কুলদীপের চেয়ে একটি বেশি। তবে, রাঁচি টেস্ট-এ ইংল্যান্ডকে ধরাশায়ী করতে কুলদীপও বড় ভূমিকা নিয়েছেন।

Advertisment

তারই মধ্যে উল্লেখযোগ্য হয়ে থাকল অধিনায়ক রোহিত শর্মার পরামর্শ না-মেনে কুলদীপ যাদবের সফল সিদ্ধান্ত নেওয়া। কারণ, যখন কুলদীপ তাঁর অধিনায়কের পরামর্শ মানেননি, তার পরেই বলেই ইংল্যান্ডকে উইকেট উপহার দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ঠিক এরকম। তখন জ্যাক ক্রাওলিকে নিয়ে নাজেহাল টিম ইন্ডিয়া। ক্রাওলি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। জনি বেয়ারস্টোর সঙ্গে জুটি বেঁধে ফেলেছেন।

সেই সময় রোহিত কুলদীপকে পরামর্শ দেন কোনও একজন ফিল্ডারকে কাছে এগিয়ে আনতে। যাতে, ক্যাচ ধরা যায়। কিন্তু, কুলদীপ তাঁর অধিনায়কের পরামর্শ না মেনে ফিল্ডারকে বাউন্ডারিতেই রাখতে বলেন। এরপর ওই জায়গা দিয়েই ক্রাউলি চার মারার চেষ্টা চালান। সেই সময় কুলদীপের বলে তিনি উইকেট হারান।

গোটা বিষয়টি ধারাভাষ্যকার দীনেশ কার্তিক (ডিকে) শ্রোতাদের সামনে তুলে ধরেন। ডিকে দর্শকদের জানান, রোহিত আসলে কুলদীপকে জিজ্ঞাসা করেছিলেন, ফিল্ডাররা যে জায়গায় আছেন, সেখানেই থাকবেন কি না। জবাবে কুলদীপ জানান, ওইখানেই থাকুক। তিনি মিড অফকে আরও একটু পিছিয়ে দিতে বলেন। এর পরের বলেই জ্যাক ক্রাওলি কভার দিয়ে চার মারার চেষ্টা চালান। কিন্তু, কুলদীপের বল তাঁর স্ট্যাম্পে ধাক্কা মারে।

আরও পড়ুন- ‘হিরো’ হতে চাইলেন সরফরাজ, মাঠেই ধমকে প্রাণ বাঁচালেন রোহিত! দেখুন বড় ভিডিও

শুধু ক্রাওলিই নয়। কুলদীপ ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের উইকেটও নিয়েছেন। টম হার্টলি এবং অলি রবিনসনকে তিনি ফেরত পাঠান। তবে, এই সব উইকেটগুলো পাওয়ার পাশাপাশি রাঁচির রবিবার রোহিত আর কুলদীপের ফিল্ডিং সাজানো নিয়ে দ্বিমতকেও বেশ গুরুত্ব দিচ্ছে। কারণ, এর আগে বিশাখাপত্তনমেও দুজনকে এমন এক অদ্ভুত পরিস্থিতিতে দেখা গিয়েছিল। সেখানে কুলদীপের উদ্দেশ্যে ব্যাঙ্গাত্মকভাবে তালি দিতে দেখা গিয়েছিল রোহিতকে।

Test cricket Indian Cricket Team England Cricket Team
Advertisment