Advertisment

Kuldeep Yadav: ১০০ বছরে এরকম পারফরম্যান্স একবার-ই হয়! কুলদীপের আঙুলে ফের ক্ষত-বিক্ষত ইংল্যান্ড

Kuldeep Yadav wickets: রাঁচি টেস্টে নজরকাড়া আকাশ দীপ জায়গা পাননি ভারতের শুরুর এগারোয়। জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ দুজনে উইকেটের জন্য মাথা খুঁড়ে মরলেন। তবে কুলদীপ-অশ্বিনের ঘূর্ণিতে শেষ হয়ে গেল বেন স্টোকসের দল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kuldeep Yadav, Kuldeep Yadav 5 wickets, India vs England

Kuldeep Yadav against England: অনবদ্য বোলিং কুলদীপের, দাঁড়াতেই।পারল না ইংল্যান্ড (টুইটার)

India vs England 5th test at Dharamshala: বলা হচ্ছিল কন্ডিশনের জন্য ধর্মশালায় ফাস্ট বোলাররা বাজিমাত করবে। তবে টসে জিতে প্ৰথমে ব্যাট করতে নামা ইংরেজরা হাবুডুবু খেল সেই ঘূর্ণির যাঁতাকলে। মাত্র ২১৮ রানে ইংল্যান্ডের ব্যাটিং খতম হয়ে গেল ধর্মশালায়। আর বিপক্ষের ১০ উইকেটই নিল ভারতীয় স্পিনাররা।

Advertisment

রাঁচি টেস্টে নজরকাড়া আকাশ দীপ জায়গা পাননি ভারতের শুরুর এগারোয়। জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ দুজনে উইকেটের জন্য মাথা খুঁড়ে মরলেন। তবে কুলদীপ-অশ্বিনের ঘূর্ণিতে শেষ হয়ে গেল বেন স্টোকসের দল।

প্ৰথম সেশনে ম্যাচে ভালোমতোই জাঁকিয়ে বসেছিল ইংল্যান্ড। ইংল্যান্ড লাঞ্চে গিয়েছিল ১০০/২ স্কোরে। তবে দ্বিতীয় সেশনে তাসের ঘরের মত ভেঙে পড়ল ইংরেজদের ব্যাটিং। বাকি ১১৮ রান যোগ করার ফাঁকেই ইংল্যান্ড হারাল একের পর এক উইকেট। বুমরা এবং সিরাজ দুজনেই ধর্মশালার পিচে বিবর্ণ ছিলেন। তবে কুলদীপের হাতে রোহিত বল তুলে দেওয়ার পরেই ম্যাচের রং বদলে গেল নিমেষে। টপ অর্ডারের প্ৰথম তিন ব্যাটারই তারকার শিকার। এরপরে জো রুটকে ফেরান জাদেজা।

১৫ ওভারে ৭২ রানের বিনিময়ে কুলদীপ তুলে নেন ৫ উইকেট। শততম টেস্ট খেলতে নেমেছিলেন অশ্বিনও। তিনিও সেঞ্চুরি টেস্ট স্মরণীয় করে রাখলেন ৪ উইকেট নিয়ে। ১১.৪ ওভারে ৫১ রান খরচের বিনিময়ে অশ্বিনের শিকার চার ব্যাটার।

লাঞ্চের আগে ভালো পার্টনারশিপ গড়ে তুলেছিলেন জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। তবে শতরানের দিকে ছুটতে থাকা এই জুটিতে ভাঙন ধরান কুলদীপ যাদব। কপিল দেবে র সেই বিশ্বকাপের আলোড়ন ফেলে দেওয়া সদৃশ ক্যাচে শুভমান গিল মাতিয়ে দেন ধর্মশালা। এর পরে লাঞ্চের ঠিক আগেই আউট হয়ে যান অলি পোপ। ঘাতক সেই কুলদীপ।

এরপরে ৭৮ রানে ব্যাটিং করতে থাকা জ্যাক ক্রলিকে স্বপ্নের ডেলিভারিতে বোল্ড করেন কুলদীপ। অফস্ট্যাম্পের বাইরে পিচ করে বল লেগ স্ট্যাম্প নাড়িয়ে দেয়। একশতম টেস্ট খেলতে নামা জনি বেয়ারস্টো দর্শকদের বিনোদন দিচ্ছিলেন বিগ হিটে। এই বেয়ারস্টোকে ফিরিয়েই কুলদীপ নিজের টেস্ট কেরিয়ারের ৫০ তম শিকার সম্পন্ন করে ফেলেন। কুলদীপের পঞ্চম শিকার স্বয়ং বেন স্টোকস। উইকেটের সামনেই কুলদীপের ডেলিভারি পেয়ে গিয়েছিল স্টোকসকে। রিভিউয়ে নিয়েও রক্ষা পাননি ইংরেজ অধিনায়ক।

Indian Team Ravichandran Ashwin Kuldeep Yadav England Cricket Team Indian Cricket Team
Advertisment