Advertisment

Ravichandran Ashwin: প্রাক্তনদের সম্মানই দিতে জানে না! ফোন কেটে দিতেই অশ্বিনের নামে মারাত্মক কুৎসা টিম ইন্ডিয়ার প্রাক্তনের

Ravichandran Ashwin 100th test at Dharamshala: প্রাক্তন স্পিনার নিজের বক্তব্যের সঙ্গে আরও জুড়ে দেন, "একমাত্র সংস্কৃতি সম্পন্ন ব্যক্তিদের কাছ থেকেই শ্রদ্ধা পাওয়া যায়। যাইহোক, এর আগে ওঁর বোলিং একশনের সামান্য রদবদল ঘটানোর জন্য টুইট করেছিলাম। কোনওভাবেই ওঁর সমালোচনা করতে চাইনি। মানুষ যদি এটা বুঝত!"

author-image
IE Bangla Sports Desk
New Update
Ravichandran Ashwin, Ashwin 100 test, India vs England

R Ashwin records: শততম টেস্টে খেলতে নামছেন রবিচন্দ্রন অশ্বিন (টুইটার)

India vs England test series: অতীতে দুজনের সম্পর্কে তিক্ততা ছিলই। সেই খারাপ সম্পর্ক আবার-ও বেআব্রু হয়ে গেল রেকর্ড ম্যাচের আগেই। ধর্মশালাতেই একশোতম টেস্ট খেলতে নামছেন রবিচন্দ্রন অশ্বিন। তার আগেই তাঁর বিরুদ্ধে মুখ খুললেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ। টুইটারে সরাসরি অভিযোগ জানিয়ে লিখে দিলেন, তিনি অশ্বিনকে শততম টেস্টের জন্য শুভেচ্ছা বার্তা জানাতে গিয়েছিলেন। তবে তাঁর ফোন ধরা হয়নি। মেসেজের সৌজন্য জবাব-ও পাননি। ৫৮ বছরের দক্ষিণী স্পিনার লিখেছেন, "১০০ তম টেস্টের শুভেচ্ছা জানানোর জন্য কয়েকবার ওঁকে ফোনে চেষ্টা করেছিলাম। রিং হয়ে হয়ে ফোন কেটে গেল। একটা মেসেজও পাঠালাম। কোনও রিপ্লাই পেলাম না। আমরা প্রাক্তনীরা এভাবেই সম্মান পেয়ে থাকি!"

Advertisment

প্রাক্তন স্পিনার নিজের বক্তব্যের সঙ্গে আরও জুড়ে দেন, "একমাত্র সংস্কৃতি সম্পন্ন ব্যক্তিদের কাছ থেকেই শ্রদ্ধা পাওয়া যায়। যাইহোক, এর আগে ওঁর বোলিং একশনের সামান্য রদবদল ঘটানোর জন্য টুইট করেছিলাম। কোনওভাবেই ওঁর সমালোচনা করতে চাইনি। মানুষ যদি এটা বুঝত!"

নেটিজেনরা অনেকেই অশ্বিনের পাশে দাঁড়িয়ে লক্ষ্মণ শিবরামকৃষ্ণণকে একহাত নিয়েছেন। তবে পাল্টা একহাত নিয়েছেন অতীতের নামজাদা এই স্পিনার-ও। পাল্টা প্ৰশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, "তোমরা কি সকলে আমার থেকেও টিম ইন্ডিয়ার হয়ে বেশি ক্রিকেট খেলেছ, ৯ টেস্ট, ১৬ ওয়ানডে?

আরও পড়ুন: শেওয়াগের থেকেও ভালো ওপেনার মুরলি বিজয়! বিস্ফোরক যুক্তিতে বীরুকে অপমানের রাস্তায় হাঁটলেন শাস্ত্রী

শিবরামকৃষ্ণণ অতীতেও অশ্বিনকে সমালোচনায় দীর্ণ করেছেন। বোলিং একশন তো বটেই সেনা-দেশে অশ্বিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই সময় তিনি লেখেন, "ভারতীয় ব্যাটাররা স্পিনের বিপক্ষে হাবুডুবু খাচ্ছে। কারণ ভারতের পিচে অশ্বিনের জন্যই কারসাজি করা থাকে। সেনা দেশে ওঁর রেকর্ড একবার মিলিয়ে দেখা হোক।" এমনকি অশ্বিনকে পরিসংখ্যান-ভিত্তিক বোলার বলেও ব্যঙ্গ করেন।

এখানেই না থেমে শিবরামকৃষ্ণণ বলেন, ২০১১-য় সিএসকেতে ধোনির অধীনে না খেললে জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য অশ্বিনকে আরও বেশিদিন অপেক্ষা করতে হত। "সেই সময় হরভজন সেরা ছন্দে ছিল। সিএসকে, এমএসডি না থাকলে ওঁর অপেক্ষার বহর বাড়ত। ভারতের হয়ে খেলল। তারপর ইন্ডিয়া সিমেন্টস (সিএসকে) ছেড়ে দিয়ে প্রতিপক্ষ কোম্পানি চেমপ্ল্যাস্ট-এ নাম লেখাল। ওহ, গ্রেট ম্যান-এর তরফ থেকে কী অসাধারণ আনুগত্য! ওঁর জন্য অবশ্যই মন্দির বানানো উচিত। সাদা বলের রাজ্য ক্রিকেট টুর্নামেন্ট জুড়ে লেগস্পিন করে গেল। অন্য কেউ হলে ঘাড়ধাক্কা খেত!" বলেন শিবরামকৃষ্ণণ।

Indian Cricket Team Ravichandran Ashwin Indian Team Test cricket
Advertisment