/indian-express-bangla/media/media_files/2025/01/22/Vf7iBaoogeJLvmmKpq8q.jpg)
India vs England 1st t20I lHighlights updates: হাড্ডাহাড্ডি ম্যাচে ইডেনে ভারত-ইংল্যান্ড (গ্রাফিক্স: সন্দীপন দে)
England vs India, 1st T20I Score card Updates from Eden Gardens, Kolkata: টি২০ সিরিজের প্রথম ম্যাচে ইডেনে ইংল্য়ান্ডকে ৭ উইকেটে হারাল টিম ইন্ডিয়া।
ইংল্যান্ডের ১৩২ রান তাড়া করতে গিয়ে পরপর সঞ্জু স্যামসন ও অধিনায়ক সূর্যকুমার যাদবকে হারাল ভারত। তার মধ্যে সঞ্জু ২০ বলে ৪টি চার এবং ১টি ছয়-সহ ২৬ রান করেছেন। আর, টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব ৩ বলে বিনা রানেই আউট হয়েছেন। জোফ্রা আর্চারের বলে সঞ্জুর ক্যাচ ধরেছেন গাস অ্যাটকিনসন। আর, আর্চারের বলেই সূর্যের ক্যাচ ধরেছেন ফিল সল্ট। কিন্তু, এরপর ভারতকে জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নেন অভিষেক শর্মা। ভারতকে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দিয়ে আউট হন অভিষেক। তিনি ৩৪ বলে ৭৯ রান করেন। ইনিংসে আছে ৫টি চার এবং ৮টি ছয়। আদিল রশিদের বলে অভিষেকের ক্যাচ ধরেন হ্যারি ব্রুক। তিলক ভার্মা ১৬ বলে ৩টি চার-সহ ১৯ রান এবং হার্দিক পান্ডিয়া ৪ বলে ৩ রান করে অপরাজিত থেকে যান।
এর আগে ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনসে ২০ ওভারে ১০ উইকেটে ১৩২ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নেমেছিলেন বেন ডাকেট ও ফিল সল্ট। ৩ বল খেলে বিনা রানেই ফিরে যান সল্ট। অর্শদীপের বলে তাঁর ক্যাচ ধরেন উইকেটরক্ষক সঞ্জু স্যামসন। ৪ বলে ৪ রান করে ফিরে যান অপর ওপেনার বেন ডাকেট। অর্শদীপ সিংয়ের বলে ডাকেটের ক্যাচ ধরেন রিংকু সিং।
পরপর দুটো উইকেট নেন বরুণ চক্রবর্তী। প্রথমে তিনি ফেরান হ্যারি ব্রুককে। ১৪ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ১৭ রান করেছিলেন হ্যারি ব্রুক। তিনি বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন। এরপরই বরুণ ফিরিয়ে দেন লিয়াম লিভিংস্টোনকে। ২ বলে বিনা রানে বরুণের বলে বোল্ড হন লিভিংস্টোন। জ্যাকব বেথেলকে ফেরান হার্দিক পান্ডিয়া। ১৪ বলে ৭ রান করে ফিরে যান বেথেল। পান্ডিয়ার বলে তিনি অভিষেক শর্মার হাতে ধরা পড়েন।
জেমি ওভারটনকে ফেরান অক্ষর প্যাটেল। ৪ বলে ২ রান করেন ওভারটন। তিনি অক্ষর প্যাটেলের বলে নীতীশকুমার রেড্ডির হাতে ধরা পড়েন। গাস অ্যাটকিনসনকে ফেরান অক্ষর প্যাটেল। ১৩ বলে ২ রান করেছেন অ্যাটকিনসন। অক্ষর প্যাটেলের বলে সঞ্জু স্যামসন স্ট্যাম্পে বল লাগিয়ে তাঁকে আউট করেন। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে ফেরান বরুণ চক্রবর্তী। ৪৪ বলে ৬৮ রান করেছেন বাটলার। মেরেছেন ৮টি চার এবং ২টি ছয়। বরুণ চক্রবর্তীর বলে তিনি নীতীশকুমার রেড্ডির হাতে ধরা পড়েন। হার্দিক পান্ডিয়ার বলে আউট হন জোফ্রা আর্চার। তিনি ১০ বলে ১টি চার-সহ ১২ রান করেছেন। হার্দিকের বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন জোফ্রা। ব্যক্তিগত ১ বলে ১ রান করার পর সঞ্জু স্যামসন রান আউট করেন মার্ক উডকে।
এর আগে জস বাটলারের ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। এদিন মহম্মদ শামিকে ছাড়াই নেমেছিল টিম ইন্ডিয়া। ৫টি টি২০ এবং তার পরে ৩টি ওয়ানডে নিয়ে সাদা বলের এই দুটি সিরিজ আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত এবং ইংল্যান্ড, দুই দলের কাছেই নিজেদের যাচাই করার মঞ্চ।
ইংল্যান্ড একাদশ
বেন ডাকেট, ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।
ভারত একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশকুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
-
Jan 22, 2025 22:05 IST
IND vs ENG 1st T20 Live Score: ইডেনে ৭ উইকেটে জয়ী টিম ইন্ডিয়া
ইডেনে টি২০ সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। তিলক ভার্মা ১৬ বলে ৩টি চার-সহ ১৯ রান এবং হার্দিক পান্ডিয়া ৪ বলে ৩ রান করে অপরাজিত থেকে যান।
-
Jan 22, 2025 21:56 IST
IND vs ENG 1st T20 Live Score: অভিষেক শর্মা আউট
ভারতকে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দিয়ে আউট হলেন অভিষেক শর্মা। তিনি ৩৪ বলে ৭৯ রান করেছেন। ইনিংসে আছে ৫টি চার এবং ৮টি ছয়। আদিল রশিদের বলে অভিষেকের ক্যাচ ধরেন হ্যারিব্রুক।
-
Jan 22, 2025 21:47 IST
IND vs ENG 1st T20 Live Score: ভারতের ১০০
১০ ওভারে ২ উইকেটে ১০০ টিম ইন্ডিয়া। ক্রিজে আছেন অভিষেক শর্মা ও তিলক ভার্মা।
-
Jan 22, 2025 21:40 IST
IND vs ENG 1st T20 Live Score: অভিষেকের অর্ধশতক
২০ বলে ৫১ রান করেছেন অভিষেক শর্মা। ইনিংসে আছে ৩টি চার এবং ৬টি ছয়। তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে ৫০ রানের পার্টনারশিপও ইতিমধ্যে গড়ে তুলেছেন।
-
Jan 22, 2025 21:22 IST
IND vs ENG 1st T20 Live Score: পরপর সঞ্জু, সূর্যকে হারাল ভারত
ইংল্যান্ডের ১৩২ রান তাড়া করতে গিয়ে প্রায় পরপরই সঞ্জু স্যামসন ও অধিনায়ক সূর্যকুমার যাদবকে হারাল ভারত। তার মধ্যে সঞ্জু ২০ বলে ৪টি চার এবং ১টি ছয়-সহ ২৬ রান করেছেন। আর, টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব ৩ বলে বিনা রানেই আউট হয়েছেন। জোফ্রা আর্চারের বলে সঞ্জুর ক্যাচ ধরেছেন গাস অ্যাটকিনসন। আর, আর্চারের বলেই সূর্যের ক্যাচ ধরেছেন ফিল সল্ট।
-
Jan 22, 2025 20:44 IST
IND vs ENG 1st T20 Live Score: ইংল্যান্ড ২০ ওভারে ১০ উইকেটে ১৩২
ইংল্যান্ডের ইনিংস শেষ হল ১৩২ রানে। এর আগে ১০ম উইকেটের পতন ঘটে। হার্দিক পান্ডিয়ার বলে আউট হন জোফ্রা আর্চার। তিনি ১০ বলে ১টি চার-সহ ১২ রান করেছিলেন। হার্দিকের বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন জোফ্রা। ব্যক্তিগত ১ বলে ১ রান করার পর সঞ্জু স্যামসন রান আউট করেন মার্ক উডকে।
-
Jan 22, 2025 20:25 IST
IND vs ENG 1st T20 Live Score: ইংল্যান্ডের ৮ম উইকেটের পতন
ইংল্যান্ডের ৮ম উইকেটের পতন। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে ফেরালেন বরুণ চক্রবর্তী। ৪৪ বলে ৬৮ রান করেছেন বাটলার। মেরেছেন ৮টি চার এবং ২টি ছয়। বরুণ চক্রবর্তীর বলে তিনি নীতীশকুমার রেড্ডির হাতে ধরা পড়েন।
-
Jan 22, 2025 20:21 IST
IND vs ENG 1st T20 Live Score: ইংল্যান্ডের ৭ম উইকেটের পতন
ইংল্যান্ডের ৭ম উইকেটের পতন ঘটল। গাস অ্যাটকিনসনকে ফেরালেন অক্ষর প্যাটেল। ১৩ বলে ২ রান করেছেন অ্যাটকিনসন। অক্ষর প্যাটেলের বলে সঞ্জু স্যামসন স্ট্যাম্পে বল লাগিয়ে তাঁকে আউট করেন।
-
Jan 22, 2025 20:12 IST
IND vs ENG 1st T20 Live Score: ইংল্যান্ডের ৬ষ্ঠ উইকেটের পতন
ইংল্যান্ডের ৬ষ্ঠ উইকেটের পতন ঘটল। জেমি ওভারটনকে ফেরালেন অক্ষর প্যাটেল। ৪ বলে ২ রান করেছেন ওভারটন। তিনি অক্ষর প্যাটেলের বলে নীতীশকুমার রেড্ডির হাতে ধরা পড়েন।
-
Jan 22, 2025 20:06 IST
IND vs ENG 1st T20 Live Score: ইংল্যান্ডের ৫ম উইকেটের পতন
ইংল্যান্ডের ৫ম উইকেটের পতন ঘটল। জ্যাকব বেথেলকে ফেরালেন হার্দিক পান্ডিয়া। ১৪ বলে ৭ রান করে ফিরে গেলেন বেথেল। পান্ডিয়ার বলে তিনি অভিষেক শর্মার হাতে ধরা পড়েন।
-
Jan 22, 2025 20:04 IST
IND vs ENG 1st T20 Live Score: হাফ সেঞ্চুরি বাটলারের
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার হাফ সেঞ্চুরি করলেন। তিনি ৩৪ বলে ৫০ রান করেছেন। মেরেছেন ৬টি চার এবং ১টি ছয়।
-
Jan 22, 2025 19:45 IST
IND vs ENG 1st T20 Live Score: ইংল্যান্ডের ৪র্থ উইকেটের পতন
পরপর দুটো উইকেট নিলেন ভারতীয় দলের বোলার বরুণ চক্রবর্তী। প্রথমে তিনি ফেরান হ্যারি ব্রুককে। ১৪ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ১৭ রান করেছিলেন হ্যারি ব্রুক। তিনি বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন। এরপরই বরুণ ফিরিয়ে দেন লিয়াম লিভিংস্টোনকে। ২ বলে বিনা রানে বরুণের বলে বোল্ড হন লিভিংস্টোন।
-
Jan 22, 2025 19:42 IST
IND vs ENG 1st T20 Live Score: ইচ্ছা থাকলেও ঘরের মাঠে ফিরতে পারলেন না শামি
ইচ্ছা থাকলেও ঘরের মাঠ ইডেনে ভারতীয় দলে ফেরার সুযোগ পেলেন না পেসার মহম্মদ শামি। যা দেখে বিশেষজ্ঞরা অনেকেই হতাশ হয়েছেন। দীর্ঘ ১৪ মাস পরে জাতীয় দলে ফিরেছেন বাংলার বোলার। কিন্তু, তাঁকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখল গম্ভীরের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। পাশাপাশি রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছে ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর ও হর্ষিত রানাকেও। কেকেআরের হর্ষিতের কাছেও ইডেন ঘরের মাঠ। তারপরও এমন সিদ্ধান্ত নিয়েছে গম্ভীরের টিম ম্যানেজমেন্ট।
-
Jan 22, 2025 19:29 IST
IND vs ENG 1st T20 Live Score: পান্ডিয়াকে বেধড়ক পেটাচ্ছেন বাটলার
হার্দিক পান্ডিয়া ২ ওভারে ২৭ রান দিয়েছেন। তাঁকে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বেধড়ক পেটাচ্ছেন। ১৯ বলে ৬টি চার-সহ ৩১ রান করেছেন বাটলার।
-
Jan 22, 2025 19:19 IST
IND vs ENG 1st T20 Live Score: এবার ডাকেটকে ফেরালেন অর্শদীপ
৪ বলে ৪ রান করে ফিরে গেলেন ইংল্যান্ডের অপর ওপেনার বেন ডাকেট। তিনি ১টি চার মেরেছেন। অর্শদীপ সিংয়ের বলে ডাকেটের ক্যাচ ধরেছেন রিংকু সিং।
-
Jan 22, 2025 19:12 IST
IND vs ENG 1st T20 Live Score: শুরুতেই সাফল্য, সল্টকে ফেরালেন অর্শদীপ
ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নেমেছিলেন বেন ডাকেট ও ফিল সল্ট। ভারতের বোলিংয়ের সূচনা করেছেন অর্শদীপ সিং। আর, শুরুতেই সাফল্য পান অর্শদীপ। তিনি ফিরিয়ে দেন ওপেনার ফিল সল্টকে। ৩ বল খেলে বিনা রানেই ফিরে গিয়েছেন সল্ট। তাঁর ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক সঞ্জু স্যামসন।
-
Jan 22, 2025 19:01 IST
IND vs ENG 1st T20 Live Score: কী বললেন ইংল্যান্ড অধিনায়ক?
জস বাটলার বলেছেন, 'পিচ ঠিকই আছে। আমি নিশ্চিত, ভালো ম্যাচ হবে। আউটফিল্ডে শিশির থাকবে। এটা দারুণ মাঠ, এই পরিবেশে ভারতের বিরুদ্ধে খেলাটা সম্মানের। সবাই ভালো খেলছে। একসঙ্গে থেকে আমরা অনেক কিছু শিখেছি। ম্যাককালামের বিস্তর অভিজ্ঞতা। এই ম্যাচ একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমরা প্রস্তুত। দুই দলেই বেশ ভালো ক্রিকেটার আছে।'
-
Jan 22, 2025 18:57 IST
IND vs ENG 1st T20 Live Score: কী বললেন ভারত অধিনায়ক?
সূর্যকুমার যাদব বলেছেন, 'আমরা প্রথমে বোলিং করব। উইকেট চটচটে ভাল আছে। পরে শিশির পড়বে। পরে আরও শক্ত হবে। ছেলেরা ভালো প্রস্তুতি নিয়েছে। আমরা, এই সিরিজের জন্যই অপেক্ষা করছিলাম। দুই দলের মধ্যে এক দুর্দান্ত খেলা হবে। নিজেদের শক্তি ধরে রাখাই এখন আমাদের প্রথম লক্ষ্য।'
-
Jan 22, 2025 18:50 IST
IND vs ENG 1st T20 Live Score: একনজরে ভারত ও ইংল্যান্ড দল
ইংল্যান্ড একাদশ
বেন ডাকেট, ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।ভারত একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশকুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী। -
Jan 22, 2025 18:40 IST
IND vs ENG 1st T20 Live Score: নমস্কার! ভারত-ইংল্যান্ড টি২০ ম্যাচে ইডেনে স্বাগত
টস জিতল ভারত। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার।