রাঁচিতে ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে দুর্দান্ত পারফর্ম করেছেন ইংল্যান্ডের শোয়েব বশির। প্রথম ইনিংসে পাঁচ উইকেট সহ ম্যাচে আট উইকেট নেন তিনি। ২০ বছরের এই তরুণ তুর্কি চলতি সিরিজে ইংল্যান্ডের আবিষ্কার। মাত্র দুটো টেস্ট খেলেই নিজের জাত চেনাতে ভুল করেননি তারকা।
এরপরেই ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন আবার একধাপ এগিয়ে অশ্বিনের সঙ্গেই তুলনা করতে শুরু করে দিয়েছেন। "একটি দুর্দান্ত সপ্তাহ কাটল। শোয়েব বশিরের মত আরেক বিশ্ব-মানের সুপারস্টারের সন্ধান পেয়েছি, যা উদযাপন করার মতই বিষয়। দ্বিতীয় টেস্ট ম্যাচেই ওঁর শিকার আট উইকেট। ও আমাদের নতুন রবি অশ্বিন। ওঁকে আমরাই খুঁজে বের করেছি। তাই নতুন সুপারস্টারের সাফল্য ইংলিশ ক্রিকেট উদযাপন করছে,” ভন ক্লাব প্রেইরি ফায়ারের ইউটিউব চ্যানেলে বলেছেন এমনটাই।
কাউন্টি ক্রিকেটে সুযোগ পেতে হবে
টম হার্টলি এবং বশির দুজনেরই চলতি সিরিজের আগে প্রথম-শ্রেণির ক্রিকেটে একদম অল্পই অভিজ্ঞতা ছিল। তবে, দুজনেই নিজেদের সীমিত অভিজ্ঞতা সত্ত্বেও ভারত সফরে দুর্ধর্ষভাবে নিজেদের মেলে ধরেছেন। গ্রেম সোয়ান-মন্টি পানেসর জুটির পর বহুদিন ইংলিশ ক্রিকেট স্পিন জুটির সন্ধানে ছিল। ভারত সিরিজ নতুনভাবে ইংল্যান্ডকে স্বপ্ন দেখাতে শুরু করেছে।
আরও পড়ুন- বোর্ডের একের পর এক সুযোগ-সুবিধা বন্ধ! কেন্দ্রীয় চুক্তিতে বাদ পড়ে ধ্বংস হল ঈশান-শ্রেয়স ভবিষ্যৎ
ঘটনা হল, হার্টলি এবং বশির দুজনেই ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে লাল বলের ক্রিকেটে নিজেদের দলে প্ৰথম পছন্দের স্পিনার নন। ইংল্যান্ডের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলেছেন, কাউন্টিতে ওঁরা আরও সুযোগ না পেলে খারাপ লাগবে। তবে আমরা কাউন্টি দলগুলিকে চাপ দেব না। তাঁদের নিজস্ব প্ল্যানিং রয়েছে। তবে ভারত সফরে ওঁরা যা পারফর্ম করেছে তাতে ওঁরা কাউন্টিতে পর্যাপ্ত সুযোগ না পেলে রাগ হওয়াটা স্বাভাবিক।"
"তবে ওঁরা বেশি সুযোগ পেয়ে দ্রুতগতিতে উন্নতির অবকাশ পেলে সেটা ভালো বিষয় হবে। কাউন্টি দলের হয়ে হোক বা ইংল্যান্ডের জাতীয় দল- ওঁদের খেলার মধ্যে রাখতে হবে। আমরাও যতটা সম্ভব ওঁদের সুযোগ দিয়ে যাব। কারণ ওঁরা এমন দুই তারকা যাঁরা আন্তর্জাতিক পর্যায়ের জন্য বেশ উপযুক্ত। মানসিকভাবেও ওঁরা বেশ শক্তপোক্ত।"