Shami-Suryakumar: ইংল্যান্ড সিরিজে নেই শামি, বিদেশে যাচ্ছেন সূর্যকুমার! বড় আপডেট বোর্ডের তরফ থেকে

Mohammed Shami Suryakumar Yadav : শামি এখনও বোলিং শুরু করেননি। উনি এনসিএ'তে গিয়ে নিজের ফিটনেস পরীক্ষা দেবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্ৰথম দুই টেস্টে ওঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। সূর্যকুমার যাদবের ফিট হয়ে উঠতে আরও সময় প্রয়োজন।

Mohammed Shami Suryakumar Yadav : শামি এখনও বোলিং শুরু করেননি। উনি এনসিএ'তে গিয়ে নিজের ফিটনেস পরীক্ষা দেবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্ৰথম দুই টেস্টে ওঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। সূর্যকুমার যাদবের ফিট হয়ে উঠতে আরও সময় প্রয়োজন।

IE Bangla Web Desk & Subhasish Hazra
New Update
team-india

টিম ইন্ডিয়া (টুইটার)

জানুয়ারির ২৫ তারিখ থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের ইংল্যান্ড সিরিজ। সেই সিরিজে সম্ভবত খেলতে পারবেন না মহম্মদ শামি (Mohamemd Shami)। গোড়ালিতে ইনজুরির পর তিনি এখনও বোলিং শুরু করেননি। আরও একটা আপডেট, বিশ্বের একনম্বর টি২০ ব্যাটার সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনে আরও সময় লাগতে পারে। জানা যাচ্ছে, তাঁর হার্নিয়া হয়েছে। অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। আইপিএলের আগেই তিনি ফিট হয়ে উঠবেন বলে জানা যাচ্ছে।

Advertisment

শামি এখনও বোলিং শুরু করেননি। উনি এনসিএ'তে গিয়ে নিজের ফিটনেস পরীক্ষা দেবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্ৰথম দুই টেস্টে ওঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। সূর্যকুমার যাদবের ফিট হয়ে উঠতে আরও সময় প্রয়োজন। হার্নিয়া অস্ত্রোপচারের পর অনুশীলন শুরু করতেই আরও আট-নয় সপ্তাহ লাগবে। বোর্ডের তরফে সূর্যকুমারের হার্নিয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে। প্রয়োজনে অস্ত্রোপচারের জন্য বিদেশেও পাঠানো হতে পারে স্কাই-কে।

আরও পড়ুন- Cheteshwar Pujara: গিল-শ্রেয়সের ওপর চাপ আরও জোরালো! রঞ্জিতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচকদের বার্তা পূজারার

শামিকে বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট স্কোয়াডে রাখা হয়েছিল ফিটনেসের শর্তাবলী সমেত। পরের বোর্ডের তরফে জানানো হয়, টেস্ট সিরিজে শামির অংশগ্রহণ নির্ভর করছিল তাঁর ফিটনেসের ওপর। বোর্ডের মেডিকেল টিম শামিকে খেলার অনুমোদন দেয়নি।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে, শামির প্রত্যাবর্তন নিয়ে বোর্ড মোটেই তাড়াহুড়ো করবে না। কারণ ইংল্যান্ডের বিপক্ষে ভারত খেলবে ঘরের মাঠে। সিরাজ-বুমরা দুজনেই থাকছেন। ঘরের মাঠে ঘূর্ণি পিচে এমনিতেই ভারতীয় পেসারদের তুলনায় স্পিনাররা বেশি কার্যকরী হন। তাই শামিকে না পাওয়া গেলেও সমস্যা নেই। পুরো ফিট হয়েই যেন শামি যোগ দেন জাতীয় দলে। এমনটাই চাওয়া হচ্ছে বোর্ডের তরফ থেকে।

BCCI Mohammed Shami Indian Cricket Team Indian Team Suryakumar Yadav