India vs England series 2024: চলতি সিরিজে ইংল্যান্ডের নেমেসিস হয়ে ধরা দিয়েছেন যশস্বী জয়সোয়াল। পরপর দুটো টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে জয়সওয়ালের ব্যাট ভারতকে ২-১ ব্যবধানে এগিয়ে দিতে সাহায্য করেছে। আগ্রাসী ব্যাটিংয়ে ইংরেজ বোলারদের নাভিশ্বাস তুলে দিয়েছেন মুম্বইয়ের বাঁ হাতি।
আর জয়সোয়ালের বিস্ফোরক ব্যাটিংয়ের নেপথ্যে নাকি ইংল্যান্ডের বাজবলের প্রভাব। এমনই অদ্ভুত দাবি করলেন বেন ডাকেট। তৃতীয় টেস্টের তৃতীয় দিনে যশস্বী ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর ইংরেজ ওপেনার বলে দিয়েছেন, "প্রতিপক্ষ দলের কাউকে যখন এরকম খেলতে দেখ, তখন তৎক্ষণাৎ মনে হয় আমাদের-ও কিছুটা কৃতিত্ব প্রাপ্য। অন্যরা যেভাবে টেস্ট খেলে তা থেকে কতটা আলাদা এই ধরণের ক্রিকেট!"
আর জয়সোয়ালের ব্যাটিংয়ের কৃতিত্ব ইংরেজরা দাবি করতেই পাল্টা দিলেন ইংল্যান্ডেরই প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। স্কাই স্পোর্টস-এর পডকাস্টে নাসের হুসেন তারকা ভারতীয়র উত্থানের নেপথ্যে তাঁর স্বভাবজাত শিক্ষা-দীক্ষাকেই কৃতিত্ব দিয়েছেন। নাসের হুসেন বলেছেন, "অবশ্যই ও (জয়সোয়াল) তোমাদের (ইংল্যান্ডের) থেকে শেখেনি। বেড়ে ওঠার সময় বাইশ গজে ও যে কঠোর পরিশ্রম করেছে, সেটাই ওঁর কাজে এসেছে। তোমরা বরং চেষ্টা ক্রোজ কিছুটা হলেও যেন ওঁর থেকে কিছু শেখা যায়। আশা করব, দলের মধ্যে কিছুটা হলেও যেন অন্তর্সমীক্ষা চলে। নাহলে মনে হয়, এটাই হয়ত বাজবলের ট্র্যাডিশন যেখানে নিজেদের দুর্বলতা নিয়ে কাটাছেঁড়া করা হয়না।"
আরও পড়ুন: ১৯ বছরের মেয়েকে টেনে ‘অপদস্থ’ ইংরেজ তারকাকে! বড় নিশানায় শাস্ত্রী-কার্তিক
এর আগে মাইকেল ভন একইভাবে ডাকেটের মন্তব্যের সমালোচনা করেছিলেন। টেলিগ্রাফ-এ নিজের কলামে ভনের বক্তব্য, "ওঁদের (ইংল্যান্ড) কথা শুনলে মনে হবে, হয়ত কোনওকিছুই ভুল নয়। জিমি আন্ডারসন বলেছিল, ইংল্যান্ড নাকি ভাইজ্যাগে ৬০০ চেজ করতে হলেও জিতবে। বেন ডাকেট আবার বলেছিল, যত বেশি লক্ষ্যমাত্রা থাকবে, ততই নাকি দলের সুবিধা। তবে ওঁরা বেশি না, মাত্র ৪৩৪ রানের তফাতে আটকে গিয়েছে। ডাকেটের মনে হয়েছে, যশস্বী জয়সোয়ালের ব্যাটিংয়ের জন্য নাকি কৃতিত্ব প্রাপ্য ইংল্যান্ডের। মনে হয়, অতীতে কোনও ব্যাটার আগ্রাসী ব্যাটিং করেনি।"
যশস্বী জয়সোয়াল বর্তমানে চলতি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬ ইনিংসে তাঁর নামের পাশে ৫৪৪ রান। ছক্কা হাঁকিয়েছেন রেকর্ড সংখ্যক ২২টি। যা দ্বিপাক্ষিক কোনও সিরিজে কোনও ব্যাটারের হাঁকানো সর্বাধিক ছক্কার নজির।
IND vs ENG: ইংরেজদের থেকেই ব্যাটিং শিখেছেন যশস্বী! বেন ডাকেটের হাস্যকর যুক্তিতে ব্যাপক মজা ক্রিকেট দুনিয়ায়
Nasser Hussain slams Ben Duckett: জয়সোয়ালের বিস্ফোরক ব্যাটিংয়ের নেপথ্যে নাকি ইংল্যান্ডের বাজবলের প্রভাব। এমনই অদ্ভুত দাবি করলেন বেন ডাকেট। তৃতীয় টেস্টের তৃতীয় দিনে যশস্বী ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর ইংরেজ ওপেনার বলে দিয়েছেন, "প্রতিপক্ষ দলের কাউকে যখন এরকম খেলতে দেখ, তখন তৎক্ষণাৎ মনে হয় আমাদের-ও কিছুটা কৃতিত্ব প্রাপ্য। অন্যরা যেভাবে টেস্ট খেলে তা থেকে কতটা আলাদা এই ধরণের ক্রিকেট!"
Nasser Hussain slams Ben Duckett: জয়সোয়ালের বিস্ফোরক ব্যাটিংয়ের নেপথ্যে নাকি ইংল্যান্ডের বাজবলের প্রভাব। এমনই অদ্ভুত দাবি করলেন বেন ডাকেট। তৃতীয় টেস্টের তৃতীয় দিনে যশস্বী ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর ইংরেজ ওপেনার বলে দিয়েছেন, "প্রতিপক্ষ দলের কাউকে যখন এরকম খেলতে দেখ, তখন তৎক্ষণাৎ মনে হয় আমাদের-ও কিছুটা কৃতিত্ব প্রাপ্য। অন্যরা যেভাবে টেস্ট খেলে তা থেকে কতটা আলাদা এই ধরণের ক্রিকেট!"
Ben Duckett comment on Yashasvi Jaiswal: যশস্বীর ব্যাটিংয়ের নেপথ্যে নাকি বাজবলের প্রভাব, বলছেন বেন ডাকেট (টুইটার)
India vs England series 2024: চলতি সিরিজে ইংল্যান্ডের নেমেসিস হয়ে ধরা দিয়েছেন যশস্বী জয়সোয়াল। পরপর দুটো টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে জয়সওয়ালের ব্যাট ভারতকে ২-১ ব্যবধানে এগিয়ে দিতে সাহায্য করেছে। আগ্রাসী ব্যাটিংয়ে ইংরেজ বোলারদের নাভিশ্বাস তুলে দিয়েছেন মুম্বইয়ের বাঁ হাতি।
আর জয়সোয়ালের বিস্ফোরক ব্যাটিংয়ের নেপথ্যে নাকি ইংল্যান্ডের বাজবলের প্রভাব। এমনই অদ্ভুত দাবি করলেন বেন ডাকেট। তৃতীয় টেস্টের তৃতীয় দিনে যশস্বী ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর ইংরেজ ওপেনার বলে দিয়েছেন, "প্রতিপক্ষ দলের কাউকে যখন এরকম খেলতে দেখ, তখন তৎক্ষণাৎ মনে হয় আমাদের-ও কিছুটা কৃতিত্ব প্রাপ্য। অন্যরা যেভাবে টেস্ট খেলে তা থেকে কতটা আলাদা এই ধরণের ক্রিকেট!"
আর জয়সোয়ালের ব্যাটিংয়ের কৃতিত্ব ইংরেজরা দাবি করতেই পাল্টা দিলেন ইংল্যান্ডেরই প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। স্কাই স্পোর্টস-এর পডকাস্টে নাসের হুসেন তারকা ভারতীয়র উত্থানের নেপথ্যে তাঁর স্বভাবজাত শিক্ষা-দীক্ষাকেই কৃতিত্ব দিয়েছেন। নাসের হুসেন বলেছেন, "অবশ্যই ও (জয়সোয়াল) তোমাদের (ইংল্যান্ডের) থেকে শেখেনি। বেড়ে ওঠার সময় বাইশ গজে ও যে কঠোর পরিশ্রম করেছে, সেটাই ওঁর কাজে এসেছে। তোমরা বরং চেষ্টা ক্রোজ কিছুটা হলেও যেন ওঁর থেকে কিছু শেখা যায়। আশা করব, দলের মধ্যে কিছুটা হলেও যেন অন্তর্সমীক্ষা চলে। নাহলে মনে হয়, এটাই হয়ত বাজবলের ট্র্যাডিশন যেখানে নিজেদের দুর্বলতা নিয়ে কাটাছেঁড়া করা হয়না।"
আরও পড়ুন: ১৯ বছরের মেয়েকে টেনে ‘অপদস্থ’ ইংরেজ তারকাকে! বড় নিশানায় শাস্ত্রী-কার্তিক
এর আগে মাইকেল ভন একইভাবে ডাকেটের মন্তব্যের সমালোচনা করেছিলেন। টেলিগ্রাফ-এ নিজের কলামে ভনের বক্তব্য, "ওঁদের (ইংল্যান্ড) কথা শুনলে মনে হবে, হয়ত কোনওকিছুই ভুল নয়। জিমি আন্ডারসন বলেছিল, ইংল্যান্ড নাকি ভাইজ্যাগে ৬০০ চেজ করতে হলেও জিতবে। বেন ডাকেট আবার বলেছিল, যত বেশি লক্ষ্যমাত্রা থাকবে, ততই নাকি দলের সুবিধা। তবে ওঁরা বেশি না, মাত্র ৪৩৪ রানের তফাতে আটকে গিয়েছে। ডাকেটের মনে হয়েছে, যশস্বী জয়সোয়ালের ব্যাটিংয়ের জন্য নাকি কৃতিত্ব প্রাপ্য ইংল্যান্ডের। মনে হয়, অতীতে কোনও ব্যাটার আগ্রাসী ব্যাটিং করেনি।"
যশস্বী জয়সোয়াল বর্তমানে চলতি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬ ইনিংসে তাঁর নামের পাশে ৫৪৪ রান। ছক্কা হাঁকিয়েছেন রেকর্ড সংখ্যক ২২টি। যা দ্বিপাক্ষিক কোনও সিরিজে কোনও ব্যাটারের হাঁকানো সর্বাধিক ছক্কার নজির।