IND vs ENG ODI fixture, Squad and live Streaming: ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ প্রস্তুতিতে নামবে ভারত এবং ইংল্যান্ড। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওডিআই সিরিজে মুখোমুখি হবে দুই দল। জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল টি২০ সিরিজে ভারতের কাছে ৪-১ ব্যবধানে পরাজিত হওয়ার ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করবে আসন্ন ওয়ানডে সিরিজে।
অন্যদিকে, ভারতীয় দলের ওয়ানডে স্কোয়াডে প্রত্যাবর্তন ঘটছে একের পর এক মহারথীর। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কে এল রাহুলরা ওভারের ফরম্যাটে ফিরছেন আসন্ন ইংল্যান্ড সিরিজেই। টি২০ বিশ্বকাপ জয়ের পর গৌতম গাম্ভীরের হাত ধরে ভারতীয় ক্রিকেটে নতুন জমানার আগমন ঘটেছে।
এই ফরম্যাটে শ্রীলঙ্কায় মাত্র তিনটি ওডিআই খেলেছে ভারত। তবে গম্ভীরের কোচিংয়ে প্ৰথম ওয়ানডে সিরিজের অভিজ্ঞতা মোটেও সুখের হয়নি টিম ইন্ডিয়ার। রোহিতের নেতৃত্বাধীন দল ২৮ বছরে প্রথমবারের মতো শ্রীলঙ্কার কাছে ওডিআই সিরিজ হেরেছিল। অন্যদিকে, ইংল্যান্ড ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে শোচনীয় পারফর্ম করেছিল। সেই হতশ্রী পারফরম্যান্স মুছে ফেলতে উদগ্রীব ইংরেজরা।
ভারত এবং ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড
ভারত ওডিআই দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ শামি
ইংল্যান্ড ওডিআই দল: জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, বেন ডাকেট, জো রুট, ফিলিপ সল্ট, জেমি স্মিথ, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, সাকিব মাহমুদ, আদিল রশিদ, মার্ক উড।
ভারত বনাম ইংল্যান্ড লাইভ স্ট্রিমিং বিবরণ: ভারত বনাম ইংল্যান্ড ওডিআই সিরিজটি স্টার স্পোর্টস এবং স্পোর্টস১৮ নেটওয়ার্কে সম্প্রচারিত হবে। ডিজনি+হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ-স্ট্রিম উপভোগ করা যাবে।