India vs England Test Series: ভারত সফরের জন্য পাক বংশোদ্ভূত ইংল্যান্ডের ক্রিকেটার শোয়েব বশিরের (Shoaib Bashir) ভিসা নিয়ে টালবাহানা ভারতের। এতেই ভারতে আসতে পারলেন না তারকা। প্ৰথম টেস্টে তাঁকে ছাড়াই নামতে হবে ইংল্যান্ড দলকে। এই নিয়ে বিতর্ক একেবারেই চরমে উঠল। হতাশ হয়ে বোমাও ফাটিয়ে দিলেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস।
ভারতে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। প্ৰথম টেস্ট শুরু হয়ে যাচ্ছে বৃহস্পতিবার থেকে। আর চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই সিরিজের জন্য তিন স্পিনার স্কোয়াডে রেখেছে ইংল্যান্ড। এর মধ্যে রয়েছেন পাক বংশোদ্ভূত অনভিজ্ঞ স্পিনার শোয়েব বশির-ও। তবে সমারসেটে খেলা এই তারকা ভিসা জটিলতায় ভারতে পা-ই রাখতে পারলেন না। ব্রিটেনের সারেতে থাকলেও বশির আদতে পাক বংশোদ্ভূত। দুবাই থেকেই নিজের দেশে উড়ে গিয়েছেন তিনি।
আরও পড়ুন: কোহলি নেই, বিপদের মুখে বড় রদবদল টিম ইন্ডিয়ার ১১-এ! ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের একাদশ হয়ত এটাই
এতেই ক্ষুব্ধ হয়ে বেন স্টোকস ইএসপিএন ক্রিকইনফো-কে বলে দিয়েছেন, "অধিনায়ক হিসেবে চূড়ান্ত হতাশ আমি। ডিসেম্বরের মাঝামাঝি আমরা স্কোয়াডের ঘোষণা করে ফেলেছিলাম। এখনও বশির এখানে আসার জন্য ভিসা পায়নি। ইংল্যান্ডের জার্সিতে ওঁর প্ৰথম টেস্টে এরকম অভিজ্ঞতা হোক, চাইনি। ওঁকে আমরা অনুভব করতে পারছি।"
"এরকম অবস্থায় ও-ই প্রথম নয়। অনেকের সঙ্গে খেলার অভিজ্ঞতা হয়েছে, যাঁরা একই ঘটনার মধ্য দিয়ে গিয়েছে। এটা ভাবতেই খারাপ লাগছে যে আমরা একজনকে নির্বাচন করলাম যে কিনা ভিসা সমস্যার জন্য ভারতে আসতে পারল না। তরুণ তারকার জন্য আমি নিজেও বিধ্বস্ত। এমন ধরণের ঘটনা রীতিমত হতাশার। অনেকেই এই সমস্যা অতিক্রম করার চেষ্টা করছে। ওঁর জন্য সত্যি খারাপ লাগছে।"
গত রবিবার আবু ধাবি থেকে ইংল্যান্ডের সমস্ত স্কোয়াড পা রেখেছে ভারতে। আবু ধাবিতেই ভারত-সিরিজের প্রস্তুতি সারছিল ইংল্যান্ড। জানা যাচ্ছে, ইংল্যান্ডের স্কোয়াডে থাকা অন্য এক পাক বংশোদ্ভূত তারকা রেহান আহমেদের এই সমস্যা হয়নি। তিনি ভারতে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডের রিজার্ভ প্লেয়ার ছিলেন। তাঁর কাছে প্রয়োজনীয় নথি আগে থেকেই রয়েছে।
আরও পড়ুন: রিঙ্কু-পূজারা নয়, বাদ বাংলার তারকাও! কোহলির জায়গায় টিম ইন্ডিয়ায় তাঁর-ই RCB সতীর্থ
২০২৩-এ অস্ট্রেলিয়ার ভারত সফরে একইভাবে ভিসা জটিলতায় পড়েছিলেন উসমান খোয়াজা। ভিসা কাণ্ড সেরে অনেক পরে ভারতে পা রাখতে হয়েছিল তাঁকে। অজি তারকার জন্ম ইসলামাবাদে। বিশ্বকাপে ভারতে আসার জন্য পাকিস্তানি দলের ভিসা ইস্যু হয়েছিল বিমান যাত্রার ঠিক একদিন আগে। এই কারণে দুবাইয়ে প্রি-সিজন ক্যাম্প-ও করতে পারেননি বাবর আজমরা।
এই জটিল পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের মুখপাত্রের বিবৃতিতে। বিবিসিকে সেই মুখপাত্র বলেছেন, "এই বিষয়ের খুঁটিনাটি আমার বলা সম্ভব নয়। তবে এর আগেও আমরা একই ধরণের ইস্যু হাইকমিশনে তুলেছি। আমরা স্পষ্ট জানিয়েছি, সমস্ত ব্রিটিশ নাগরিকদের যেন ভারত সরকার একই দৃষ্টিভঙ্গিতে দেখে। এর আগেও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা এই ঘটনার মুখে পড়েছেন। তাঁদের অভিজ্ঞতা লন্ডনের ভারতীয় দূতাবাসকে জানানো হয়েছে।"