India vs England 5th Test: অসময়ে বৃষ্টি। তাতেই পিচ প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে। একদিন আগে পর্যন্ত পিচ অগোছালো ছিল। তবে সোমবার আবহাওয়ার উন্নতি হতেই ধর্মশালায় পিচ কিউরেটররা জোর কদমে নেমে পড়েছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে। গত কয়েকদিন ধরেই পিচ প্রস্তুতকারকরা টিম ইন্ডিয়ার সঙ্গে আলোচনা সারছেন। টিম ইন্ডিয়ার ইনপুটস মেনেই পিচ তৈরির কাজ চলছে। তবে নৈসর্গিক দৃশ্য সম্বলিত এই স্টেডিয়ামে ইংল্যান্ড দলকে সম্ভবত আরও একবার স্লো টার্নারের মোকাবিলা করতে হবে।
গোটা সিরিজ জুড়েই একই ধরণের ট্র্যাকে খেলছে দুই দল। হায়দরাবাদে প্ৰথম টেস্টে অঘটনের শিকার হয়ে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। তবে তারপর ভাইজ্যাগ, রাজকোট, রাঁচিতে পরপর জিতে সিরিজ দখল করে নিয়েছে রোহিত বাহিনী। নিজেদের শক্তি-দুর্বলতা সম্পর্কে ভালোই ওয়াকিবহাল ভারত। তাই পরীক্ষিত পথেই পঞ্চম টেস্টে জয়ের জন্য নামবে ভারত। স্পিনাররা আরও একবার তুরুপের তাস হতে চলেছে।
আরও পড়ুন- ‘বিলেতের মাঠে’ পঞ্চম টেস্টে নামছে ভারত-ইংল্যান্ড! ম্যাচে নামার আগেই কাঁপুনি ভারতীয়দের
গত কয়েকদিনের অসময়ের বৃষ্টিতে গোটা আউটফিল্ড ভিজে থুপ্পুস হয়ে গিয়েছিল। তবে উন্নত জল নিষ্কাষনের মাধ্যমে আপাতত মখমলের মতই ধর্মশালার আউটফিল্ড। গত বছরের মার্চে এই ভেন্যুতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামার কথা ছিল। তবে মাঠ পুরোপুরি প্রস্তুত না থাকার কারণে হিমাচল ক্রিকেট সংস্থা সেই ম্যাচ আয়োজন করতে পারেনি। তারপর বিশ্বকাপের ম্যাচ তো বটেই এমনকি একাধিক রঞ্জি ট্রফির ম্যাচ আয়োজন করে হিমাচল ক্রিকেট সংস্থা আউটফিল্ড নিয়ে সমালোচনার থামিয়ে দিয়েছে। ভারত সিরিজ জিতে গেলেও এই ম্যাচ নিয়ে উৎসাহের কমতি নেই। ৫০০০ ইংরেজ সমর্থক আসছেন ধর্মশালায়। তাঁদের অভিজ্ঞতা স্মরণীয় করে রাখার জন্য কোমড় বেঁধে নামছে হিমাচল ক্রিকেট সংস্থা।
এদিকে, সিরিজের শেষ টেস্টে নামার আগেই বিলাসপুর জেলায় হেলিকপ্টার করে উড়ে যাচ্ছেন কোচ রাহুল দ্রাবিড় এবং ক্যাপ্টেন রোহিত শর্মা। খেল মহাকুম্ভের উদ্বোধনে হাজির থাকবেন দুজনেই। থাকবেন কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরও।
স্থানীয় মিডিয়ায় বিজেপির রাজ্য সভাপতি নরেন্দ্র আত্রি জানিয়েছেন, লুহনু গ্রাউন্ডে কবাডি, ভলিবল, ক্রিকেট, বাস্কেটবল, এথলেটিক্স সহ একাধিক ক্রীড়া কর্মকান্ডের আয়োজন করা হচ্ছে। স্টেডিয়ামে যাওয়ার রাস্তায় হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার প্রাক্তন সভাপতি অনুরাগ ঠাকুরকে স্বাগত জানিয়ে পোস্টারে ছয়লাপ করে দেওয়া হয়েছে। অনুরাগের ভাই অরুণ ধুমল বর্তমানে আইপিএল গভর্নিং বডির চেয়ারম্যান।
সোমবার ছিল ভারতীয় দলের রেস্ট ডে। বিশ্বকাপের সম্ভাব্য তারকাদের নিয়ে ফটো সেশন-ও হয়। ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে চলা টি২০ বিশ্বকাপে যাঁরা থাকতে পারেন, তাঁদের নিয়েই ফটো সেশনের ব্যবস্থা করা হয়েছিল। টেস্ট স্কোয়াডে না থাকা রিঙ্কু সিংকেও দেখা গিয়েছে ভারতীয় দলের সঙ্গে। পঞ্চম টেস্টের আগে টিম ইন্ডিয়ার প্ৰথম অনুশীলন হবে মঙ্গলবার।