বিরাট কোহলি নেই প্ৰথম দুই টেস্টে। তাঁর বদলে টিম ইন্ডিয়ার তরফে ডেকে নেওয়া হল রজত পাতিদারকে। আরসিবি তারকা আগেই টিম ইন্ডিয়া স্কোয়াডে যোগ দিয়েছিলেন হায়দরাবাদে। এবং মঙ্গলবার বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ-ও দিয়েছেন।
বিরাট কোহলি ব্যক্তিগত কারণে প্ৰথম দুই টেস্ট থেকে অব্যাহতি নেওয়ার পর থেকেই সকলের নজর ছিল নির্বাচন কমিটির ওপর। কোহলির অনুপস্থিতিতে প্ৰথম দুই টেস্টের মিডল অর্ডার সামলানোর দায়িত্ব থাকবে শুভমান গিল, কেএল রাহুল, শ্রেয়স আইয়ারদের ওপর। তবে স্কোয়াডে কোনও ব্যাক আপ ব্যাটার ছিল না। আচমকা কারোর ইনজুরি হলে জরুরিকালীন পরিস্থিতির কথা বিবেচনা করে রজত পাতিদারকে ডেকে নেওয়া হল স্কোয়াডে। হঠাৎ করে কনকাশন সাবস্টিউটের প্রয়োজন হলেও যাতে তিনি নামতে পারেন।
আট মাস পর ইনজুরি কাটিয়ে ফিরেছেন রজত পতিদার। জাতীয় দলে সমস্ত নির্বাচকদের আস্থা পেয়েই প্রবেশ করবেন তিনি। মধ্যপ্রদেশের এই ব্যাটার ঘরোয়া ক্রিকেটেও চার নম্বরে ব্যাটিং করেন। টেম্পারমেন্ট ভালো। সদর্থক দৃষ্টিভঙ্গিতে ব্যাটিং করেন তিনি।
আরও পড়ুন- বিয়ে ভাঙার দিনেই সানিয়াকে ‘অফার’ কিংবদন্তি বিদেশির! ভারতে আসতে মুখিয়ে রয়েছেন সুপারস্টার
গত সপ্তাহেই রজত পাতিদার ইংল্যান্ড লায়ন্স-এর বিরুদ্ধে ১৫১ করেছেন ভারত-এ দলের জার্সিতে। বাংলার অভিমন্যু ঈশ্বরণকে অতীতে টিম ইন্ডিয়ার ব্যাক আপ ব্যাটার হিসাবে ডেকে নেওয়া হলেও তাঁর সমস্যা একটাই। রঞ্জিতে নকআউট পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে সেভাবে রান পাননি তিনি। তাই ঈশ্বরণকে টপকে জায়গা দেওয়া হল পাতিদারকে।
রজত পাতিদারকে নেওয়ার অর্থ একটাই, নির্বাচকরা আর চেতেশ্বর পূজারার দিকে ফিরে তাকাতে চান না। তা যতই তিনি রঞ্জিতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে থাকুন। এ দল থেকে রজত পাতিদারকে ডেকে নেওয়ার জন্যই এ দলে পাতিদারের জায়গায় নেওয়া হয়েছে রিঙ্কু সিংকে।