India vs England 4th Test at Ranchi weather: রাঁচি স্টেডিয়ামে ভারত খেলতে নেমেছিল ফেভারিট হিসাবে। তবে জো রুটের দুরন্ত শতরান এবং তরুণ শোয়েব বশিরের বল হাতে অনবদ্য পারফরম্যান্সে ভারত দ্বিতীয় দিনের শেষে ব্যাকফুটে। ইংল্যান্ডের ৩৫৪ রানের জবাবে ভারত দ্বিতীয় দিনের শেষে পিছিয়ে ১৩৪ রানে। হাতে রয়েছে মাত্র ৩ উইকেট।
ভারতীয় পিচে প্ৰথম ইনিংসের পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে জয়ের দোরগোড়ায় পৌঁছনো মোটেও সহজ নয়। চতুর্থ ইনিংসে ভারতকে যে রান-ই চেজ করতে হোক না কেন, তা কড়া চ্যালেঞ্জের মুখে ফেলবে ভারতকে। তবে ভারতের মুখে হাসি ফোটাতে পারে আবহাওয়ার পূর্বাভাস। টেস্টের তৃতীয় এবং পঞ্চম দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আকুওয়েদার-এর পূর্বাভাস অনুযায়ী, রবিবার দুপুর নাগাদ দু-দফায় বৃষ্টি হতে পারে। শেষ দিনে মেঘলা আবহাওয়া থাকতে পারে। এমনকি আবহাওয়া সংক্রান্ত এই এপ অনুযায়ী, চতুর্থ দিনে রাঁচি শহরের বেশ কিছু জায়গায় বৃষ্টি হবে।
আরও পড়ুন: দাদা সরফরাজের মতই ব্যাটে তুফান ভাই মুশিরের! ছক্কায় ছক্কায় একাই ২০০, তছনছ সব রেকর্ড
অনভিজ্ঞ ধ্রুব জুরেল লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে ভারতকে ইংল্যান্ডের স্কোরে কতটা কাছাকাছি নিয়ে যেতে পারেন, সেদিকে আপাতত নজর থাকবে। তার থেকেও ভারতের আশা থাকবে বৃষ্টির পূর্বাভাস যেন সত্যি হয়।
যশস্বী জয়সওয়াল এই নিয়ে টানা চতুর্থবার হাফসেঞ্চুরি করলেন। তবে বাকি ব্যাটারদের ধারাবাহিকতার অভাব ফের একবার ভুগিয়ে দিল টিম ইন্ডিয়াকে। তাই ভারত আপাতত ২১৭/৭-এ ধুঁকছে।
হায়দরাবাদে ভারত প্ৰথম টেস্ট হেরেছিল ২৮ রানে। অলি পোপের ১৯৬ রান ইংল্যান্ডকে হারের মুখ থেকে ফিরিয়ে এনেছিল। প্ৰথম টেস্টে লজ্জার হারের পর ভারত কামব্যাক করে ভাইজ্যাগ টেস্টে। জসপ্রীত বুমরার দুর্ধর্ষ বোলিংয়ে ১০৬ রানে জিতে সিরিজে সমতা ফেরায় টিম ইন্ডিয়া।
রাজকোটে তৃতীয় টেস্টে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। বেন ডাকেটের শতরানের পর দ্বিতীয় দিনের শেষে দুই দলই এক বিন্দুতে দাঁড়িয়েছিল। তবে যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত দ্বিশতরান ভারতকে বড় জয়ের মঞ্চ গড়ে দেয়। ৪৩৪ রানে পরাজয় বরণ করতে হয় ইংল্যান্ডকে।