Advertisment

Ravindra Jadeja: বাবা নয়, বউই আপন! ম্যাচ সেরা হয়েই বুঝিয়ে দিলেন জাদেজা, আবারও ঝড়

Ravindra Jadeja MOM award against England: কিছুদিন আগেই রবীন্দ্র জাদেজার বাবা অনিরুদ্ধসিন জাদেজা অভিযোগ করেছিলেন, তাঁর ছেলে আর আগের মত নেই। রিভাবাকে বিয়ে করার পর থেকেই পুরোপুরি বদলে গেছে। আর, তাঁর বউমা রিভাবাও বিয়ের পর থেকেই সংসার রীতিমতো অশান্তিতে ভরিয়ে দিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jadeja Family, Team India

Jadeja Family-Team India: বামদিক থেকে রিভাবা, অনিরুদ্ধসিন ও 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' ট্রফি হাতে রবীন্দ্র জাদেজা। (ছবি-টুইটার স্ক্রিনগ্যাব)

Ravindra Jadeja, India vs England Rajkot Test : রাজকোট টেস্ট জেতার পর স্ত্রী রিভাবাকে যেন রীতিমতো চোখে হারাচ্ছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক ৪৩৪ রানের প্রাচীর খাড়া করে রাজকোট টেস্ট জিতে নিয়েছে ভারত। এই টেস্ট জেতায় চলতি সিরিজে ভারত এখন চালকের আসনে।

Advertisment

জাদেজা 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' হয়েছেন। বউপাগল জাদেজা এরপরই সবাইকে ছেড়ে স্ত্রী রিভাবাকেই উৎসর্গ করে বসেছেন প্রাপ্ত সম্মান। সে যাই হোক, জাদেজাকে 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' বাছার যথেষ্ট কারণ আছে। সেঞ্চুরি তো করেছেনই। পাশাপাশি, বল হাতেও নিয়েছেন পাঁচ উইকেট। অবশ্য প্রথম ইনিংসে জাদেজার অনিচ্ছাকৃত ভুলেই রানআউট হয়েছেন সরফরাজ খান। এনিয়ে অধিনায়ক রোহিত শর্মা রীতিমতো ক্ষুব্ধ হলেও, 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' হওয়ার পর সেসব ঘটনা যেন এখন অতীত।

সবচেয়ে বড় কথা, রাজকোট জাদেজার ঘরের মাঠ। সেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতাটা তাই টিম ইন্ডিয়ার এই খেলোয়াড়ের কাছে স্পেশাল ব্যাপার। সেকথা সোজাসাপটা বলেও দিয়েছেন টিম ইন্ডিয়ার আদরের 'জাড্ডু' ভাই। এই ব্যাপারে জাদেজা বলেছেন, 'এখানে ম্যাচ অফ দ্য ম্যাচ হওয়াটা সত্যিই আমার কাছে একটা বিরাট ব্যাপার। এই সম্মান আমি আমার স্ত্রীকে উৎসর্গ করতে চাই। ও আড়ালে থেকে আমার জন্য প্রচুর করেছে। আমাকে সবসময় সাহস জুগিয়ে গেছে।' জাদেজার এই সব কথাবার্তা বিসিসিআই আবার ভিডিও বানিয়ে প্রকাশও করে দিয়েছে।

এটা সত্যিই যে, অতীতের পরিসংখ্যানকে বাদ দিলে আহমেদাবাদের প্রথম টেস্ট হারার পর টিম ইন্ডিয়ার পাশে সেভাবে কেউ ছিল না। উলট, একের পর এক বিশেষজ্ঞের সমালোচনার ঢেউ এসে ভারতীয় দলকে আঘাত করেছে। আর, পাল্লা দিয়ে বিরাট কোহলিকে অবিলম্বে জাতীয় দলে ফেরানোর দাবি জোরদার হয়েছে। কিন্তু, বিশাখাপত্তনম আর তারপর রাজকোট টেস্ট যেন সেই অবস্থা থেকে ভারতীয় দলকে তুলে কার্যত এভারেস্টের শীর্ষে বসিয়ে দিয়েছে। বুঝিয়ে দিয়েছে এটা আলাদা টিম ইন্ডিয়া। এই টিম ইন্ডিয়া হেরেও জিততে জানে।

আরও পড়ুন- ভোটের সময় কোথায় কোথায় IPL! বড় ঘোষণায় উল্লাসের আপডেট BCCI-এর

এতটা ভাবা সম্ভব হত না, যদি না যশস্বী, সরফরাজ খানদের মত প্রতিভারা নিজেদের উজাড় করে না দিতেন। আর, জাদেজা-রোহিতদের মত পুরোনোরা শক্ত হাতে দলের ইনিংসের হাল না ধরতেন। তবে, টিম ইন্ডিয়ার সংসারে অশান্তি কমালেও, পারিবারিক ক্ষেত্রে জাদেজা কিন্তু, মোটেও স্বস্তিতে নেই। কিছুদিন আগেই রবীন্দ্র জাদেজার বাবা অনিরুদ্ধসিন জাদেজা অভিযোগ করেছিলেন, তাঁর ছেলে আর আগের মত নেই। রিভাবাকে বিয়ে করার পর থেকেই পুরোপুরি বদলে গেছে। আর, তাঁর বউমা রিভাবাও বিয়ের পর থেকেই সংসার রীতিমতো অশান্তিতে ভরিয়ে দিয়েছেন। আর, তারপরই দেখা গেল, নিজের ম্যাচ জয়ের সম্মান স্ত্রী রিভাবাকেই উৎসর্গ করলেন ভারতীয় ক্রিকেটার।

Indian Cricket Team Indian Team Ravindra Jadeja Test cricket
Advertisment