Advertisment

Ben Stokes: ইসলাম ধর্মে শ্রদ্ধাশীল স্টোকস! বড় দাবি ইংরেজ স্পিনার রেহান আহমেদের

Ben Stokes-Rehan Ahmed Islamic faith: ভারতের বিরুদ্ধে বর্তমান টেস্ট সিরিজে রেহান দুই ম্যাচে আট উইকেট নিয়েছেন। গড়ে রান দিয়েছেন ৩৬.৩৮। যদিও এই গড়ে সবকিছু বোঝা সম্ভব নয়। কারণ, তিনি খেলার গতিপথ ঘুরিয়ে দেওয়ার মত গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। এরপরেই বড় মন্তব্য করলেন নিজের সাফল্যের জন্য।

author-image
IE Bangla Web Desk
New Update
Ben Stokes, Rehan Ahmed

Ben Stokes-Rehan Ahmed: বেন স্টোকস (বামদিকে) ও রেহান আহমেদ (ডানদিকে)। (ছবি-টুইটার)

Rehan Ahmed in England Cricket Team: বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামের ইংল্যান্ড দলের ক্রিকেটাররা মাঠে এবং মাঠের বাইরে ইচ্ছেমত মত প্রকাশ করতে পারেন। এই ব্যাপারে তাঁদের পূর্ণ স্বাধীনতা দিয়েছে টিম ম্যানেজমেন্ট। মাঠের বাইরে স্বাধীনতার অংশ হিসাবে এবার তরুণ লেগ-স্পিনার রেহান আহমেদ প্রশংসা করলেন ইংল্যান্ড অধিনায়কের। রেহান দাবি করেছেন, ইংল্যান্ড অধিনায়কের ইসলামের প্রতি গভীর বিশ্বাস দেখে বেশ খুশি।

Advertisment

একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে রেহান ক্রিকেটের চেয়েও তাঁর ধর্মবিশ্বাসকে বেশি গুরুত্ব দেন। তাঁর দাবি, 'ক্রিকেটের চেয়েও এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।' তাঁর প্রতিদিনের কর্মকাণ্ডে ইসলামের সম্পর্কের ব্যাপারে সংবাদমাধ্যমকে জানাতে গিয়ে এমনটাই দাবি করেছেন ইংল্যান্ডের এই তরুণ ক্রিকেটার। ১৯ বছর বয়সি এই ক্রিকেটারের দাবি, অধিনায়ক বেন স্টোকস তাঁর এই ধর্ম আচরণকে ভালো মনেই গ্রহণ করেছেন।

পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ রেহান আহমেদ, ইংল্যান্ডের বাজবল টিমের গুরুত্বপূর্ণ সদস্য। তিনি দাবি করেছেন ইংল্যান্ড অধিনায়ক ইসলামের প্রতি এতটাই শ্রদ্ধাশীল যে তাঁকে জুম্মার নমাজের ছুটি নিতে কোনও সমস্যার মুখে পড়তে হয় না। এমনকী, এই ব্যাপারে ট্রেনিং চলাকালীন ছুটি পেতেও তাঁকে বিশেষ কাঠখড় পোহাতে হয় না।

এই ব্যাপারে একটি ঘটনার কথা স্মরণ করে রেহান বলেন, 'আমার মনে আছে আবুধাবিতে এক শুক্রবারে গোটা দলের বাইরে যাওয়ার কথা ছিল। আমরা কিন্তু, সেদিনও জুম্মার নমাজ পড়েছি। আমি আর বাশ (শোয়েব বশির) ওখানে নমাজ পাঠ করি। আমি ওয়েনো (ওয়েন বেন্টলি)-কে মেসেজ করি। টিম ম্যানেজারকে জিজ্ঞাসা করতে বলি যে, আমরা না গেলেও হবে কি না। কারণ, আমাদের প্রার্থনা করা জরুরি।'

রেহান বলেন, 'স্টোকস আমাকে সরাসরি মেসেজ করেছিল। লিখেছিল, যখনই আপনি এই ধরনের ব্যাপার সম্পর্কে জানতে চান, আমার কাছে আসুন। আমি এটি পুরোপুরি বুঝতে পারি। আর হ্যাঁ, তিনি তাঁর কথা রেখেছেন। আমি যতবারই প্রার্থনা করি, তিনি যে খুবই শ্রদ্ধাশীল, সেটা স্পষ্ট বোঝা যায়। এই সফরেও তেমনটাই হচ্ছে।'

স্টোকস যে রেহানকে সঠিকভাবেই পরিচালনা করছেন, সেটা তরুণ ক্রিকেটারের পারফরম্যান্সেই প্রমাণ। ২০২২ সালের ডিসেম্বরে করাচিতে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন রেহান আহমেদ। তখন তাঁর বয়স ছিল ১৮ বছর ১২৬ দিন। সেই সময় তিনিই ছিলেন ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড়। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে রেহানই ইংল্যান্ডের পক্ষে ম্যাচ ঘুরিয়ে দেন।

আরও পড়ুন- হাত জোড় করে ম্যাককালামের কাছে ক্ষমা চান গম্ভীর! KKR-এর বিস্ফোরক তথ্য ফাঁস আচমকা

ভারতের বিরুদ্ধে বর্তমান টেস্ট সিরিজে রেহান দুই ম্যাচে আট উইকেট নিয়েছেন। গড়ে রান দিয়েছেন ৩৬.৩৮। যদিও এই গড়ে সবকিছু বোঝা সম্ভব নয়। কারণ, তিনি খেলার গতিপথ ঘুরিয়ে দেওয়ার মত গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। শুধু বোলিংয়েই সাফল্য নয়। ব্যাট হাতেও রেহান পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেছেন। আর, ভারতীয় বোলারদের রীতিমতো হতাশ করে তুলতে বড় ভূমিকা নিয়েছেন।

England Cricket Team Islam Ben Stokes England
Advertisment