Dharamshala Test: আর আড়াই মাস। তারপরেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে বসছে টি২০ ওয়ার্ল্ড কাপের আসর। সরকারিভাবে কোনও দেশের তরফেই এখনও বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হয়নি। চলতি ইংল্যান্ড সিরিজ শেষ হলেই আইপিএল খেলবে টিম ইন্ডিয়া। আইপিএলের পারফরম্যান্স বিচার করেই চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করবেন নির্বাচকরা।
এখনও চূড়ান্ত স্কোয়াড না জানা গেলেও কয়েক জন তারকা যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানে উঠবেন। তা এখন থেকেই নিশ্চিত করে বলা যায়। বিশ্বকাপে সম্ভাব্য জায়গা পাওয়াদের মধ্যে প্ৰথম সারিতেই রয়েছেন রিঙ্কু সিং। কেকেআরের তারকা ব্যাটারকে বাদ দিয়ে বিশ্বকাপের স্কোয়াড নির্বাচন কার্যত অসম্ভব। এমনটাই ধারণা ক্রিকেট মহলের।
আর রিঙ্কুর বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়েই এবার জল্পনা উস্কে।দিল ধর্মশালা টেস্ট। রিঙ্কু টি২০ ফরম্যাটে অভিষেক ঘটালেও দীর্ঘতম ফরম্যাটে এখনও তাঁকে দেখা যায়নি টিম ইন্ডিয়ার জার্সিতে। তবে ধর্মশালা টেস্টের আগে হঠাৎ তিনিই টিম ইন্ডিয়া শিবিরে!
আরও পড়ুন- ‘বিলেতের মাঠে’ পঞ্চম টেস্টে নামছে ভারত-ইংল্যান্ড! ম্যাচে নামার আগেই কাঁপুনি ভারতীয়দের
কী করে?
আসলে চতুর্থ টেস্টের নয় দিন পর পঞ্চম টেস্টে নামছে দুই দল। ধর্মশালা কয়েকদিন আগেই এসেছে ভারত। এর মধ্যে সোমবার ছিল টিম ইন্ডিয়ার রেস্ট ডে। মঙ্গলবার পঞ্চম টেস্টের আগে প্ৰথমবার অনুশীলন ছিল ভারতের।
আর সোমবারের রেস্ট ডে-তেও চুটিয়ে হল আগামী বিশ্বকাপের সম্ভাব্যদের নিয়ে এক ফটোশ্যুট। সেই ফটোশ্যুটিংয়েই এসেছিলেন রিঙ্কু সিং। টিম ইন্ডিয়ার ডাকেই রিঙ্কু এসেছিলেন ধর্মশালায়। পরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে রিঙ্কু ইংল্যান্ডের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে ছবি শেয়ার করেন। কেকেআরের কোচ থাকার সময় থেকেই ম্যাককালামের সঙ্গে রিঙ্কুর 'জান পেহচান'। বিশ্বকাপের জন্য সম্ভাব্যদের নিয়ে ফটোশ্যুটে জায়গা পেয়ে রিঙ্কু যে কার্যত টি২০-র মেগা টুর্নামেন্টে নিশ্চিত, তা বলাই যায়!
আইপিএলে ধারাবাহিক পারফর্মার। একের পর এক বিধ্বংসী ইনিংসে বাঁ হাতি তারকা ক্রিকেট মহলের সমীহ আদায় করে নিয়েছিলেন। আইপিএলের পারফরম্যান্সের ওপর ভর করেই রিঙ্কু জাতীয় দলে জায়গা করে নেন গত বছর ভারতের আয়ারল্যান্ড সফরে। তারপর টিম ইন্ডিয়ার টি২০ ফরম্যাটে রিঙ্কু অটো-চয়েস হয়ে দাঁড়িয়েছেন। জাতীয় দলের হয়ে মাত্র ১৫ ম্যাচে রিঙ্কু করে ফেলেছেন ৩৫৬ রান। ব্যাটিং গড় ৮৯ এবং স্ট্রাইক রেট ১৭৬.২৩। ১১ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে রিঙ্কু ৭বার-ই অপরাজিত থেকেছেন।