Advertisment

Rohit Sharma: নিজের মুখই সহ্য হল না! ধোনির ডেরায় আঙুল ওঠালেন রোহিত! বেনজির বিতর্কের দেখুন ছারখার ভিডিও

Rohit Sharma angry at Cameraman: জুটিতে ভাঙন ধরানোর জন্য রোহিত আক্রমণে এনেছিলেন রবীন্দ্র জাদেজাকে। জাদেজার বলে লেগ বিফোরের আবেদনও ওঠে। তবে আম্পায়ার দ্বিতীয় সেশনের শেষলগ্নে সেই আবেদন নাকচ করে দেন। সঙ্গেসঙ্গেই রোহিত দ্বারস্থ হন ডিআরএসের। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রোহিত তৃতীয় আম্পায়ারের কাছে চূড়ান্ত সিদ্ধান্তের ভার পাঠান।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, Rohit Sharma angry, india vs england

Rohit sharma angry at cameraman: ম্যাচ চলাকালীন ক্ষিপ্ত রোহিত শর্মা (টুইটার)

India vs England 4th Test at Ranchi: ভালোয়-মন্দয় মিশিয়ে রাঁচি টেস্টের প্ৰথম দিন কাটল টিম ইন্ডিয়ার। ইংল্যান্ড টসে জিতে প্ৰথমে ব্যাট করতে নেমে অভিষেককারী আকাশ দীপের পেসে আছাড় খেয়ে পড়েছিল ফার্স্ট সেশনে। ৫৭/৩ হয়ে যাওয়ার পর ইংল্যান্ড ১১২/৫ হয়ে যায়। ভাবা হয়েছিল অল্প রানেই মুড়িয়ে যাবে ইংরেজরা।

Advertisment

তবে ইংল্যান্ড ব্যাটিংয়ে পাল্টা দেওয়ার কাজ করে যান জো রুট। ষষ্ঠ উইকেটে বেন ফোকসের সঙ্গে রুট ১১৩ রান যোগ করে ম্যাচের রং বদলে দেন কয়েক ঘন্টাতেই। আর ফোকস-রুট জুটিতেই হতাশার বিষ্ফোরণ ঘটল রোহিতের।

এই জুটিতে ভাঙন ধরানোর জন্য রোহিত আক্রমণে এনেছিলেন রবীন্দ্র জাদেজাকে। জাদেজার বলে লেগ বিফোরের আবেদনও ওঠে। তবে আম্পায়ার দ্বিতীয় সেশনের শেষলগ্নে সেই আবেদন নাকচ করে দেন। সঙ্গেসঙ্গেই রোহিত দ্বারস্থ হন ডিআরএসের। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রোহিত তৃতীয় আম্পায়ারের কাছে চূড়ান্ত সিদ্ধান্তের ভার পাঠান।

আরও পড়ুন: রোহিতকে ঘিরে ধরলেন ৯ জন সতীর্থ! চাপ দিয়ে করালেন মস্ত ভুল, মাথা চাপড়াতে হচ্ছে এখন

আর সেই সময়েই যত নাটক। তৃতীয় আম্পায়ার নিজের সিদ্ধান্ত জানাতে বিলম্ব করছিলেন। সময় লাগছিল সিদ্ধান্ত নিতে। সকলেই অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন জায়ান্ট স্ক্রিনে। সেই সময়েই ক্যামেরাম্যান রোহিতকে ফোকাস করছিলেন। আর স্ক্রিনে নিজের মুখ ভেসে আসার পরই রোহিত মেজাজ হারান।

একেই বিলম্ব, তার ওপর ক্যামেরা ম্যানের কারুকার্য আর সহ্য হয়নি টিম ইন্ডিয়া অধিনায়কের। সঙ্গেসঙ্গেই আঙ্গুল উঁচিয়ে ক্যামেরা ম্যানকে হুঁশিয়ারি দেন রোহিত। সিদ্ধান্ত অবশ্য রোহিতের পক্ষেও আসেনি। রিভিউয়ে দেখা যায়, বল ইন লাইন পিচ করলেও বেরিয়ে যাওয়ার সময় তিন স্ট্যাম্প মিস করছে।

আরও পড়ুন: বারবার ‘বেয়াদপি’ টিম ইন্ডিয়ার ২ তারকার! কোটি কোটি টাকা কেড়ে পাল্টা শাস্তিতে জয় শাহরাও

রিভিউয়ে রোহিতের সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়ল শুক্রবার। চা বিরতির আগেই ভারত তিনটে রিভিউ নষ্ট করে ভুল ডিআরএস নিয়ে। রুট এবং ফোকসের পিছনেই খরচ হয়ে যায় ভারতের তিন রিভিউ। শুক্রবার ভারত মোট ছয়টি রিভিউ নেয়। এর মধ্যে তিনটি সফল হলেও বাকি সব ব্যর্থ। ভারতের হাতে আপাতত কোনও রিভিউ অবশিষ্ট নেই।

দিনের শেষে ইংল্যান্ড বিপদ এড়িয়েছে জো রুটের দুরন্ত শতরানে ভর করে। টপ অর্ডার ব্যর্থ হলেও জো রুটকে স্যং দিয়েছেন বেন ফোকস (৪৭) এবং শেষবেলায় অলি রবিনসন (৩৩)। মোটামুটি রান পেয়েছেন জ্যাক ক্রলি (৪২) এবং জনি বেয়ারস্টো (৩৮)। ইংল্যান্ড আপাতত ৩০২/৭।

Indian Cricket Team Indian Team Rohit Sharma
Advertisment