IND vs ENG, 4th Test at Ranchi: অভিজ্ঞতার গুরুত্ব কতটা, সেই বিষয়ই হাড়ে হাড়ে টের পেলেন যশস্বী জয়সওয়াল। বহু যুদ্ধের ঘোড়া রোহিত শর্মার উপদেশ কানে তোলেননি। নিজের ছন্দে খেলতে গিয়েই নিজে আউট হলেন , দলকে বিপদে ফেললেন। ভারতের সামনে টার্গেট ছিল মাত্র ১৯২। তৃতীয় দিনেই বিনা বাধায় ভারত কোনও উইকেট না হারিয়ে ৪০ তুলে ফেলেছিল স্কোরবোর্ডে।
চ্যালেঞ্জিং উইকেট সত্ত্বেও ভারতের জয়ে কার্যত কোনও সংশয়ই ছিল না ম্যাচের পরিস্থিতির বিচারে। ভারতের নেতিবাচক বিষয় ছিল একটাই ব্যাটিং অর্ডারের অনভিজ্ঞতা। সদ্য অভিষেক হওয়া সরফরাজ খান রজত পাতিদাররা মিডল অর্ডারে। টপ অর্ডারের ছত্রে ছত্রেই শুভমান গিল, যশস্বী জয়সওয়ালদের তরুণ রক্ত।
আরও পড়ুন- ‘হিরো’ হতে চাইলেন সরফরাজ, মাঠেই ধমকে প্রাণ বাঁচালেন রোহিত! দেখুন বড় ভিডিও
অল্প টার্গেট নিয়েই ভারতীয় অনভিজ্ঞ ব্যাটারদের জন্য ফাঁদ পেতেছিল ইংল্যান্ড। যশস্বী জয়সওয়ালকে এই ফাঁদ পেতেই আউট করল ইংরেজরা। রোহিত শর্মা এই দলের সবথেকে সিনিয়র তারকা। কোহলি-কেএল রাহুলদের অনুপস্থিতিতে দলের অনভিজ্ঞ ক্রিকেটারদের গাইড করার বাড়তি কাজ-ও করে চলেছেন ক্যাপ্টেন।
তবে তাঁর কথা অবজ্ঞা করেই বিপদ বাড়ালেন যশস্বী জয়সওয়াল। গতকাল অপরাজিত থাকার পর সোমবার ভারতকে জয়ের লক্ষ্যে পোঁছে দেওয়ার দায়িত্ব ছিল দুই ভারতীয় ওপেনারের। ফার্স্ট সেশনেই ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস আক্রমণে এনেছিলেন জো রুটকে। যশস্বী আগ্রাসী ভঙ্গিতে রুটকে হাঁকানোর চেষ্টা করবে, এটা আগাম বুঝতে পেরেই স্টোকস ফিল্ড প্লেস করেছিলেন।
আর সেই ফাঁদেই পা দিলেন জয়সওয়াল। অফস্ট্যাম্পের বাইরে ভাসানো বল রেখেছিলেন রুট। সেই বলই সপাটে হাঁকাতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দেন যশস্বী। ৪২ বছরের আন্ডারসন বয়সকে তুড়ি মেরে অনবদ্য ক্যাচ নেন। আরও একটা নিশ্চিত হাফসেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন টিম ইন্ডিয়ার তরুণ তারকা। তবে ইংরেজদের ফাঁদে পা দিয়ে ৩৭-এই ফিরতে হয় যশস্বীকে।
ঘটনা হল, রোহিত সেই ওভারের আগেই শট সিলেকশন নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন তাঁর তরুণ ওপেনিং পার্টনারকে। তবে তাঁর কথা কানে না শুনেই উইকেট ছুড়ে দিয়ে আসেন যশস্বী। রিপ্লেতে পরে দেখা যায় রোহিত হতাশায় ভেঙে পড়ছেন।
সেই আউটের পরেই ভারতের মসৃন রান চেজ ধাক্কা খায়। জয়সওয়াল আউট হওয়ার কিছুক্ষণ পরেই হাফসেঞ্চুরি করে প্যাভিলিয়নে ফিরে যান ক্যাপ্টেন রোহিত। পরের ওভারেই রজত পাতিদার আউট হওয়ায় লাঞ্চেই ৩ উইকেট খুইয়ে ফেলে টিম ইন্ডিয়া। আর দ্বিতীয় সেশনে সরফরাজ খান এবং রবীন্দ্র জাদেজাকে ফিরিয়ে শোয়েব বশির ম্যাচে ভারতের অবস্থানকে হঠাৎ নড়বড়ে করে দেন। শেষ আপডেট অনুযায়ী ভারতকে টানছেন শুভমান গিল এবং ধ্রুব জুরেল।