India vs England test series 2024: শোয়েব বশির ভিসা ইস্যুতে এবার ভারতের তরফে পালটা দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। বৃহস্পতিবার ভারতের হায়দরাবাদে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচে তাদের পাকিস্তান বশোদ্ভূত ক্রিকেটার শোয়েব বশির খেলতে পারবেন না। ভিসা সমস্যার জন্য তাঁর ভারতে আসা আটকে গিয়েছে। সূত্রের খবর, ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সময়মত জমা দিতে পারেননি শোয়েব বশির। আর, সেই কারণেই আটকে গিয়েছে তাঁর ভিসা।
বছর ২০-র ক্রিকেটার শোয়েব বশির, ইংল্যান্ডের সারে এলাকার বাসিন্দা। তবে, তিনি পাকিস্তানি বংশোদ্ভূত। ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের কারণে পাকিস্তানিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করে থাকে ভারত। পাকিস্তান বংশোদ্ভূত অন্যান্য দেশের নাগরিকদের জন্যও নেওয়া হয় বিশেষ সতর্কতা। এটা নতুন কিছু নয়। গোটা বিশ্ব সেটা জানে। কিন্তু, এনিয়ে অযথা জল গরম করতে ছাড়ছে না ইংল্যান্ড। ভারতের নিরাপত্তার প্রশ্নকে তারা ম্যাচ শুরুর আগেই খেলার ময়দানে টেনে এনে উত্তাপ ছড়ানোর চেষ্টা চালাচ্ছে।
ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস বলেছেন, 'অধিনায়ক হিসেবে আমি চূড়ান্ত হতাশ। আমরা ডিসেম্বরের মাঝামাঝিতেই স্কোয়াড ঘোষণা করে দিয়েছিলাম। কিন্তু, এখনও বশির এখানে আসার জন্য ভিসা পায়নি। ইংল্যান্ডের জার্সিতে প্ৰথম টেস্টে ওঁর এরকম অভিজ্ঞতা হোক, আমরা সেটা চাইনি। আমরা ওঁর যন্ত্রণাটা অনুভব করতে পারছি।'
স্টোকস এমন ভাব করেছেন যেন, একটাও টেস্ট না-খেলা ক্রিকেটার তাঁদের দলকে জিতিয়ে দেবেন। ভারতের ওপর চাপ বাড়িয়ে ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, 'এরকম অবস্থায় ও-ই প্রথম নয়। অনেকেই একই ঘটনার মধ্য দিয়ে গিয়েছে। এটা ভাবতেই খারাপ লাগছে যে আমরা ওঁকে বেছে নেওয়ার পরও ও কিনা ভিসা সমস্যার জন্য ভারতে আসতে পারল না। এই তরুণ তারকার জন্য আমি নিজেও বিধ্বস্ত। এমন ঘটনা সত্যিই হতাশার। ওঁর জন্য সত্যি খারাপ লাগছে।'
আরও পড়ুন- মাঠেই ভারতীয়দের কুৎসিত অঙ্গভঙ্গি, গালির বন্যা! টাইগার তারকাকে ‘ছোবল’ দিয়ে সমঝে দিল
অথচ, এই ইংল্যান্ড দলেরই পাকিস্তান বংশোদ্ভূত অপর তারকা রেহান আহমেদের ভিসা পেতে কোনও সমস্যা হয়নি। গত রবিবার সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবি থেকে ইংল্যান্ড দল ভারতে এসেছে। সংযুক্ত আরব আমিরশাহিতে ইংল্যান্ড দল ভারতের বিরুদ্ধে সিরিজের প্রস্তুতি সারছিল।
আরও পড়ুন- ইন্ডিয়া সিরিজ বয়কট করুক ইংল্যান্ড! বশিরের ‘অপমানে’ বিলেতের মাটিতে ভারত-বিরোধী ঝড়
এই ক্রিকেট মাঠের ইস্যুটা ইতিমধ্যেই বড় হয়ে গিয়েছে। এর মধ্যে ঢুকে পড়েছেন খোদ ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মুখপাত্রও। তিনি বলেছেন, 'আমাদের আশা, ভারত সরকার ভিসা দেওয়ার ক্ষেত্রে সব ব্রিটিশ নাগরিকদের সঙ্গে সমান ব্যবহার করবে। আগেও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের ভারতে যাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। লন্ডনে ভারতীয় দূতাবাসকে বিষয়টি জানানো হয়েছে।'
আরও পড়ুন- গায়ে পাকিস্তানি গন্ধ, ভারতে ঢুকতে কালঘাম ছুটছে ইংরেজ তারকার! ভারত-ইংল্যান্ড সংঘাতে বেনজির উত্তাপ
তবে, এসব নিয়ে ইংল্যান্ডের অযথা চাপ বাড়ানোর চেষ্টাকে যে তিনি মোটেও গুরুত্ব দিচ্ছেন না, বুধবার তা বুঝিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ২২ গজের বলের মতই এই ইস্যুকে বাউন্ডারি পাঠিয়ে সাংবাদিক বৈঠকে রোহিত বলেছেন, 'আমি ভিসা দফতরে কাজ করি না। তাই বেশি কিছু জানি না। আশা করছি ও (বশির) তাড়াতাড়িই ভিসা পাবে। আর, এদেশে এসে খেলা উপভোগ করতে পারবে।'