Advertisment

Rohit Sharma retirement: অবসর নিয়ে মুখ খুললেন রোহিত! বুক ধড়ফড় করা জবাবে আশংকা বাড়ালেন হিটম্যান

Rohit Sharma with Dinesh Karthik: মাত্র কয়েক মাস আগেই, গত বছরের শেষদিকে একদিনের ক্রিকেট বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স এবং নেতৃত্ব আগেই আসন্ন টি২০ বিশ্বকাপে রোহিতের অধিনায়কত্ব পাকা করে দিয়েছে। আফগানিস্তানের সঙ্গে টি২০ সিরিজে বুঝিয়ে দিয়েছেন, একদিন থেকে টি২০-সবেতেই অধিনায়ক হিসেবে তিনি মাস্টারক্লাস।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, Rahul Dravid, Team India, India vs England

Rohit-Dravid: ভারতকে সাফল্য এনে দিয়েছেন রোহিত-দ্রাবিড় জুটি (টুইটার)

India wins series against England: কবে অবসর নেবেন? ফাঁস করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। সোজাসাপটা জানিয়ে দিলেন তাঁর অবসর নিয়ে যাবতীয় কথা। তবে, সেটা সমালোচকদের সমালোচনার বাণে নয়। বরং গোটা ইংল্যান্ড সিরিজে তাঁর পারফরম্যান্স কথা বলেছে। সিরিজ জয়ের পর এবার ধারাভাষ্যকার দীনেশ কার্তিকের মুখোমুখি হয়ে মনের কথা উজাড় করে দিলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন।

Advertisment

শুধু টিম ইন্ডিয়ার সিরিজ জয়ই নয়। গোটা সিরিজেই দুর্দান্ত অধিনায়কত্ব আর মনকাড়া পারফরম্যান্স। 'বিগ হিটার' রোহিত নিজের সাফল্যের নজির দিয়েই বন্ধ করে দিয়েছেন তাঁর সমালোচকদের মুখ।

জিওফ্রে বয়কটের মত প্রাক্তনীরা তো বটেই, রোহিতের লা-জবাব পারফরম্যান্সে মুগ্ধ আপামর ক্রিকেটপ্রেমী।

সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্স টি২০ অধিনায়কের আসন থেকে রোহিতকে সরিয়েছে। জবাব যেন একের পর এক সিরিজ জিতেই দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। শনিবার ৪-১ ব্যবধানে সিরিজ জয়, তার সাম্প্রতিক নজির হয়ে থাকল। ওপেনার হিসেবে তাঁর পারফরম্যান্সের প্রভাব টিম ইন্ডিয়ার বাকিদের ওপরও নিঃসন্দেহে পড়েছে। যা ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রীতিমতো পথ দেখিয়েছে।

মাত্র কয়েক মাস আগেই, গত বছরের শেষদিকে একদিনের ক্রিকেট বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স এবং নেতৃত্ব আগেই আসন্ন টি২০ বিশ্বকাপে রোহিতের অধিনায়কত্ব পাকা করে দিয়েছে। আফগানিস্তানের সঙ্গে টি২০ সিরিজে বুঝিয়ে দিয়েছেন, একদিন থেকে টি২০-সবেতেই অধিনায়ক হিসেবে তিনি মাস্টারক্লাস। আর, ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত জয়ের পাশাপাশি ব্যক্তিগত ৪০০ রান করে সমালোচকদের সব বাক্যবাণ মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন।

আর তারপরই এবার দীনেশ কার্তিককে নিজের অবসরের বিস্তারিত জানালেন রোহিত। তিনি শনিবার সিরিজ জয়ের পর বলেন, 'যেদিন ঘুম থেকে উঠে দেখব, আমি যথেষ্ট ভালো খেলতে পারছি না। খেলাধূলার জন্য আমি যথেষ্ট নই। সেদিন আমি এই (পড়ুন অবসর) ব্যাপারে কথা বলব। কিন্তু, সততার সঙ্গে বলছি, আমি গত দুই-তিন বছরে দেখেছি, আমার ক্রিকেটটা বেশ ভালো হচ্ছে। আর, আমি সেরা ক্রিকেটটা খেলছি।'

ভালো খেলছেন বলে তিনি ঠিক কী বোঝাতে চাইছেন, সেটাও কার্তিককে স্পষ্ট করে দিয়েছেন রোহিত। টিম ইন্ডিয়ার অধিনায়ক বলেন, 'মানুষ এখন শুধু পরিসংখ্যানটা দেখছে না। শুধু ব্যক্তিগত পরিসংখ্যানের দিকে তাকাচ্ছে না। ভালো খেল। পরিসংখ্যান নিজেই ভালো হবে। যদি আপনি নির্ভীক হন, যদি আপনার মন পরিষ্কার থাকে, বাকি সব এমনিই ভালো হবে। ৫০ রান করা, ১০০ রান করা ভালো। কিন্তু, ভালো খেললে, সেগুলো এমনিই চলে আসবে। তাই নজরটা সবসময় ভালো খেলার দিকে রাখতে হবে।'

হায়দরাবাদের প্রথম টেস্ট ম্যাচে রোহিত প্রথম ইনিংসে ২৪, দ্বিতীয় ইনিংসে ৩৯ করেছিলেন। ভাইজাগে দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ১৪, দ্বিতীয় ইনিংসে ১৩ করেছিলেন। কিন্তু, রাজকোটে গিয়েই তিনি সমালোচকদের মুখ বন্ধ করে দেন ১৯৬ বলে ১৩১ রান করে। যাতে রবীন্দ্র জাদেজাও অনুপ্রাণিত হয়েছিলেন। আর, ভারত সিরিজ ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। ফের রাঁচির ম্যাচে ৮১ বলে ৫৫ করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ভারত ওই ম্যাচ ৫ উইকেটে জিতে যায়।

আরও পড়ুন- গিলের সঙ্গে তুমুল ঝামেলা বেয়ারস্টোর! ইংরেজদের পক্ষ নিয়ে শুভমানকেই আক্রমণ সরফরাজের! দেখুন তান্ডবের ভিডিও

ধর্মশালার ম্যাচ শেষের পর দেখা গেল এই সিরিজে রোহিতের রানের গড় ৪৪.৪৪। যা বেশ বড় সাফল্য। রোহিতের কথায়, 'আসলে, চারপাশটাকে উপভোগ করতে হবে। দলের সঙ্গে পরিবেশটাকে উপভোগ করতে হবে। আমি এই দলের সঙ্গে অধিনায়কত্বটা উপভোগ করছি। আর, এটাই হল আসল ব্যাপার। আমার কাছে সেটাই সবচেয়ে বড় ব্যাপার।'

Test cricket Rohit Sharma Dinesh Karthik Indian Team England Cricket Team Indian Cricket Team
Advertisment