England test tour to India: হায়দরাবাদে দুর্ধর্ষ জয় পেয়েছে ইংরেজরা। চতুর্থ দিনের থ্রিলারে ২৮ রানে থেমে গিয়েছে ঘরের মাঠে ভারতের জয়রথ। দ্বিতীয় ইনিংসে অলি পোপের দুরন্ত ১৯৬ রান জয়ের রাস্তা দেখিয়েছিল ইংরেজদের। তারপর ভারতের ব্যাটিং ব্যর্থতায় জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড, একদম শেষ লগ্নে।
ভারত ইংরেজ স্পিনারদের অসহায়ভাবে আত্মসমর্পণ করে ২০২ রানে গুটিয়ে যায়। ভারত প্ৰথম ইনিংসে ইংল্যান্ডের ২৪৬ রানের জবাবে ৪৩৬ তুলে দিয়েছিল। ১৯০ রানের লিড নেওয়ার পর ভারত ইনিংস জয়ের সম্ভবনাও জাগিয়ে তুলেছিল। তবে অলি পোপের অবিশ্বাস্য ইনিংসেই ঘুরে দাঁড়ায় ইংরেজরা।
আরও পড়ুন- ভারত হারতেই উল্লাস বাংলাদেশের! টাইগারদেরও পিছনে এখন টিম ইন্ডিয়া
অশ্বিন-জাদেজা দুরন্ত স্পিন জুটিও থামাতে পারেনি পোপের দুরন্ত ইনিংস। এই প্ৰথমবার ঘরের মাঠে অশ্বিন-জাদেজা দুজনেই একই ইনিংসে ১০০-র বেশি রান খরচ করলেন। ইংল্যান্ডের লোয়ার অর্ডারে রেহান আহমেদ এবং টম হার্টলেও ব্যাট হাতে অবদান রেখে যান। যা ম্যাচে শেষে ফারাক গড়ে দিল।
ম্যাচের পর রোহিত শর্মা সাফ জানিয়ে দিলেন, "দল হিসেবে সম্মিলিতভাবে আমরা ব্যর্থ হয়েছি। ব্যাট হাতে মোটেও আমরা ভালো করতে পারিনি। চেয়েছিলাম সিরাজ-বুমরা ব্যাট হাতে যেন ম্যাচ পঞ্চম দিন পর্যন্ত টেনে দেয়। তবে লোয়ার অর্ডার লড়াই ছুঁড়ে দিয়েছিল। আমাদের সাহসী হওয়া প্রয়োজন। মনে হয় না, আমরা সাহসী ছিলাম।"
তাঁর আরও সংযোজন, "১৯০ রানের লিড নেওয়ার পর আমরা জয়ের জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম। তবে ভারতীয় কন্ডিশনে অলি পোপের ইনিংস আমার দেখা অন্যতম সেরা। আমরা ঠিকঠাক জায়গাতেই বল রেখেছি। বোলাররা সঠিক প্ল্যানিংয়েই বল করেছে। তবে পোপের জন্য টুপি খুলতেই হচ্ছে। ওঁকে বলতেই হচ্ছে, ভালো খেলেছ!"