Advertisment

Rohit-Yashasvi:রেকর্ডের পর রেকর্ড! তবু রোহিতের গলায় নেই যশস্বীর প্রশংসা, অবাক ঘটনায় শুরু হয়ে গেল ফিসফাস

Jaiswal heroics against England: ভারতীয়রা তো বটেই বিশ্ব ক্রিকেটের প্রাক্তনরাও পর্যন্ত যশস্বীকে নিয়ে রীতিমতো উচ্ছ্বাস দেখাচ্ছেন। অনেকে তাঁকে ইতিমধ্যে কিংবদন্তি ডন ব্যাডম্যানের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Yashasvi Jaiswal, Rohit Sharma

Yashasvi Jaiswal-Rohit Sharma: সাংবাদিক বৈঠকে রোহিত! (ছবি- টুইটার)

Yashasvi double-century: তৃতীয় টেস্ট ম্যাচ জেতানো ডাবল সেঞ্চুরি। সিরিজে এই নিয়ে পরপর দুটি টেস্ট ম্যাচে দুটি দ্বিশতক। তারপরও টিমের জুনিয়র যশস্বী জয়সওয়ালকে নিয়ে তেমন একটাও শব্দ খরচ করলেন না অধিনায়ক রোহিত শর্মা। তাঁকে যশস্বীর ব্যাপারে জিজ্ঞাসা করা হলেও বিশেষ কোনও জবাব দেননি।

Advertisment

অবশ্য এদিনই প্রথম না। এর আগে ভাইজাগ টেস্ট-এ যশস্বীর প্রথম দ্বিশতরানের পরও রোহিতকে সেনিয়ে তেমন রা কাড়তে দেখা যায়নি। দলের অধিনায়ক বলুন ছাই না বলুন, রবিবারটা ছিল যশস্বীরই দিন। ইতিমধ্যেই ক্রিকেট দুনিয়ায় তিনি মোটামুটি একটা সেনসেশন হয়ে উঠেছেন। ভারতীয়রা তো বটেই বিশ্ব ক্রিকেটের প্রাক্তনরাও পর্যন্ত যশস্বীকে নিয়ে রীতিমতো উচ্ছ্বাস দেখাচ্ছেন। অনেকে তাঁকে ইতিমধ্যে কিংবদন্তি ডন ব্যাডম্যানের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। কেউ কেউ আবার যশস্বীর মধ্যে শচীন তেন্ডুলকার আর বীরেন্দ্র শেহবাগের ছায়াও দেখতে পেয়েছেন। ব্যাটার হিসেব ওঁর মধ্যে কোনও দুর্বলতা খুঁজে পাননি সমালোচকরাও। রাতারাতি যেন সমালোচকদের মনও জয় করে নিয়েছেন এই তরুণ ভারতীয় ব্যাটার।

আর, এসব নিয়েই বরং বেশি চিন্তিত টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। তিনি বিশ্বাস করেন যে যশস্বীর কাছে বর্তমানে বিভ্রান্ত না হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তরুণ এই খেলোয়াড়ের পা যেন সবসময় মাটিতে থাকে। আর, সেটাই জরুরি ভারত অধিনায়কের কাছে। ঠিক সেই কারণেই যোগ্য অধিনায়কের মতই যশস্বীর ব্যাপারে রোহিত সাবধানী। তাঁকে নিয়ে গণমাধ্যমের সামনে বিশেষ কিছু বলতে নারাজ।

বছর ২২-এর এই ব্যাটার ইতিমধ্যেই তিনটি টেস্ট ম্যাচে ৫০০ রান করেছেন। রবিবার সেনিয়ে বলতে গিয়ে ভারত অধিনায়ক বলেন, 'আমি নিশ্চিত যে ড্রেসিরুমের বাইরের লোকেরাও ওঁর (যশস্বী) ব্যাপারে অনেক কথা বলছেন। আমি ওঁর সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। ও (যশস্বী) সদ্য কেরিয়ার শুরু করেছে।' রবিবার রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাল অঙ্কের ৪৩৪ রানে ভারতীয় দলের জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারত অধিনায়ক। তখনই তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন- মাথা থেঁতলে দিল সপাটে বল! রক্তাক্ত মুস্তাফিজ হাসপাতালে, বুকে হাত গোটা বাংলাদেশের

শনিবারই শতরান করেছিলেন যশস্বী। রবিরার তিনি দ্বিশতরান পূর্ণ করে অপরাজিত থেকে যান। তাঁর ২১৪ রানে রয়েছে ১২টি ছক্কা। এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড এতদিন ছিল পাকিস্তানের ওয়াসিম আক্রমের। রবিবার যশস্বী তাঁকে ছুঁয়ে ফেললেন। এর আগে চলতি সিরিজের প্রথম দুই টেস্ট ম্যাচে যশস্বী ১০টি ছক্কা মেরেছেন। সব মিলিয়ে চলতি সিরিজেই তাঁর ছক্কার সংখ্যা গিয়ে দাঁড়াল ২২। যা একটি সিরিজে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড।

আরও পড়ুন- রোহিত না চাইলেও মাঠ ছাড়ছিলেন সরফরাজ-যশস্বী! মাঠেই বেনজির বিভ্রান্তিতে ফাঁসল টিম ইন্ডিয়া

রবিবার শেষ হল তৃতীয় টেস্ট। সিরিজে এখনও দুটি ম্যাচ বাকি আছে। যশস্বীর এই ১২টি ছক্কা মিলিয়ে চলতি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৮টি ছক্কা মারল রোহিত-বাহিনী। যা একটি টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড করল। তার মধ্যে যশস্বীর ১২টি ছক্কাই মাঠের বাইরে গিয়ে পড়েছে। যাতে বেজায় খুশি হয়েছেন দর্শকরাও। পরপর দুটি ম্যাচে দ্বিশতরানের জেরে ক্রিকেট ইতিহাসে যশস্বীর নাম বসল ভিনু মানকড় ও বিরাট কোহলির পাশে। এই দু'জনেরও একটি সিরিজে দুটি দ্বিশতরান আছে। পাশাপাশি, পরপর দুটি ম্যাচে দ্বিশতরান করে যশস্বী ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি ও বিনোদ কাম্বলিকেও।

Test cricket Yashasvi Jaiswal Rohit Sharma England Cricket Team Indian Cricket Team
Advertisment