Advertisment

IND vs ENG: ঋষভ পন্থকে ওঁরা হয়ত দেখেইনি! ইংল্যান্ডের কথা উঠতেই হঠাৎ মেজাজ হারালেন রোহিত

Rohit Sharma on Bazball approach: ডাকেট ভারত সফর চলাকালীন-ই অদ্ভুতভাবে বলে দেন, বিশ্বের সমস্ত দল তাঁদের বাজবল-কে সামনে রেখে এগোচ্ছে। "প্রতিপক্ষ দলের কেউ একজন যখন এরকম ব্যাটিং করার যায়, তখন মনে হয় আমাদের-ও কিছুটা কৃতিত্ব প্রাপ্য। অন্যরা যেরকম ক্রিকেট খেলছে, তার থেকে কতটাই না আলাদা আমাদের ক্রিকেট খেলার ধরণ।" বলে দেন ডাকেট।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, England Cricket Team, Dharamshala test

Rohit Sharma on Bazball: ইংল্যান্ডকে পন্থের কথা স্মরণ করিয়ে দিলেন রোহিত শর্মা (টুইটার)

India vs England test series: রাজকোট টেস্টে যশস্বী জয়সওয়ালের বিধ্বংসী শতরানের পর ইংল্যান্ডের তারকা বেন ডাকেট সরাসরি ইংরেজদের বাজবল ঘরানার ক্রিকেটকে কৃতিত্ব দিয়েছিলেন। বলে দেন, ইংল্যান্ডের মত আগ্রাসী ক্রিকেট খেলেই সাফল্য পাচ্ছেন যশস্বী। প্রতিপক্ষের শতরানে বেনজিরভাবে নিজেদের পিঠ নিজেদের চাপড়ে বিতর্ক বাড়িয়েছিলেন ডাকেটরা। সেই ঘটনার পাল্টা দিলেন এবার রোহিত শর্মা। ধর্মশালা টেস্ট খেলতে নামার একদিন আগেই হিটম্যান সরাসরি বলে দেন, "ঋষভ পন্থ বলে একজন ক্রিকেট খেলে। ডাকেট হয়ত ওঁকে দেখেইনি।"

Advertisment

২০২০/২১ সিজনে ভারত সফরে এসেছিল ইংল্যান্ড। সেবার ঋষভ পন্থের আগ্রাসী ব্যাটিং ইংরেজদের ছন্দই বিগড়ে দিয়েছিল। ২০২২-এ ইংল্যান্ড টেস্ট দলের হেড কোচ হন ব্রেন্ডন ম্যাককালাম। তারপর ইংরেজরা অতি-আগ্রাসী ক্রিকেট রপ্ত করে নিয়েছে। পোশাকি ভাষায় যাঁকে ইংলিশ মিডিয়া নাম দিয়েছে 'বাজবল'!

ডাকেট ভারত সফর চলাকালীন-ই অদ্ভুতভাবে বলে দেন, বিশ্বের সমস্ত দল তাঁদের বাজবল-কে সামনে রেখে এগোচ্ছে। "প্রতিপক্ষ দলের কেউ একজন যখন এরকম ব্যাটিং করার যায়, তখন মনে হয় আমাদের-ও কিছুটা কৃতিত্ব প্রাপ্য। অন্যরা যেরকম ক্রিকেট খেলছে, তার থেকে কতটাই না আলাদা আমাদের ক্রিকেট খেলার ধরণ।" বলে দেন ডাকেট।

আরও পড়ুন: শেওয়াগের থেকেও ভালো ওপেনার মুরলি বিজয়! বিস্ফোরক যুক্তিতে বীরুকে অপমানের রাস্তায় হাঁটলেন শাস্ত্রী

ঘটনা হল, ডাকেট তো বটেই, রোহিত 'বাজবল' শব্দকেও সপাটে পুল করতে চেয়েছেন সাংবাদিক সম্মেলনে, "সত্যি কথা বলতে বাজবল কী, সেটাই বুঝি না! এটা কি শুধু মেরে খেলা। সত্যি এই শব্দের অর্থ আমার কাছে স্পষ্ট নয়।" তবে রোহিত মেনে নিয়েছেন, গতবার ইংল্যান্ড যা খেলেছিল, তার থেকে এবার তাঁদের খেলা উন্নতি হয়েছে। চার ম্যাচের সিরিজে গতবার ইংল্যান্ড ১-৩'এ পরাস্ত হয়। রোহিতের বক্তব্য, "এবার ওঁরা গতবারের থেকে আরও ভালো খেলেছে। যে দুই ব্যাটার এখানে সেঞ্চুরি করেছে, তাঁদের কৃতিত্ব প্রাপ্য।"

ইংল্যান্ডের হয়ে চলতি সিরিজে শতরানের দেখা পেয়েছেন অলি পোপ, জো রুট এবং বেন ডাকেট। ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান করে চলেছেন ওপেনার জ্যাক ক্রলিও। তবে সিরিজের মোক্ষম সময়ে সময়ে খেই হারিয়ে ফেলেছে ইংরেজরা, যেখানে ম্যাচ হাতছাড়া হয়েছে।

Rishabh Pant England Cricket Team Test cricket Rohit Sharma
Advertisment