New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/sarfaraz-shoaib.jpg)
Sarfaraz Khan-Shoaib Bashir: বশিরকে মজার কথা বলার মুহূর্তে সরফরাজ (স্ক্রিনগ্র্যাব)
Sarfaraz Khan interaction with Shoaib Bashir : শোয়েব বশিরের এই ঘূর্ণির মারণাস্ত্র নয়, অনেকটাই হালকা মেজাজ আমদানি করল ম্যাচ চলাকালীন সরফরাজ খানের সঙ্গে তাঁর বাক্য বিনিময়। সেই ঘটনা অবশ্য শোয়েবের বল হাতে দাদাগিরি দেখানোর আগে।
Sarfaraz Khan-Shoaib Bashir: বশিরকে মজার কথা বলার মুহূর্তে সরফরাজ (স্ক্রিনগ্র্যাব)
India vs England 4th Test at Ranchi: রাঁচি টেস্টে ভারতের নেমেসিস হিসাবে হাজির হলেন শোয়েব বশির। সিরিজ শুরুর আগেই ভিসা জটিলতার কারণে শিরোনামে উঠে এসেছিলেন পাক বংশোদ্ভূত ইংরেজ স্পিনার শোয়েব বশির। সেই ব্রিটিশ স্পিনারের কাছেই ভারতীয় ব্যাটিং শনিবার অসহায়ভাবে আত্মসমর্পণ করল।
দ্বিতীয় সেশনেই শোয়েব স্বপ্নের স্পেলে ফেরত পাঠিয়ে দেন শুভমান গিল, রজত পাতিদার, রবীন্দ্র জাদেজাকে। তৃতীয় সেশনে তাঁর ঘূর্ণির সামনে মাথা নোয়ালেন ভারতীয় ব্যাটিংয়ের একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যাওয়া যশস্বী জয়সওয়াল।
তবে শোয়েব বশিরের এই ঘূর্ণির মারণাস্ত্র নয়, অনেকটাই হালকা মেজাজ আমদানি করল ম্যাচ চলাকালীন সরফরাজ খানের সঙ্গে তাঁর বাক্য বিনিময়। সেই ঘটনা অবশ্য শোয়েবের বল হাতে দাদাগিরি দেখানোর আগে।
আরও পড়ুন: ধোনির শহরে সিঙ্গারা কিনে ঠকলেন ইংরেজরা! দুটো সামোসার দাম জানলে মাথা ঘুরে যাবে
গতকাল শেষ সেশনে অপরাজিত ছিলেন জো রুট এবং অলি রবিনসন। দ্বিতীয় দিন ফার্স্ট সেশনেই আউট হয়ে যান রবিনসন। আর এরপরেই দশ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন শোয়েব বশির। সেই সময় বল করছিলেন কুলদীপ যাদব। ভারতীয়রা সাধারণত নিজেদের মধ্যে কথাবার্তা চালানোর জন্য ইংরেজি নয়, হিন্দিতেই শলা-পরামর্শ করে থাকেন। যাতে প্রতিপক্ষ দল ভারতীয়দের স্ট্র্যাটেজি সম্পর্কে আগাম আঁচ না পেয়ে যায়।
আর শোয়েব ব্যাট করতে নামার পরেই সরফরাজ মজা করে দলের বাকিদের বলে দেন, "ও ভালো করেই জানে কীভাবে খেলতে হবে! হিন্দিও দারুণ বুঝতে পারে ও।" জবাবে মৃদু হেসে শোয়েব বশির হিন্দিতেই বলে দেন, "অল্প অল্প হিন্দি বলতে পারি।" বশিরের ক্রিজে স্থায়িত্ব অবশ্য দুই বলের বেশি স্থায়ী হয়নি। রবীন্দ্র জাদেজাকে স্লগ সুইপ হাঁকাতে গিয়ে বশির আউট হয়ে যান।
Sarfaraz Khan - isko to Hindi nahi aati hain (he doesn't know Hindi).
Shoaib Bashir - Thodi thodi aati hain Hindi (I know a bit of Hindi).@BCCI #INDvsENGTest #SarfarazKhan pic.twitter.com/TRI0esZHYQ— Cric Crazy (@CHANCHA55457263) February 24, 2024
ভারত শোয়েব বশিরের স্পিনের সামনে অনেকটাই পথ হারিয়ে ফেলেছে। ইংল্যান্ডের ৩৫৩ রানের জবাবে ভারত দিনের শেষে ২১৯/৭। এখনও ভারত প্ৰথম ইনিংসে ১৩৪ রানে পিছিয়ে রয়েছে।